বাংলাদেশ সুপ্রিম কোর্ট নিয়োগ
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
পদ সংখ্যা ৪৮ জন
বিজ্ঞপ্তি নম্বর : ০৩/2024
নং, পদের নাম, বেতন
তারিখঃ ২৭/১২/২০২৫
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. অফিস সহকারী ৩৫ এইচএসসি বা সমমান পাস। সাঁটলিপি
১৯৩০০-২২৪৯০/- জন কম্পিউটার টাইপিং-এ জ্ঞানসম্পন্ন অগ্রাধিকার।
২. মুদ্রাক্ষরিক তথা
অফিস সহকারী,
১৯৩০০-২২৪৯০/-
৩. ড্রাইভার
এইচএসসি/সমমান পাস এবং কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত
ইংরেজি ও বাংলার কম্পিউটার টাইপিং-এ
২০ শব্দের গতি। সাঁটলিপিতে জ্ঞান অগ্রাধিকার।
০২ ৮ম শ্রেণী পাস। বৈধ লাইসেন্সধারী ও পাচা
১৯৩০০-২২৪৯০/- জন বৎসরের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।
৪. সুইপার (পরিচ্ছন্নতাকর্মী)
৮২৫০-২০০১০/-
শর্তাবলিঃ দরখাস্ত দাখিলের সর্বশেষ তারিখে (১৭/১২/২০২৪) খ্রি. প্রার্থীর
বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। সরকারি, আধা সরকারি ও
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের
সম্মতিতে / মাধ্যমে আবেদন করতে হবে এবং এ সংক্রান্ত অনুমতিপত্র
মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে
বয়স ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত
নিয়মাবলি ও শর্তাবলিঃ পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি http://supre
mecourt.teletalk.com.bd ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ ও দাখিল
করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপঃ Online-এ আবেদনপত্র
পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ ও সময় ০২ ডিসেম্বর ২০২৪
খ্রি. সকাল ১০.০০ ঘটিকা। Online-এ আবেদনপত্র জমাদানের শেষ
তারিখ ও সময় ১৭ ডিসেম্বর ২০২৪ খ্রি. বিকাল ০৫.০০ ঘটিকা। উক্ত
সময়সীমার মধ্যে User ID প্রাপ্ত ान Online-এ আবেদনপত্র
Submit-এর সময় থেকে পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি
জমা দিবেন। Online আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ও স্বাক্ষর স্ক্যান
করে নির্ধারিত স্থানে Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০0 KB
স্বাক্ষরের সাইজ ৬০ KB এর মধ্যে এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন
০৫ ৮ম শ্রেণী পাস বা সমমানের
জন শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন