বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পদ সংখ্যা ৫৯ জন
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
পদ সংখ্যা ৫৯ জন
নং, পদের নাম, বেতন
বিজ্ঞপ্তি নং-০৫.০১.২৬72.125.11.016.16.1230 তারিখঃ ২৬/১১/2028
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. পরিসংখ্যান সহকারী ০১ পরিসংখ্যান/ গণিতসহ স্নাতক ডিগ্রি এবং
১১৩০০-২৭৩০০/- জন সেই সঙ্গে সংশিষ্ট ক্ষেত্রে ২ বৎসরের অভিজ্ঞতা।
০১ গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমাসহ কোন স্বীকৃত
জন বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ডিগ্রি।
২. ক্যাটালগার
১১০০০-২৬৫৯০/-
৩. সাঁটলিপিকার
কাম-কম্পিউটার
অপারেটর
১১০০০-২৬৫৯০/-
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০২ সাঁটলিপি গতি বাংলা-৪৫ ও ইংরেজী- ৭০ শব্দ।
জন এবং মুদ্রাক্ষর গতিঃ (Nikosh BAN font এ
বাংলা- ২৫ ও ইংরেজী-৩০ শব্দ থাকতে হবে।
০১ দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমমানের
জন ডিগ্রীসহ ৩ বৎসরের অভিজ্ঞতা।
৪. ডরমিটরী সুপারভাইজার
১১০০০-২৬৫৯০/-
৫. উচ্চমান সহকারী ০৩ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বৎসরের অভিজ্ঞতাসহ স্বীকৃত
১০২০০-২৪৬৮০/- জন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি।
৬. টাইপিস্ট/
কম্পিউটার মুদ্রাক্ষরিক
৯৩০০-২২৪৯০/-
৭. টেলিফোন অপারেটর
৯৩০০-২২৪৯০/-
৮. গাড়ীচালক
3000-
22800/-
জন
উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
মুদ্রাক্ষর গতিঃ (Nikosh BAN font এ )
বাংলা ২০ ও ইংরেজী-২০ শব্দ থাকতে হবে
০১ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট অথবা উহার
জন সমমানের সার্টিফিকেট।
এসএসসি বা উহার সমমান পরীক্ষায় উত্তীর্ণ। ত
বৎসরের অভিজ্ঞতাসহ অবশ্যই মোটরযান চালানোর
বৈধ লাইসেন্স থাকিতে হইবে।
৯. গ্যারেজ মেকানিক ০১ এইচএসসি বা সমমান পাস। অটোমোবাইল
৯৩০০-২২৪৯০/- জন ট্রেড কোর্স পাস এবং ৩ বছরের অভিজ্ঞতা।
১০. ফটোকপি অপারেটর ০৫ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা উহার
৮৮০০-২১৩১০/- জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
এরপর শেষ পৃষ্ঠায় দেখুন
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র
শেষ পৃষ্ঠার পর
অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী: বিজ্ঞপ্তি
প্রকাশের তারিখে উপর্যুক্ত সারণীর ক্রমিক নং ০৪, ০৫, ০৯ ব্যতীত
অন্যান্য ক্রমিক নং-এর ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর। এবং
০৪, ০৫, ০৯ নং ক্রমিকের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর
হবে। গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ০২
জুন ২০০৯ তারিখের প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/৫-১ (অংশ)/৫৮২ এবং ০২
মার্চ ২০১০ তারিখে প্রজ্ঞাপন নং শিম/শাঃ১১/১৯-১/২০০৭ অনুযায়ী
বর্তমান প্রচলিত জিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি
নিম্নরূপে নির্ধারিত হবে: এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান
পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে- জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ এবং
জিপিএ ২.০০ থেকে ৩.০০ এর কম দ্বিতীয় বিভাগ। অনুমোদিত
বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- (ক) বিশ্ববিদ্যালয় যে
স্কেলে (৪ অথবা ৫) সিজিপিএ প্রদান করে সেই সিজিপিএ স্কেলকে ৮০%
এর সমান নম্বর ধরতে হবে। (খ) উক্ত নম্বরের অনুপাতে অর্জিত সিজিপিএ
এর নম্বরকে শতকরা নম্বরে রূপান্তর করতে হবে। (গ) উপরি-উক্ত
পদ্ধতিতে রূপান্তরিত শতকরা নম্বরের ভিত্তিতে নিম্নরূপে বিভাগ/শ্রেণী
নির্ধারণ করতে হবে। নিরূপিত নম্বর ব্যাপ্তি (শতকরা হারে) ৬০% বা
তদূর্ধ-প্রথম শ্রেণী/বিভাগ; ৪৫% বা ততোধিক কিন্তু ৬০% এর কম দ্বিতীয়
শ্রেণী/বিভাগ; ৩৩% বা ততোধিক কিন্তু ৪৫% এর কম- তৃতীয়
শ্রেণী/বিভাগ বা সমতুল্য শ্রেণী/বিভাগ। অনলাইনে আবেদনের নিয়মাবলী:
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://bpatc.teletalk.com.bd এই
ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সময়সীমা
নিম্নরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর
তারিখ ও সময়: ০১/১২/২০১৪ খ্রিঃ, সকাল ১০:০০ টা। Online -
