যমুনা ফিউচার পার্কে নিয়োগ
যমুনা ফিউচার পার্কে নিয়োগ
পদ সংখ্যা ১২৫ জন
নং পদের নাম, বেতন
সিকিউরিটি
অফিসার
আলোচনা সাপেক্ষে
3
02
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
এইচএসসি/স্নাতক পাশ, বয়সঃ ৪০ থেকে ৪৫
বৎসর পর্যন্ত (অবঃ ওয়ারেন্ট অফিসার/ মাস্টার
ওয়ারেন্ট অফিসারদের অগ্রাধিকার)।
সিকিউরিটি সুপারভাইজার ২০ এসএসসি/এইচএসসি পাশ, বয়সঃ ৩৫ থেকে ৪৫
আলোচনা সাপেক্ষে জন বৎসর পর্যন্ত (অবঃ সার্জেন্টদের অগ্রাধিকার)।
সিকিউরিটি গার্ড ১০০ অষ্টম শ্রেণি / এসএসসি পাশ, উচ্চতা ৫-
আলোচনা সাপেক্ষে জন ৭। বয়স ১৮ থেকে ৩০ বৎসর পর্যন্ত।
সুবিধাদি ফ্রি বাসস্থান ও তিন বেলা খাবারের বন্দোবস্ত আছে। আগ্রহী
প্রার্থীগণকে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র
(ঘ) ও চেয়ারম্যান সনদপত্র, ০৩ কপি ছবিসহ আবেদনপত্র আগামী
01/12/20২৪ইং থেকে ২০/১২/২০২৪ইং তারিখ প্রত্যহ (বুধবার ব্যতীত)
সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে সরাসরি নিম্ন
ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। জিএম (সিকিউরিটি),
যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল প্রগতি সরণি, বারিধারা, ঢাকা-
| ১২২৯। মোবাইল নম্বর: ০১৮৬৮-০০১500/01753-838378 |
সূত্র : যুগান্তর ২৯/১১/২০১৪ইং পৃষ্ঠা-০৬
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন