বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ 3/12/2024
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদ সংখ্যা ৫৫ জন
সূত্র: 30,38,00000৩,২৯.০০০.২৪/৮৬৯ তারিখঃ ২০/১১/2024
নং, পদের নাম, বেতন
১. অ্যাপ্রেন্টিস
মেকানিক (লাইন
এন্ড বেইজ
মেইন্টেন্যান্স)
২. এয়ারক্রাফট
মেকানিক (শপ)
১২৫০০-
00200/-
80
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয়
পরীক্ষায় জিপিএ ৫.০০ (৫ এর মধ্যে) এবং চতুর্থ
বিষয় ব্যতিত সকল বিষয়ে এ+ (গ্রেড পয়েন্ট ৫.০০)
বা 'ও' এবং 'এ' লেভেলের সকল বিষয়ে গড়ে 'এ'
কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।
ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স (Aerospace / Avionics)
গ্রুপ বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫ (৫ এর
১৫ মধ্যে) বা 'ও' লেভেলের সকল বিষয়ে গড়ে 'ডি'থাকতে হবে।
জন সিজিপিএ ৩.০ সহ (৪ এর মধ্যে) এ্যারোস্পেস / এভিওনিক্স/
এ্যারোনটিক্যাল/ এয়ারক্র্যাফট মেইনটেন্যান্স-এ ডিপ্লোমা ইন
ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।
শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি: প্রার্থীদের
বয়সসীমা ২১-১১-২০২৪ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাশের
সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। ক্রমিক নং ০২ এর পদে নির্বাচিত
প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন।
সন্তোষজনক ০৩ বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ
হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো
সংশোধন, সংযোজন ( যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর
ওয়েব সাইটে www.biman.gov.bd এবং www.biman-airlines.com
প্রকাশ করা হবে। চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
মাধ্যমে/অনুমতিক্রমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ
সংক্রান্ত নিয়মাবলি ও করণীয় : পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি
| http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে
পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও
পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২১-১১-২০২৪ খ্রিঃ, সকাল
১০:০০টা। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১১-১২-
২০২৪ খ্রিঃ, বিকাল ০৫:০০টা।
এরপর ২য় পৃষ্ঠায় দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন