মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিয়োগ ১৬,১২.২০২৪
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
পদ সংখ্যা ২৩ জন
১. ব্যক্তিগত
সহকারী
তারিখঃ ০৪/১২/2028
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ-তে স্নাতক বা সমমানের
০১ ডিগ্রী। কম্পিউটার চালনায় দক্ষতা। সাঁটলিপিতে গতি
১০২০০ জন ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার
মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ২৩ ও বাংলায় ২৫ শব্দ।
28680/-
0
২. ডাটা এন্ট্রি/
কন্ট্রোল অপারেটর
৯৩০০-২২৯৮০/-
৩. অফিস সহকারী-
কাম-কম্পিউটার
মুদ্রাক্ষরিক
৯৩০০-২২৯৮০/-
৪. হিসাব সহকারী ০৮ ব্যবসায় শিক্ষা বিভাগে দ্বিতীয় বিভাগে এইচএসসি
৯৩০০-২২৯৮০/- জন বা সমমান। কম্পিউটার চালনায় দক্ষতা।
এরপর ২য় পৃষ্ঠায় দেখন
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার
মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ
জন সংশ্লিষ্ট Standard Aptitude Test এ উত্তীর্ণ।
দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ
১৩ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়
জন উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে
২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।
• মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর
প্রথম পৃষ্ঠার পর
গ্রেডিং পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের
02/06/2009 ও 0২/০৩/২০১০ তারিখের যথাক্রমে প্রজ্ঞাপন নং-
শিম/শা : ১১/৫-১ (অংশ)/৫৮২ ও শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪
অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে
পূর্বের ১ম, ২য় ও ৩য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে সমমানে নির্ধারিত হবে :
এস.এস.সি বা সমমান এবং এইচ.এস.সি বা সমমান পরীক্ষার ফলাফলের
ক্ষেত্রে জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ; ২.০০ থেকে ৩.০০ এর
কম-দ্বিতীয় বিভাগ; ১.০০ থেকে ২.০০ এর কম তৃতীয় বিভাগ।
অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- সিজিপিএ
(৪.০০ পয়েন্ট স্কেল) ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ; ২.২৫ থেকে ৩.০०
এর কম দ্বিতীয় বিভাগ; ১.৭৫ থেকে ২.২৫ এর কম তৃতীয় বিভাগ এবং
সিজিপিএ (৫.০০ পয়েন্ট স্কেল) ৩.৭৫ বা তদূর্ধ্ব-প্রথম বিভাগ; ২.৮১৩
থেকে ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ; ২.০৬৩ থেকে ২.৮১৩ এর কম-
তৃতীয় বিভাগ। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরে কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০
অনুযায়ী এ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন
ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে
হবে: (ক) ৩১/১২/২০২৪খ্রি. তারিখে প্রার্থীর বয়সসীমা বিজ্ঞপ্তির ৪নং
কলামের (১৮-৩২ বছর) বয়সসীমা অনুযায়ী হতে হবে। চাকুরিরত
| প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণপূর্বক দরখাস্ত করতে
হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধি-বিধান এবং পরবর্তীতে এ
সংক্রান্ত বিধি-বিধানে কোন সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে।
মৌখিক পরীক্ষার সময় আবেদনের সাথে সংশ্লিষ্ট নিম্নোক্ত
সনদ/কাগজপত্রের মূলকপি আবশ্যিকভাবে প্রদর্শন করতে হবে: (ক)
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা হিসেবে চাকুরি প্রার্থীকে
মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা পিতা/মাতার মুক্তিযোদ্ধার সার্টিফিকেট
(যথাযথভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত ও প্রতিস্বাক্ষরিত হতে
হবে) এর মূল কপি। (খ) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা
প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের মূলকপি। (গ) শারীরিক প্রতিবন্ধী/তৃতীয়
লিঙ্গের কোটার প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ প্রতিষ্ঠান/কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত
সনদ (সনদ প্রদানকারীর পদমর্যাদা কমপক্ষে উপপরিচালক পর্যায়ের হতে
হবে) এর মূলকপি। (ঘ) প্রার্থীর নিজ জেলার পৌরসভা/ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের নিকট থেকে
নিজ জেলা উল্লেখসহ নাগরিকত্ব সনদের মূলকপি। (ঙ) চাকুরিরত প্রার্থীকে
মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন
করতে হবে। (চ) জন্মনিবন্ধন সনদ ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এর
মূল কপি। (ছ) শিক্ষাগত যোগ্যতার সকল সনদের মূল কপি প্রদর্শন করতে
হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয়:
পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ http://dme.teletalk.com.bd এই
ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ:
Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও
সময় ১০/১২/২০২৪ খ্রিস্টাব্দ সকাল ১০:০০ ঘটিকা। Online -
আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় ৩১/১২/২০২৪ বিকাল
০৫:০০ ঘটিকা। উক্ত সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত প্রার্থীগণ Online
এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS
এ পরীক্ষার ফি জমা দিবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি
ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ
সর্বোচ্চ 100 KB ও স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে হতে হবে।
SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান: Applicant's Copy
তে একটি User ID দেয়া থাকবে এবং User ID ব্যবহার করে প্রার্থী
নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের
মাধ্যমে ০২টি SMS করে ১নং থেকে ৪নং ক্রমিকের জন্য আবেদন ফি
| বাবদ সার্ভিস চার্জসহ মোট ২২৩/- টাকা Teletalk pre-paid mobile
নম্বররের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। প্রথম SMS:
DME<Space>User ID লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে।
| দ্বিতীয় SMS: DME <Space> Yes < Space > PIN লিখে send করতে
হবে ১৬২২২ নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
http://dme.teletalk.com.bd ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল
ফোনে SMS এর মাধ্যমে ( শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে
জানানো হবে। SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে
পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনার
নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে
নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার
সময় অবশ্যই প্রদর্শন করবেন। নিয়োগ পরীক্ষার তারিখ, সময় ও অন্যান্য
তথ্য www.dme.gov.bd ওয়েবসাইট হতে জানা যাবে। স্বাক্ষরিত/- (ড.
শাহনওয়াজ দিলরুবা খান) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মাদ্রাসা শিক্ষা
অধিদপ্তর, প্রশাসন শাখা, গাইড হাউস, নিউ বেইলী রোড, ঢাকা।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন