বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নিয়োগ পদ সংখ্যা ৫২৫ জন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
পদ সংখ্যা ৫২৫ জন
সূত্রঃ 30.38.0000.073.29,000.2৪/৮৯৮
নং, পদের নাম, বেতন
১. গ্রাউন্ড
সার্ভিস
অ্যাসিস্ট্যান্ট
100200/-
২. কমার্শিয়াল
6.40
जन
পদ সংখ্যা
তারিখঃ ০২/১২/২024
যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি
পরীক্ষায় প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের
ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে) থাকতে হবে। 'ও' লেভেলে পড়ে যে কোনো ৫টি
বিষয়ে এবং 'এ' লেভেলে পড়ে যে কোনো ২টি বিষয়ে 'ডি'। কম্পিউটার জ্ঞান;
মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ এবং ইংরেজি বলায় পারদর্শী।
স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষায়
অ্যাসিস্ট্যান্ট ১০০ জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর মধ্যে)। 'ও'
জন লেভেলে পড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে পড়ে যে কোনো ২টি বিষয়ে
'ডি'। কম্পিউটার জ্ঞান; মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ এবং ইংরেজি বলায় পারদর্শী।
১২৫০০-
30230/-
৩. একাউন্টস। বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি পরীক্ষার
অ্যাসিস্ট্যান্ট ৪৫ ফলাফলে প্রত্যেকটিতে জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে ২.৮ (৪ এর
১২৫০০- জন মধ্যে)। 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে পড়ে যে কোনো
130230/- ২টি বিষয়ে 'ডি'। কম্পিউটার জ্ঞান; মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ এবং ইংরেজি বলায় পারদর্শী।
বি.দ্রঃ বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা / ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ
বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড / বিশ্ববিদ্যালয় / বিশ্ববিদ্যালয়
মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট (Equivalence Certificate) অনুযায়ী ডিগ্রি ও
ফলাফলের তথ্য প্রদান করতে হবে। শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি:
সকল পদে বয়সসীমা ০৪-১২-২০২৪ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। বর্ণিত পদসমূহের নির্বাচিত প্রার্থীগণ
প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন। সন্তোষজনক ০৩
চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। নিয়োগ
বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন, সংযোজন ( যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
লিমিটেড এর ওয়েবসাইটে www.biman.gov.bd এবং এরপর ২য় পৃষ্ঠায় দেখুন
বছর
~ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
প্রথম পৃষ্ঠার পর
| পদ্ধতিতে যে কোন Teletalk Pre-Paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি
SMS করে বর্ণিত পদের জন্য আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ মোট
১১২/- টাকা Teletalk pre-paid mobile নম্বররের মাধ্যমে অনধিক ৭২
ঘণ্টার মধ্যে জমা দিবেন। প্রথম SMS: BBAL 7 <Space> User ID
লিখে Send করতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় SMS: BBAL7
<Space>Yes<Space>PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://bbal.teletalk.com.bd ও
www.biman.gov.bd এবং www.biman-airlines.com
ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে ( শুধুমাত্র
যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত User ID
এবং Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি,
পরীক্ষার তারিখ, সময় ও ভেনার নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র
প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে মৌখিক সাক্ষাৎকারের পূর্বে
সনদ/দলিল/ প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে: (১)
অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি, (২)
প্রবেশপত্রের ফটোকপি, (৩) সদ্য তোলা ৪ (চার) কপি পাসপোর্ট সাইজের
রঙিন ছবি, (৪) শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, (৫) জাতীয়
পরিচয় পত্রের ফটোকপি, (৬) নিজ জেলার সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরস-
ভার মেয়র/সিটি কর্পোরেশন/ওয়ার্ড কমিশনারের প্রদত্ত সনদ, (৭) অধিক ভার
উত্তোলনে কমপক্ষে ০১ বছরের অভিজ্ঞতার সনদ। স্বাক্ষরিত/- মোহাম্মদ
তফাজ্জল হোসেন আকন্দ, উপ-মহাব্যবস্থাপক, কার্গো এক্সপোর্ট, বিমান
বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড, কার্গো টার্মিনাল, হুশাআবি, ঢাকা-১২২৯ ।
সূত্র: ইত্তেফাক ১১/১২/২০২৪ইং পৃষ্ঠা-০১
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন