সাপ্তাহিক চাকরির ডাক পেপার ২৭-১২-২০২৪
চাকরির সংবাদ
শুক্রবার
| ২৭ ডিসেম্বর ২০২৪ইং
শেষের পাতা |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যমুনা পেপার মিলস লিঃ এনে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং একনজরে জব সংবাদ
৬. ম্যাটেরিয়াল
ম্যানেজমেন্ট
অ্যাসিস্ট্যান্ট
১২৫০০-
00230/-
৭. প্লানিং
অ্যাসিস্ট্যান্ট
১২৫০০-
00200/-
প্রথম পৃষ্ঠার পর
স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও
এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) বা ডিপ্লোমা
১২ ডিগ্রিধারীদের ক্ষেত্রে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। ও
লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে এবং 'এ' লেভেলে পড়ে
যে কোনো ২টি বিষয়ে 'ডি'। কম্পিউটার জ্ঞান অবশ্যই।
বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি
এইচএসসি পরীক্ষায় জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের
ক্ষেত্রে সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। 'ও' লেভেলে পড়ে যে কোনো ৫টি বিষয়ে
এবং 'এ' লেভেলে পড়ে যে কোনো ২টি বিষয়ে "ডি" থাকতে হবে। ২) বাংলা ও
ইংরেজি টাইপ করার দক্ষতাসহ কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে।
স্নাতক ডিগ্রি, সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। এসএসসি ও এইচএসসি
অ্যাসিস্ট্যান্ট ০২ পরীক্ষায় জিপিএ ৩.০ (৫ এর মধ্যে) বা ডিপ্লোমা ডিগ্রিধারীদের ক্ষেত্রে
১২৫০০ জন সিজিপিএ ২.৮ (৪ এর মধ্যে)। 'ও' লেভেলে গড়ে যে কোনো ৫টি বিষয়ে
00200/- এবং 'এ' লেভেলে গড়ে যে কোনো ২টি বিষয়ে 'ডি' থাকতে হবে।
ক. জুনিয়র ডেন্টার/ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট
জুনিয়র পেইন্টার ট্রেডে ০১ বছরের ট্রেড কোর্স সার্টিফিকেটসহ ০২
১১০০০-২৬৫৯০/- বছরের কাজের অভিজ্ঞতা।
চ. পাম্প
02
১০. ডেসপাচ রাইডার ০২ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। মোটর
১১০০০-২৬৫৯০/- জন সাইকেল চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স।
১১. এমটি অপারেটর এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ। হালকা
যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স। হালকা
(ক্যাজুয়াল); বেতন
যানবাহন চালনায় ০৩ বছরের অভিজ্ঞতা।
বিভাগ ৩(১) প্রশাসন
৫৮
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
পদ সংখ্যা ১৬ জন
স্মারক নং-বুটেক্স/প্রশাঃ/২২/১১তম খণ্ড/202৪/১১৭১ তারিখঃ ২৪/১২/2028
নং পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
সহযোগী অধ্যাপক (ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং) ৫০০০০- ১
৭১২০০/- (গ্রেড-৪), টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ
প্রভাষক (ইয়ার্ণ ইঞ্জিনিয়ারিং বিভাগ-০৩: ফেব্রিক ইঞ্জিনিয়ারিং বিভাগ-
০৪: আইপিই-০৪: মেকানিক্যাল-০১ (ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ১৫
ইঞ্জিনিয়ারিং বিভাগ); টেক্সাইল ইঞ্জিনিয়ারিং-০১: কম্পিউটার-০১: জন
টক্সাইল ইঞ্জিনিয়ারিং-০১) ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : সহযোগী অধ্যাপক : সংশ্লিষ্ট বিষয়ে ০৪
বৎসর মেয়াদি স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। স্নাতক
পরীক্ষায় প্রথম শ্রেণী/সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৭৫ থাকতে
হবে। এসএসসি/সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম
বিভাগ/জিপিএ ৫.০০ এর মধ্যে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
এমফিল/সমমানের ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় পর্যায়ে
সহকারী অধ্যাপক হিসেবে ৬ বৎসরসহ মোট ৯ বৎসরের সক্রিয় শিক্ষকতার
অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি ডিগ্রীধারী প্রার্থীদের ক্ষেত্রে
বিশ্ববিদ্যালয় পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে ৪ বৎসরসহ মোট ৭
বৎসরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে
(পিয়ার রিভিউড) সর্বমোট ৬টি প্রকাশনা থাকতে হবে। তন্মধ্যে, সহকারী
অধ্যাপক হিসেবে ৩টি প্রকাশনা থাকতে হবে, যেগুলির মধ্যে First
| Author / Corresponding Author হিসেবে ২টি প্রকাশনা থাকতে
হবে। উল্লেখ্য যে, মোট প্রকাশনার ১টি প্রকাশনা ইমপ্যাক্ট ফ্যাক্টর/ Index
জার্নালে প্রকাশিত হতে হবে। প্রভাষক: সংশ্লিষ্ট বিষয়ে ৪ বৎসর মেয়াদি
স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। স্নাতক পরীক্ষায় প্রথম শ্রেণী/
সিজিপিএ ৪.০০ এর মধ্যে সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি/
সমমান এবং এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় প্রথম বিভাগ/জিপিএ
৫.০০ এর মধ্যে জিপিএ ৪.৫০ থাকতে হবে।
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট
পদ সংখ্যা ০২ জন
নং-১৮,১৯,0000.001.11.001.22-
নং পদের নাম, বেতন
পদ সংখ্যা
তারিখঃ ১৯/১২/২০28
যোগ্যতা ও অভিজ্ঞতা
১. ক্যাটারিং ইন্সট্রাক্টর ০১ স্নাতকসহ ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষণের সনদসহ
১১০০০-২৬৫৯০/- জন ২ বৎসরের ক্যাটারিং কাজের অভিজ্ঞতা।
২. ফায়ার ফাইটিং
সহকারী
স্নাতক ডিগ্রি। ৬ (মাস) মেয়াদী ফায়ার সেফটি
ম্যানেজার কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাে
১০২০০-২৪৬৮০/- ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২০/০১/২০২৫খ্রি.। শর্তাবলীঃ
আবেদনকারীর নাম, পিতার নাম, মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্ম
তারিখ, ২০/১২/২০২৪ তারিখে বয়স, শিক্ষাগত যোগ্যতা, জাতীয়তা, ধর্ম,
অভিজ্ঞতা (যদি থাকে) ইত্যাদি উল্লেখ পূর্বক অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম
ইন্সটিটিউট, দক্ষিণ হালিশহর, বন্দর, চট্টগ্রাম- ৪১০০ এর বরাবরে রেজিস্টার্ড
ডাকযোগে আবেদন প্রেরণ করতে হবে। খামের উপর পদের নাম এবং
আবেদনকারী যে ঠিকানায় ইন্টারভিউ কার্ড পেতে আগ্রহী সেই ঠিকানা
স্পষ্টাক্ষরে লিপিবদ্ধ করে ৯.৫ ইঞ্চি ৪.৫ইঞ্চি আকারের ১টি খামে ২০/- টাকা
মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ আবেদনপত্রের সাথে প্রেরণ করতে হবে।
প্রার্থীর বয়স ২০/১২/২০২৪ তারিখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ১৮/১১/২০২৪ তারিখে গেজেটে
প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী ১৮-৩২ বছর হতে হবে। আবেদনপত্রের সাথে প্রথম
শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র এবং সকল শিক্ষা
সনদপত্রের ফটোকপি, ইউনিয়ন পরিষদ /
© প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকা
পদ সংখ্যা ০৬ জন
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. বেঞ্চ সহকারী, ১০২০০-২৪৬৮০/- ০১ জন স্নাতক পাশ।
২. অফিস সহকারী কাম কম্পিউটার
অপারেটর, ৯৩০০-২২৪৯০/-
স্নাতক পাশ। যদি কোন
অভিজ্ঞতা থাকে।
৩. গাড়িচালক, ৯৩০০-২২৪৯০/- ০১ জন ৮ম শ্রেণী পাশ।
৪. অফিস সহায়ক, ৮২৫০-২০০১০/- ০৩ জন ৮ম শ্রেণী পাশ।
উল্লেখিত শূন্য পদে সরকার কর্তৃক নির্ধারিত কোটা অনুযায়ী সম্পূর্ণ অস্থায়ী
ভিত্তিতে লোক নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকের নিকট হইতে
সাদা কাগজে দরখাস্ত আহ্বান করা যাইতেছে। প্রার্থীর নাম, স্থায়ী ঠিকানা,
বর্তমান ঠিকানা, জাতীয় পরিচয়পত্র, মোবাইল নম্বর, জাতীয়তা, ধর্ম,
জন্মতারিখ, বয়স, নিজ জেলা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য অভিজ্ঞতা
(যদি থাকে) উল্লেখ করিতে হইবে। দরখাস্ত আগামী ২০/০১/২০১৫ খ্রিঃ
তারিখের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবরে অফিস চলাকালীন সময়ের মধ্যে
পৌছাইতে হইবে। নির্দিষ্ট সময়ের পর প্রাপ্ত দরখাস্ত ও ত্রুটিপূর্ণ দরখাস্ত
বাতিল বলিয়া গণ্য হইবে। আগামী ২০/০১/২০২৫ খ্রিঃ তারিখে প্রার্থীর বয়স
১৮ বৎসরের কম এবং ৩২ বৎসরের বেশি হইতে পারিবে না। শর্তাবলী
প্রার্থীকে বাংলাদেশের প্রকৃত নাগরিক হইতে হইবে। যে কোন গেজেটেড
| অফিসার কর্তৃক এক কপি চারিত্রিক
জেলা প্রশাসক নড়াইল
পদ সংখ্যা ১৮ জন
নম্বর : 05.88.650০.০২.২০.০০৮.২৪.৯১০ তারিখঃ ১৫/১২/2024
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
অফিস সহায়ক
১৮ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক
৮২৫০-২০০১০/- জন স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
শর্তাবলি নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধি-বিধান, কোটা পদ্ধতি
এবং পরবর্তীতে এ সংক্রান্ত কোন সংশোধন হলে তা যথারীতি অনুসরণ
করা হবে। প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নড়াইল
জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে
জেলা প্রশাসক, নড়াইল-কে সম্বোধন করতে হবে এবং আবেদনপত্র
আগামী ১৪.০১.২০২৫ খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে জেলা
প্রশাসকের কার্যালয়, নড়াইলে ডাকযোগে পৌঁছাতে হবে। সরাসরি কোন
আবেদনপত্র গ্রহণ করা হবে না।
যমুনা পেপার মিলস লিঃ পদ সংখ্যা ১১৪ জন
নং পদের নাম, বিভাগ
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. জিএম / ডিজিএম ০১ এম. এস. সি (ক্যামিষ্টি) / বি.এস.সি (ক্যামিক্যাল
(প্রোডাকশন) জন ইঞ্জিনিয়ারিং)। সংশ্লিষ্ট কাজে ২০ বছরের অভিজ্ঞতা।
২. এজিএম / সিনিয়র ০১ এম.এস.সি (ক্যামিষ্টি) / বি.এস.সি (ক্যামিক্যাল
ম্যানেজার (প্রোডাকশন) জন ইঞ্জিনিয়ারিং)। সংশ্লিষ্ট কাজে ১৫ বছরের অভিজ্ঞতা।
স্টক প্রিপারেশন বিভাগ
৩. ম্যানেজার
৪. ফোরম্যান /
সি. অপারেটর
৫. ডিসিএস
অপারেটর
০১ এম.এস.সি (ক্যামিস্ত্রি) / বি.এস.সি (ক্যামিষ্টি)।
জন সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
০৩ এইচএসসি/ এসএসসি পাস। সংশ্লিষ্ট কাজে ১৫
জন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
০৫ গ্র্যাজুয়েট / ডিপ্লোমা (কম্পিউটার, ইলেকট্রিক্যাল)।
জন সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
পালপার অপারেটর/ ০৯ এইচএসসি। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের
জুনিয়র পালপার অপারেটর জন অভিজ্ঞতা থাকতে হবে।
G.
৭. ডিসপারসার অপারেটর ০৩ এইচএসসি। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের
(ডি.আই.পি)
জন অভিজ্ঞতা থাকতে হবে।
৮. ক্যামিক্যাল অপারেটর/ ০৩ এসএসসি। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের
জুনিয়র ক্যামিক্যাল অপারেটর জন অভিজ্ঞতা থাকতে হবে।
৯. ক্যামিক্যাল হেলপার
১০. ক্যাজুয়াল হেলপার
০২ জন অষ্টম শ্রেণী। ৫ বছরের অভিজ্ঞতা।
১০ জন অষ্টম শ্রেণী। ২ বছরের অভিজ্ঞতা।
পেপার মেশিন
১১. ম্যানেজার/ ০১ এম.এস.সি (ক্যামিষ্টি) / বি.এস.সি (ক্যামিক্যাল
এসিসট্যান্ট ম্যানেজার জন ইঞ্জিনিয়ারিং)। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
১২. সিনিয়র ফোরম্যান/ ০৩ এইচএসসি/ এসএসসি পাস। সংশ্লিষ্ট
ফোরম্যান/ জুনিয়র ফোরম্যান জন কাজে ১৫ বছরের অভিজ্ঞতা।
১৩. ডিসিএস ১৫ গ্র্যাজুয়েট / ডিপ্লোমা (কম্পিউটার, ইলেকট্রিক্যাল)।
অপারেটর জন সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
পদ সংখ্যা ১১ জন
স্মারক নং রেজি:/২৮ (৪) / ৫ / ৬১৪
তারিখঃ ১৯/১২/২০28
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
প্রভাষক (বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি-০২: ইংরেজী-০১;
ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি-০১: সমাজকর্ম-০২: নৃবিজ্ঞান- ১১
০১: পাবলিক এডমিনিস্ট্রেশন-০১: বাংলা-০১: সমাজবিজ্ঞান-০১:
আর্কিটেকচার-০১), ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-০৯)
| আবেদনের শেষ তারিখ: ১২ জানুয়ারি, ২০২৫। আবেদনের প্রক্রিয়া:
প্রার্থীকে career.sust.edu তে প্রয়োজনীয় তথ্যাদি প্রদান করে প্রথমে
প্রোফাইল তৈরি করে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে।
অফলাইনে / সরাসরি আবেদন গ্রহণযোগ্য নয়। অনলাইনে আবেদনের সময়
যেসব কাগজপত্র আপলোড করতে হবে: (ক) সকল সনদপত্র/
প্রশংসাপত্রের স্ক্যান করা পিডিএফ কপি (খ) সদ্য তোলা পাসপোর্ট
সাইজের রঙিন ছবি (৩০০/৩০০ পিক্সেল) (গ) চাকুরিরত প্রার্থীদের যথাযথ
কর্তৃপক্ষের অনুমতিপত্র (ঘ) নির্ধারিত ৬০০/= টাকা ফি (সব ধরনের চার্জ
ব্যতীত) অনলাইনে আবেদনের সময় পরিশোধ করতে হবে (ঙ) জাতীয়
পরিচয়পত্রের স্ক্যান করা পিডিএফ কপি কিংবা জাতীয় পরিচয়পত্র না
থাকলে জন্মনিবন্ধন সনদের স্ক্যান করা পিডিএফ কপি (চ) প্রার্থীর স্বাক্ষর
(৩০০/৮০ পিক্সেল) (ছ) প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্র। (জ) ISI
এবং Scopus indexing ছাড়া অন্য সব প্রকাশনার Turnitin রিপোর্ট।
যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত: যোগ্যতা ও অভিজ্ঞতার কপি
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu থেকে ডাউনলোড করা যাবে
অথবা career.sust.edu এ বিস্তারিত দেখুন অপশনের নিচের অংশে
- প্রকাশিত বিজ্ঞপ্তি পাওয়া যাবে। কর্তৃপক্ষ কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে
কোন দরখাস্ত বাতিলের ক্ষমতা সংরক্ষণ করেন। নিয়োগ বিজ্ঞপ্তি প্রচারের
কারণে কর্তৃপক্ষ নিয়োগ প্রদান করতে কিংবা ইন্টারভিউ কার্ড ইস্যু করতে
বাধ্য থাকবেন না। স্বাক্ষরিত/- সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির,
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
সূত্র: ইত্তেফাক ২১/১২/২০২৪ ইং
. সিআরপি নার্সিং কলেজ
পদ সংখ্যা ০৮ জন
সিআরপি/এইচআরডি/নিয়োগ বিজ্ঞপ্তি / ৬৫৩
তারিখঃ ১৮/১২/২০২৪
নং পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সহযোগী বিএসসি ইন নার্সিং। এমএসসি (নার্সিং) বা
০১ এমপিএইচ ডিগ্রী। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছরের
অধ্যাপক
সর্বসাকুল্যে জন অভিজ্ঞতা। জার্নালে মোট ০৬ টি প্রকাশনা থাকতে
৫৮৯৮০/- হবে। এর মধ্যে ৪টি সহকারী অধ্যাপক হিসেবে।
বিএসসি ইন নার্সিং। এমএসসি (নার্সিং) বা এমপিএইচ
অধ্যাপক ০৩ ডিগ্রী। প্রভাষক পদে ০৫ বছরের অভিজ্ঞতা। জার্নালে
সর্বসাকুল্যে জন ০২ টি প্রকাশনা থাকতে হবে। প্রতিটি প্রকাশনাকে ০১
৩৯৯৪০/- বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে।
এমবিবিএস পাসসহ বিএমডিসির
নিবন্ধনপ্রাপ্ত। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা
থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
২. সহকারী
৩. প্রভাষক, বেসিক
মেডিকেল সায়েন্স
সর্বসাকুল্যে ৩৩৪৯৪/-
৪. প্রভাষক, গ্রাজুয়েট
নার্সিং
जन
বিএসসি ইন নার্সিং। এমএসসি ইন নার্সিং
অথবা এমপিএইচ ডিগ্রী। ক্লিনিক্যাল কাজে
সর্বসাকুল্যে ৩০৪২০/- অভিজ্ঞতা থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়
পদ সংখ্যা ০৩ জন
নং পদের নাম, বেতন
১। শহীদ সার্জেন্ট
জহুরুল হক হল:
কেয়ারটেকার,
৯৩০০-
22800/-
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৫ সহ স্নাতক/ সমমান
পাস। ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং
দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) -এর নিচে
গ্রহণযোগ্য নয়। ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ
কম্পিউটার পরিচালনায় দক্ষ থাকতে হবে।
দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪
২। আইন
স্কেলে ২.৭৫
বিভাগ : স্নাতক/সমমান পাস এবং গ্রন্থাগার ব্যবস্থাপনা ও তথ্য
গ্রন্থাগার ০১ বিজ্ঞানে ডিপ্লোমা। ২য় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০)
সহকারী, জন স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (8.00
69000 স্কেলে) -এর নিচে গ্রহণযোগ্য নয়। ৬ মাসের কম্পিউটার
প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
২৩৪৯০/-
কেমিকৌশল বিভাগ
৩। ফলিত রসায়ন ও দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ৪ স্কেলে ২.৭৫ সহ
স্নাতক/সমমান পাস। ২য় বিভাগ/জিপিএ 0.00
০১ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ
জন ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয় ।
৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার
পরিচালনায় দক্ষ হতে হবে।
: অফিস সহকারী
কাম কম্পিউটার
মুদ্রাক্ষরিক,
৯৩০০-২২৪৯০/-
সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার সতর্কীকরণ বিজ্ঞপ্তি
সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় বারবার প্রকাশিত বক্স আকারের
চাকরির বিজ্ঞাপনগুলো (যেমন টাওয়ার, স্বাস্থ্যসেবা, এনজিও
ইত্যাদি) অত্যন্ত সতর্কতার সহিত ভালো করে খোঁজ-খবর নিয়ে
নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ করুন এবং অফিস না দেখে
কোন ধরনের চাকরির জন্য আবেদন করিবেন না। অথবা মোবাইল
নাম্বারের যোগাযোগ করে কোন প্রকার টাকা-পয়সা লেনদেন না
করার জন্য পরামর্শ দেওয়া হলো। আর্থিক লেনদেন করিলে তা
নিজ দায়িত্বে করিবেন। এক্ষেত্রে কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে
সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকার কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।
-সম্পাদক
প্রধান উপদেষ্টা : ফাতেমা আক্তার, মোঃ নুর হোসেন, সম্পাদক ও প্রকাশক : মোঃ আঃ হান্নান তপদার, ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ তারেক হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক :
মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক : মোশাররফ হোসেন খোকন, বিজ্ঞাপন ম্যানেজার সুমন বড়ুয়া, বিপ্লব, গিয়াস উদ্দিন, হিরন। পৃষ্ঠপোষক- ইমাম হোসেন,
সম্পাদক কর্তৃক ৯/ডি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা থেকে প্রকাশিত। ১৩ নয়াপল্টন গুডলাক প্রিন্টার্স হইতে মুদ্রিত। যোগাযোগ ঃ ২৯/১ এফ দৈনিক বাংলার
মোড় (২য় তলা) এন.সি.সি ব্যাংকের পার্শ্বে, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। সার্বিক যোগাযোগ (সার্কুলেশন ম্যানেজার:- মোঃ রাকিব হোসেন ০১৭৮৫-১৩৩০৩৫)
| (সম্পাদক মোবাইল নং- নগদ ০১৭৪৭-১৬২২৩১, বিকাশ ০১৯১২-৬০১৪৬৪, ০১৭১৯-৩৯০৭৪৫) ই-মেইল: saptahicchakrirsongbad@gmail.com
পত্রিকার বিজ্ঞাপন রেট কার্ড : প্রতি কলাম ইঞ্চি সাদা-কালো প্রথম পৃষ্ঠায় ২০০০/- রঙিন-৩০০০/-
শেষের পৃষ্ঠায় সাদা-কালো প্রতি কলাম ইঞ্চি ১০০০/- রঙিন- ১৫০০ /- ভিতরের পৃষ্ঠায় সাদা-কালো-৯০০/-
ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিশন কোং সংখ্যা ৪৭ জন
স্মারক নং- ৮৭,৪০8.801,10,02,002, 2028,1৯৮-২০০ তারিখঃ ২৩/১2/2024
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
কমপ্লেইন স্নাতক বা সমতুল্য। গ্রাহকসেবা/ সংশ্লিষ্ট কাজে
সুপারভাইজর অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীগণ অগ্রাধিকার প্রাপ্ত হবেন এবং
29,000/- কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে।
২. সুইচ বোর্ড, এইচএসসি বা সমতূল্য (বিজ্ঞান বিভাগ) এবং কম্পিউটার পরিচালনার
অ্যাটেনডেন্ট যোগ্যতা। পাওয়ার টেকনোলজি / ইলেকট্রিক্যাল টেকনোলজি
20,000/- মেকানিক্যাল টেকনোলজি বিষয়ে পাস / উত্তীর্ণ প্রার্থীদের কে অগ্রাধিকার
৩. সিনিয়র
ব্যবসায় শিক্ষা / বানিজ্য বিভাগে স্নাতক বা সমতুল্য
অ্যাকাউন্টস ১৫ ডিগ্রি। ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সফটওয়্যার বিষয়ে
অ্যাসিস্ট্যান্ট জন জ্ঞান থাকা আকাঙ্খিত হলেও অত্যাবশ্যক নয়।
28,000/- কম্পিউটার পরিচালনার যোগ্যতা থাকতে হবে।
সকলে পদের জন্য কোনো পরীক্ষায় তৃতীয় শ্রেণী বা সমতুল্য গ্রহণযোগ্য
নয়। নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে বিস্তারিত ডিপিডিসির ওয়েবসাইট
এ পাওয়া যাবে এবং অনলাইনে আবেদন করতে
হবে। কমপ্লেইন সুপারভাইজর পদে দায়িত্ব: গ্রাহকের অভিযোগ গ্রহণ ও
নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করা, গ্রাহকের অভিযোগ তাৎক্ষণিকভাবে
কর্তৃপক্ষকে অবহিত করা, গ্রাহকের অভিযোগ সমাধানের পর গ্রাহককে
ফোনে অবহিত করা। কোন অভিযোগ যথাসময়ে নিষ্পত্তি না হলে পুনরায়
| কর্তৃপক্ষকে অবহিত করা, কোন অভিযোগ যুক্তিসঙ্গত কারণে নিষ্পত্তি করা
না গেলে গ্রাহককে অনতিবিলম্বে কারণ অবহিত করা এবং কর্তৃপক্ষ কর্তৃক
সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন। সুইচ বোর্ড অ্যাটেনডেন্ট পদে
দায়িত্ব: উপকেন্দ্রের ফিডার সমূহের প্যানেল বোর্ডের সকল প্রকার মিটারের
রিডিং গ্রহণ করে নির্ধারিত লগ বইতে লিপিবদ্ধ করা, কোন ফিডারে ত্রুটি
দেখা দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত
জেলা প্রশাসক ঝিনাইদহ পদ সংখ্যা ০৪ জন
স্মারক নং-০৫.88.880002009.03.28.292 তারিখঃ 19/12/2024
পদ সংখ্যা
নং পদের নাম, বেতন
যোগ্যতা ও অভিজ্ঞতা
সহকারী শিক্ষক। স্নাতক পর্যায়ের ৩০০ নম্বরের ইংরেজিসহ স্নাতক ডিগ্রি
(ইংরেজি)
সমমান অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান)/ সংশ্লিষ্ট
১৬০০০-৩৮৬৪০/- বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি ও বিএড ডিগ্রি/ সমমান।
২. সহকারী শিক্ষক
(ভৌত বিজ্ঞান)
১৬০০০-৩৮৬৪০/-
সকল পদের ক্ষেত্রে- তৃতীয় বিভাগ/শ্রেণি/সমমান গ্রহণযোগ্য হবে না।
অন্যান্য আর্থিক সুবিধাদি বাসা ভাড়া ২৫০০/- চিকিৎসা ভাতা ৫০০/-
উৎসব ভাতা মূল বেতনের ১০০% নববর্ষ ভাতা মূল বেতনের ১০%
পেনশন সুবিধা। আগ্রহী প্রার্থীদেরকে জেলা প্রশাসক ও সভাপতি,
ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ শিরোনামে সোনালী
ব্যাংক, ঝিনাইদহ শাখার অনুকূলে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার
(অফেরতযোগ্য) আবেদনের সাথে জমা দিতে হবে। প্রার্থীর জীবনবৃত্তান্ত,
সকল শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যায়িত অনুলিপি, অভিজ্ঞতার সনদ
