চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল নিয়োগ বিঙ্গপ্তি 2,12,2024


 



চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

পদ সংখ্যা ১৪ জন

স্মারক নং-চমেকহা/প্রশাসন/নিয়োগ/পূর্বতন ৩য় ৪র্থ শ্রেণি(১১-২০ গ্রেড) (২০২৪/১৫৫৬৬ তারিখঃ 26/11/2028

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা

১. সাঁটলিপিকার-

কাম-কম্পিউটার

অপারেটর

১১০০০-

২৬৫৯০/-

২. সাঁট মুদ্রাক্ষরিক

-কাম-কম্পিউটার

অপারেটর

১০২০০-

যোগ্যতা ও অভিজ্ঞতা

দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা

সমমানের ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল,

ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। সাঁটলিপি

জন পতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার

মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা

সমমানের ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল,

ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। সাঁটলিপি

পতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার

মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

০১ ফাযিল ডিগ্রী। মসজিদে ২ বছরের প্রধান খাদিম

১০২০০-২৪৮০০/- জন বা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা।

28600/-

৩. মুয়াজ্জিন

৪. ড্রাইভার

৯৭০০-

২৩৪৯০/-

08

জন

৯৩০০-২২৪৯০/-

জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত

অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে।

৫. টেলিফোন অপারেটর ০২ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জন কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে।

০১ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জন কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন।

৬. সহকারী হিসাব রক্ষক

৭. ক্যাশিয়ার

৯৩০০-২২৪৯০/-

৮. ইন্সট্রুমেন্ট

কেয়ার টেকার

০১ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

জন কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন।

ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি

(ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

চালনায় দক্ষতা সম্পন্ন।

৯৩০০-২২৪৯০/-

৯. কারপেন্টার ০১ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট

৮৭০০-২১৩১০/- জন কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

মন্তব্যসমূহ

BeautyDealBD Online Shopping all Bangladesh product Sell

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পদ সংখ‍্যা ৫৯ জন

সাপ্তাহিক চাকরির পেপার

নতুন চাকরির খবর ১৩ জুন ২০২৫ | আজকের সাপ্তাহিক নিয়োগ আপডেট