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২৬/১২/২০২৪ খ্রিঃ, বিকাল-
০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online - 4
আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এ
পরীক্ষার ফি জমা দিবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ও
স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ
১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে। SMS
প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Applicant's Copy তে
একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত
পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি
SMS করে ১নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ মোট
৩৩৫/-, ২নং থেকে ৯নং ক্রমিকের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ
মোট ২২৩/- টাকা এবং ১০নং থেকে ২২নং ক্রমিকের জন্য আবেদন ফি
বাবদ সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা Teletalk pre-paid mobile
নম্বররের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। প্রথম SMS:
BPATC <Space> User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
দ্বিতীয় SMS: BPATC <Space> Yes <Space> PIN লিখে send
করতে হবে ১৬২২২ নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
http://bpatc.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল
ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে
জানানো হবে। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে
পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনার
নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে
নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার
সময় অবশ্যই প্রদর্শন করবেন। সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে
অনুমতিক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় উক্ত
অনুমতিপত্র দাখিল করতে হবে। প্রার্থী যে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি
কর্পোরেশন এর বাসিন্দা সে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরস-
ভার/মেয়র/কাউন্সিলর কিংবা সিটি কর্পোরেশন এর ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক
প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র দাখিল করতে হবে। গাড়ীচালক পদের ক্ষেত্রে
প্রার্থীদের গাড়ী চালনার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং গাড়ী চালনায়
দক্ষ হতে হবে। প্রার্থীদেরকে এ বিষয় লিখিত, ব্যবহারিক ও মৌখিক
পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। সরকারের জারিকৃত অন্যান্য কোটা দাবীর
সমর্থনে প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্ৰমাণপত্ৰ প্ৰদান
করতে হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার
সন্তান হলে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক নির্দেশিত প্রমাণকের মূলকপি
মৌখিক পরীক্ষার সময়ে প্রদর্শন ও সত্যায়িত ফটোকপি দাখিল করতে
হবে। আবেদনকারী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে
সে মর্মে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত পিতা/মাতা মুক্তিযোদ্ধা, শহীদ
মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সনদের সত্যায়িত কপি এবং মুক্তিযোদ্ধার সন্তান
হলে, সেক্ষেত্রে প্রমাণস্বরূপ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/সিটি
কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর/পৌরসভার মেয়র/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত
সনদের সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। নিয়োগের ক্ষেত্রে
সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধি-বিধানে
কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে। বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও
বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, সাভার, ঢাকা-এর নিজস্ব
ওয়েবসাইটে www.bpatc.gov.bd সরাসরি প্রবেশ করেও পাওয়া যাবে।
স্বাক্ষরিত/- (শামীম আহমেদ) পরিচালক (প্রশাসন) বিপিএটিসি, সাভার,
ঢাকা। টেলিফোনঃ ০2-9985023। www.bpatc.gov.bd
সূত্র : ইত্তেফাক ২৮/১১/২০১৪ইং পৃষ্ঠা-০৭
Hyjhhjkiii
উত্তরমুছুন