(যদি থাকে), জাতীয় পরিচয়পত্র ও সম্প্রতি তোলা ০২ কপি পাসপোর্ট
সাইজের সত্যায়িত রঙিন ছবিসহ আগামী ০৫-০১-২০২৫ খ্রি. তারিখের মধ্যে
জেলা প্রশাসক ও সভাপতি, ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, ঝিনাইদহ
বরাবর লিখিত আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি/ডাকযোগে
পাঠাতে হবে। খামের উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ
করতে হবে। লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ মোবাইলের মাধ্যমে
জানানো হবে। নিয়োগ প্রদানের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে
গণ্য হবে। স্বাক্ষরিত/- জেলা প্রশাসক, ঝিনাইদহ ও সভাপতি, ঝিনাইদহ
কালেক্টরেট স্কুল এন্ড কলেজ। ফোন: ০২৮৭৭৭-৪৬৮৮৮;
e-mail: dcjhenaidah@mopa.gov.bd;
পদার্থ বিজ্ঞান/রসায়ন বিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগে
স্নাতক ডিগ্রি/ সমমান/ সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক
(সম্মান) ও বিএড ডিগ্রি/সমমান।
সূত্র : যুগান্তর ২১/১২/২০২৪ইং
• ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পদ সংখ্যা ১০ জন
নম্বর: ১৬.00.0000.001.12.001.20.1536 তারিখঃ ১০/১2/2024
নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. সাঁট-মুদ্রাক্ষরিক স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি বাংলা-
কাম কম্পিউটার ৪৫ ও ইংরেজি-৭০ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষর-এ
অপারেটর
গতি প্রতি মিনিটে বাংলা-২৫ ও ইংরেজি-৩০ শব্দ।
জন কম্পিউটারে Word Processing সহ ই-মেইল ও
ফ্যাক্স চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি
০১ কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০
জন শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude
Test এ উত্তীর্ণ হতে হবে।
১১০০০-
২৬৫৯০/-
২. কম্পিউটার
অপারেটর
১১০০০-
২৬৫৯০/-
৩. ক্যাশিয়ার
০১ বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে Word
৯৩০০-২২৪৯০/- জন Processing সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা।
৪. ডাটা এন্ট্রি/ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার
কন্ট্রোল অপারেটর মুদ্রাক্ষরে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসহ
৯৩০০-২২৪৯০/- সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude Test এ উত্তীর্ণ।
न
৫. অফিস সহায়ক ০৪ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা
৮২৫০-২০০১০/- জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন
জেলা পরিষদ কার্যালয় নাটোর
পদ সংখ্যা ০৭ জন
স্মারকনং- ৪৬.০০.৬৯00.001.11.008.22-৫১৪ তারিখঃ ১২/১২/2024
নং পদের নাম, বেতন
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. হিসাবরক্ষক ০১ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে
১১০০০-২৬৫৯০/-
জন ২য় শ্রেণীতে স্নাতক বা সমমানের ডিগ্রী।
২. নিম্নমান সহকারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের
কাম- কম্পিউটার ০১ শিক্ষাগত যোগ্যতা। কম্পিউটার MS Office
মুদ্রাক্ষরিক জন এ কাজ করার দক্ষতা। মুদ্রাক্ষরে গতি
ইংরেজীতে ৪০ ও বাংলায় ৩০ শব্দ।
৯৩০০-২২৪৯০/-
৩. ডুপ্লিকেটিং মেশিন অপারেটর ০১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
কাম দপ্তরী, ৮২৫০-২০০১০/- জন / সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
৪. অফিস সহায়ক ০৩ শিক্ষা বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট
জন / সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
৮২৫০-২০০১০/-
৫. পরিচ্ছন্নতা কর্মী
৮২৫০-২০০১০/-
০১ অষ্টম শ্রেণির স্কুল সার্টিফিকেট / জেএসসি বা
জন সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন
বাংলাদেশ তাঁত বোর্ড
স্মারক নং-২৪.০৫.0000.581.11.001.১৮,
তারিখঃ ২৪/১2/2024
নং পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
১. হিসাব সহকারী ০১ বাণিজ্যে স্নাতক ডিগ্রী। কম্পিউটার জ্ঞান
১৮, ৩০০/- (গ্রেড-১৪) জন সম্পন্ন প্রার্থীকে নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার
জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত ০১ পাতার ফরমে স্বহস্তে লিখিত
আবেদন করতে হবে। এই নিয়োগ বিজ্ঞপ্তিসহ উক্ত ফরমটি বাংলাদেশ তাঁত
