সেনাসদর ই ইন সি 'র শাখা নিয়োগ 5/12/2024
সেনাসদর ই ইন সি'র শাখা
পদ সংখ্যা ১৯০ জন
আই এস পি আর/সেনা/২০২৪/৭১১
নং পদের নাম, বেতন পদ সংখ্যা
১. উপ-সহকারী প্রকৌশলী বি/আর ১২৮ ৪
জন
তারিখঃ ২৪/১১/২028
যোগ্যতা ও অভিজ্ঞতা
বছর মেয়াদি সিভিল
১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড) জন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা
২. উপ-সহকারী প্রকৌশলী ৪ বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা
ই/এম.
১৬০০০- ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার
৩৮৬৪০/- (১০ম গ্রেড)
ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।
আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী
অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়: প্রার্থীর বয়সসীমা ১৭ নভেম্বর ২০২৪
(দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখ) তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে
হবে। মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধা/ বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী
প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে সর্বোচ্চ ৩২ বছর। চাকরিরত প্রার্থীদের
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল
| চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক
প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়
প্রজ্ঞাপন নং ০৫.০০.0000.170.11.014.২৪-১৪১ তারিখ ২৩ জুলাই
২০২৪ অনুযায়ী কোটা নির্ধারিত হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/ বৃদ্ধিসহ
নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার
সংরক্ষণ করে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলীঃ এই বিজ্ঞপ্তির
অধীনে আগ্রহী প্রার্থীগণকে Online-এ আবেদন করতে হবে। সে লক্ষ্যে
http://mes.teletalk.com.bd/ ওয়েবসাইটে লগ-ইন করলে একটি
লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক
Online-এ আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদানের
সময়সীমা নিম্নরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা
প্রদান শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৪ Online-এ আবেদনপত্র জমা
প্রদানের শেষ তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৪ইং। উক্ত সময়সীমার মধ্যে
User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময়
থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS 4 এরপর ২য় পৃষ্ঠায় দেখুন
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন