সামরিক ভূমি ও ক‍্যান্টনমেন্ট অধিদপ্তর নিয়োগ পদ সংখ‍্যা ১১০জন


 



সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

পদ সংখ্যা ১১০ জন

স্মারক নং-২৩.22.0000.01.11.197.28-999

নং, পদের নাম, বেতন

ক. প্রভাষক: (১) ইতিহাস- ০১টি;

(২) ইসলাম শিক্ষা- ০১টি; (৩)

ইংরেজি- ০১টি; (৪) রসায়ন ০১টি;

(৫) গণিত-০১টি, (৬) পরিসংখ্যান-

০২টি; (৭) যুক্তিবিদ্যা-০১টি, (৮)

ভূগোল-১টি; (৯) মনোবিজ্ঞান-

০১টি; (১০) পৌরনীতি ও সুশাসন-

০২টি; (১১) বাংলা ০১টি),

খ. প্রদর্শক: (১) জীব বিজ্ঞান-

১২টি, (২) রসায়ন ০১টিং

(৩) পদার্থবিজ্ঞান ০১টি),

১৬০০০-৩৮৬৪০/-

১৩

জন

পদ সংখ্যা

তারিখ : ০৪/১২/2024

যোগ্যতা ও অভিজ্ঞতা

নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ২.২৫ সিজিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি

বা বর্ণিত বিষয়ে ০৪ বছর মেয়াদি ২.২৫ সিজিপিএ/সমমানের-স্নাতক

(সম্মান) ডিগ্রি (১) প্রভাষক (ইতিহাস)- ইতিহাস, (২) প্রভাষক (ইসলাম

শিক্ষা) - ইসলাম শিক্ষা, (৩) প্রভাষক (ইংরেজি) ইংরেজি, (৪) প্রভাষক

(রসায়ন) রসায়ন, (৫) প্রভাষক (গণিত)- গণিত, (৬) প্রভাষক।

(পরিসংখ্যান)- পরিসংখ্যান, (৭) প্রভাষক (যুক্তিবিদ্যা)- যুক্তিবিদ্যা, (৮)

প্রভাষক (ভূগোল) ভূগোল ও পরিবেশ বিজ্ঞান, (১) প্রভাষক

(মনোবিজ্ঞান) মনোবিজ্ঞান, (১০) প্রভাষক (পৌরনীতি ও সুশাসন)

রাষ্ট্রবিজ্ঞান/ সরকার ও রাজনীতি, (১১) প্রভাষক (বাংলা)-বাংলা

নিম্নলিখিত পদের পার্শ্বে বর্ণিত বিষয়ে ২.২৫ সিজিপিএসহ

০৪ স্নাতক/স্নাতক (সম্মান) ডিগ্রি/সমমান: (১) প্রদর্শক (জীববিজ্ঞান)

জন উদ্ভিদ প্রাণী বিজ্ঞান, (২) প্রদর্শক (রসায়ন)-রসায়ন, (৩) প্রদর্শক

(পদার্থবিজ্ঞান) পদার্থবিজ্ঞান

প্রাপ্ত)

গ. সহকারী শিক্ষক (বাংলা), ১৬০০০- ১০ ৩০০ নম্বরের বাংলাসহ স্নাতক ডিগ্রিসমমান বা

৩৮৬৪০/- (বিএড প্রশিক্ষণ প্রাপ্ত) জন বাংলায় স্নাতক (সম্মান)/বাংলায় স্নাতকোত্তর ডিগ্রি

ঘ. সহকারী শিক্ষক (ইংরেজি) ১৬০০০- ০৭ ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি/ সমমান বা ইংরেজিতে

৩৮৬৪০/- (বিএড প্রশিক্ষণ জন স্নাতক (সম্মান)/ ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি।

কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ তথ্য প্রযুক্তি (আই. টি.) তথ্য

০৩ যোগাযোগ প্রযুক্তি বিষয়ে স্নাতক/সমমান বা ৩ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-

জন কম্পিউটার সায়েন্স ডিগ্রি বা স্নাতক ডিগ্রি/সমমান। ১ বছর মেয়াদি

এডভান্সড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার টেকনোলজি।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

৫. সহকারী শিক্ষক (তথ্য

ও যোগাযোগ প্রযুক্তি)

১৬০০০-৩৮৬৪০/-

(বিএড প্রশিক্ষণ প্রাপ্ত)

সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

প্রথম পৃষ্ঠার পর

চ. সহকারী শিক্ষক (শারীরিক ০৫ স্নাতক ডিগ্রি/সমমান ও বিপিএড ডিগ্রি/সমমান

শিক্ষা) ১৬০০০-৩৮৬৪০/- জন বা স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা।

ছ. জুনিয়র শিক্ষক (শারীরিক ০৪ স্নাতক ডিগ্রি/সমমান ও বিপিএড ডিগ্রি/সমমান

শিক্ষা) ১২৫০০-৩০২৩০/- জন বা স্নাতক ও জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা।

জ জুনিয়র শিক্ষক (ইসলাম ও নৈতিক শিক্ষা) ০৪ ফাযিল /

১২৫০০-৩০২৩০/-

জন ডিগ্রি।

সমমান

ঝ. জুনিয়র শিক্ষক (চারু ও 02 2.২৫ সিজিপিএসহ ব্যাচেলর অব

কারুকলা), ১২৫০0-00230/- জন ফাইন আর্টস বিষয়ে স্নাতক ডিগ্রি।

ঞ. জুনিয়র শিক্ষক, ১২৫০০-৩০২৩০/- ৫৮ জন ২.২৫ সিজিপিএসহ স্নাতক ডিগ্রি।

শর্তাবলী ঃ অনলাইনে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২৪ এবং

প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। গত ১৮ নভেম্বর ২০২৪

তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, লেজিসলেটিভ ও সংসদ

বিষয়ক বিভাগ, মুদ্রণ ও প্রকাশনা শাখা হতে ১১ (মুঃ প্রঃ) নং গেজেট

বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর সর্বোচ্চ বয়স হবে ৩২

বছর। নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি

এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা অনুসরণ করা হবে।

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার প্রমাণক হিসেবে সরকারের

সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ। তাছাড়া

মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের ক্ষেত্রে উপযুক্ত

প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক

প্রার্থীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক সংক্রান্ত প্রত্যায়নপত্র। একইভাবে ক্ষুদ্র নৃ-

গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের উপযুক্ত কর্তৃপক্ষ

কর্তৃক প্রদত্ত সনদ এর ০১ সেট সত্যায়িত ফটোকপিও দাখিল করতে হবে।

প্রার্থীর আবেদনপত্র শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। প্রার্থীর নাম ও

পিতার নাম, এসএসসি বা সমমানের সনদে যেভাবে লেখা আছে অনলাইন

আবেদনে হুবহু সেভাবে লিখতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ

সংক্রান্ত: আবেদনকারীগণকে অনলাইনে https://job sharmi.gov.bd

ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। অনলাইনে

আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য ও নিয়মাবলী

www.dmlc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উল্লেখ্য যে, কারিগরি

সংক্রান্ত যে কোন তথ্য/সমস্যা সমাধানের বিষয়ে ইমেইল (partha.

saha@softcellbd.net) ও মোবাইল নম্বর ০১৭৩২১৬৬০১৬ এ

যোগাযোগ করা যেতে পারে। প্রার্থীদের প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক

পরীক্ষা গ্রহণ করা হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষা নেয়া

যেতে পারে। আবেদন ফি: ক্রমিক নং (ক) এ বর্ণিত পদের ক্ষেত্রে ৬০০/-

(ছয়শত) টাকা; ক্রমিক নং (খ-চ) এ বর্ণিত পদের ক্ষেত্রে ৫০০/-

(পাঁচশত) টাকা এবং ক্রমিক নং (ছ-ঞ) এ বর্ণিত পদের ক্ষেত্রে ৩০০/-

(তিনশত) টাকা (চার্জ প্রযোজ্য)। আবেদনকারীর সমগ্র শিক্ষা জীবনে

০১টির বেশি এসএসসি/এইচএসসি/সমমানের পরীক্ষায় ২.৫০ জিপিএ

এবং স্নাতক/স্নাতক (সম্মান)/ স্নাতকোত্তর/ সমমানের পরীক্ষায় ২.২৫

সিজিপিএ এর নিচে গ্রহণযোগ্য নয়। শিক্ষকগণের নিয়োগ হবে সম্পূর্ণ

অস্থায়ী ভিত্তিতে। পরবর্তীতে বিভাগীয় পরীক্ষায় উত্তীর্ণ, সন্তোষজনক

চাকরি ও পুলিশ ভেরিফিকেশন তথ্যের ভিত্তিতে স্থায়ীকরণ করা হবে।

তবে, “কনট্রিবিউটরি প্রভিডেন্ট ফান্ড” সহ সময় সময় প্রচলিত অন্যান্য

সুবিধাদি প্রাপ্য হবেন। চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের

অনুমতিক্রমে আবেদন করতে হবে। প্রার্থীদেরকে অবশ্যই মৌখিক

পরীক্ষার সময় সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি পত্রের

মূলকপি জমা দিতে হবে। মৌখিক পরীক্ষার সময় আবশ্যিকভাবে মূল

সনদসমূহ প্রদর্শন করতে হবে। বিজ্ঞপ্তিতে বর্ণিত পদের চূড়ান্ত নিয়োগের

ক্ষেত্রে সরকারের জারিকৃত / প্রকাশিত সর্বশেষ আইন, বিধি-বিধান ও

নির্দেশনা অনুসরণ করা হবে। উক্ত চাকরি সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট

অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত শিক্ষা

প্রতিষ্ঠানসমূহে বদলিযোগ্য হবে। কর্তৃপক্ষ নিয়োগ সংক্রান্ত এ বিজ্ঞপ্তির

সংশোধন/বাতিল/শূন্য পদের সংখ্যা হ্রাস বা বৃদ্ধি করার ক্ষমতা সংরক্ষণ

করেন। স্বাক্ষরিত/- মহাপরিচালক, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর

প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা সেনানিবাস।


মন্তব্যসমূহ

BeautyDealBD Online Shopping all Bangladesh product Sell

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পদ সংখ‍্যা ৫৯ জন

সাপ্তাহিক চাকরির পেপার

নতুন চাকরির খবর ১৩ জুন ২০২৫ | আজকের সাপ্তাহিক নিয়োগ আপডেট