বোর্ডের ওয়েবসাইট www.bhb.gov.bd হতে ডাউনলোড করা যাবে।
আবেদনপত্র প্রকল্প পরিচালক, ৫টি বেসিক সেন্টারে ৫টি প্রশিক্ষণ কেন্দ্ৰ,
১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন সেন্টার স্থাপন
প্রকল্প বিটিএমসি ভবন (৪র্থ তলা), ৭-৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫
বরাবর আবেদন করতে হবে এবং দরখাস্ত আগামী ২৭-০১-২০২৫ তারিখ
অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে হবে। সকল সনদের
| একসেট সত্যায়িত ফটোকপি ও অভিজ্ঞতা (যদি থাকে) সনদ আবেদন
পত্রের সাথে দাখিল করতে হবে। দরখাস্তের সাথে শুধুমাত্র প্রথম শ্রেণীর
গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নামাঙ্কিত সীলসহ) সম্প্রতি তোলা
পাসপোর্ট সাইজের ০১ কপি রঙ্গিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে এবং ০২
কপি ছবি স্ট্যাপলার দিয়ে লাগিয়ে দিতে হবে। ২৭-০১-২০২৫ খ্রিঃ
তারিখে প্রার্থীর বয়স ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। প্রচলিত সর্বশেষ
বিধি অনুযায়ী নিয়োগের ক্ষেত্রে কোটা নীতি (প্রযোজ্য হলে) অনুসরণ করা
হবে। নিয়োগ পরবর্তী শূন্য পদ পূরণের জন্য অপেক্ষমান তালিকা প্রনয়ন
করা হবে এবং উক্ত তালিকা হতে শূন্যপদ পূরণ করা হবে। খামের উপর
প্রকল্পের নাম ও পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে। মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণের সময় সকল মূল সনদপত্র প্রদর্শন করতে হবে। কর্তৃপক্ষ
নিয়োগ প্রক্রিয়া স্থগিত/বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করে। স্বাক্ষরিত/-
সুকুমার চন্দ্র সাহা, প্রকল্প পরিচালক, ৫টি বেসিক সেন্টারে ৫টি প্রশিক্ষণ
কেন্দ্র, ১টি ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন সেন্টার
স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) বাংলাদেশ তাঁত বোর্ড, বিটিএমসি ভবন
(৪র্থ তলা), ৭-৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫।
সূত্র : ডেইলি অবজারভার ২৫/১২/২০২৪ইং পৃষ্ঠা-০৬
এনসিসি ব্যাংক পিএলসি
বিভাগের নাম: ইও/এসইও। পদের নাম: অফিসার/এক্সিকিউটিভ (আইসিসি)।
পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর/ এমবিএ/
এমবিএম। অভিজ্ঞতা: ০৫-১০ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির
ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: ১০ জানুয়ারি ২০২৫
তারিখ সর্বনিম্ন ৪৫ বছর। কর্মস্থল: ঢাকা। আবেদনের নিয়ম: আগ্রহীরা
| National Credit and Commerce Bank PLC এর মাধ্যমে আবেদন
করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
উত্তরা ইউনিভার্সিটি
বিভাগের নাম: ডিপার্টমেন্ট অব ফিজিক্স। পদের নাম: লেকচারার।
পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: বিএসসি এবং এমএসসি
(ফিজিক্স)। অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের
অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল
টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: ঢাকা
(উত্তরা)। আবেদনের নিয়ম: আগ্রহীরা Uttara University এর মাধ্যমে
আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের শেষ সময়: ২৯ ডিসেম্বর ২০২৪
| পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
এনআরবি ব্যাংক লিমিটেড
বিভাগের নাম: লিগ্যাল ডিভিশন। পদের নাম: অফিসার টু পিও। পদসংখ্যা:
নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: এলএলবি এবং এলএলএম। অভিজ্ঞতা:
০২-০৫ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: ৪০ বছর। কর্মস্থল: ঢাকা। আবেদনের
নিয়ম: আগ্রহীরা NRB Bank Ltd এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত অনলাইনের
মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
পদের নাম: রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট (এবিএ-এসবিএ)। পদসংখ্যা:
নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা: ০১ বছর। বেতন:
আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: নারী-
পুরুষ। বয়স: সর্বনিম্ন ২৫ বছর। কর্মস্থল: ঢাকা। আবেদনের নিয়ম:
আগ্রহীরা Modhumoti Bank PLC এর মাধ্যমে আবেদন করতে
পারবেন। আবেদনের শেষ সময়: ৩১ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
পদের নাম: আউটলেট ম্যানেজার। পদসংখ্যা: ১০ জন। শিক্ষাগত যোগ্যতা:
এইচএসসি। অভিজ্ঞতা: ০২-০৩ বছর। বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা।
চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরনঃ পুরুষ। বয়স: ২৫-৩৫ বছর। কর্মস্থল:
যে কোনো স্থান। আবেদনের নিয়ম: আগ্রহীরা Gentle Park এর মাধ্যমে
আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৭ জানুয়ারি ২০২৫ পর্যন্ত
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস
অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)
বিভাগের নাম: ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস। পদের নাম: অ্যাডিশনাল
ডিরেক্টর। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: এমবিএ/ স্নাতকোত্তর
(ফাইন্যান্স/অ্যাকাউন্টিং)। অভিজ্ঞতা: ১৫ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা। আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব
বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), মিরপুর, ঢাকা। আবেদনের শেষ
সময়: ০৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে
আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
| মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
মৌচাক আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক, কালিয়াকৈর,
| গাজীপুর। বিভাগের নাম: বাংলা, পদার্থ ও রসায়ন। পদের নাম: সহকারী
শিক্ষক। পদসংখ্যা: ০৩ জন। শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক
এবং স্নাতকোত্তর। অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। তবে অভিজ্ঞতা সম্পন্ন
প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির
ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরনঃ নারী-পুরুষ। বয়স: সর্বনিম্ন ২৩ বছর।
কর্মস্থল: গাজীপুর (কালিয়াকৈর)। পরীক্ষার স্থান: মৌচাক আইডিয়াল
পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, মৌচাক, কালিয়াকৈর, গাজীপুর। উপস্থিত
থাকার তারিখ ও সময়: ০৩ জানুয়ারি ২০২৫ (শুক্রবার) সকাল ১০টা।
এছাড়ও আগ্রহী প্রার্থীরা Mouchak Ideal Public School &
College এর মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
ভিভো বাংলাদেশ
বিভাগের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং। পদের নাম: ম্যানেজমেন্ট ট্রেইনি
অফিসার। পদসংখ্যা: ০৮ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা:
প্রযোজ্য নয়। বেতন: ২০,০০০-২৫,০০০ টাকা। চাকরির ধরন: ফুল টাইম।
প্রার্থীর ধরনঃ পুরুষ। বয়স: সর্বনিম্ন ২৪ বছর। কর্মস্থল: যে কোনো স্থান।
আবেদনের নিয়ম: আগ্রহীরা vivo Bangladesh (Head Office) এর মাধ্যমে
আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫ তারিখ
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
আরএফএল গ্রুপ
বিভাগের নাম: শোরুম। পদের নাম: সেলস এক্সিকিউটিভ। পদসংখ্যা:
নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা: ০৩-০৭ বছর। তবে
অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন: ১২,০০০-২২,০০০
টাকা। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত
নয়। কর্মস্থল: যে কোনো স্থান। আবেদনের নিয়ম: আগ্রহীরা RFL Group এর
মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫
| তারিখ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
এসিআই মটরস লিমিটেড
বিভাগের নাম: সার্ভিস অ্যান্ড স্পেয়ার পার্টস, ইলেক্ট্রিক্যাল মটরসাইকেল অ্যান্ড
ভেহিকল। পদের নাম: ইঞ্জিনিয়ার। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত
যোগ্যতা: বিএসসি/ডিপ্লোমা (ইইই/ মেকানিক্যাল/ পাওয়ার / অটোমোবাইল)।
অভিজ্ঞতা: ০৩-০৫ বছর। বেতন: ১৫,০০০-২২,০০০ টাকা। চাকরির ধরন:
ফুল টাইম। প্রার্থীর ধরনঃ পুরুষ। বয়স: ২৮-৪০ বছর। কর্মস্থল: ঢাকা।
আবেদনের নিয়ম: আগ্রহীরা AKIJ Motors এর মাধ্যমে আবেদন করতে
পারবেন। আবেদনের শেষ সময়: ০৫ জানুয়ারি ২০২৫ তারিখ অনলাইনের
মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
গোল্ডেন হারভেস্ট ইনফোটেক
পদের নাম: ডাটা এন্ট্রি অপারেটর। পদসংখ্যা: ৪০০ জন। শিক্ষাগত
যোগ্যতা: এইচএসসি/ডিপ্লোমা। অভিজ্ঞতা: প্রযোজ্য নয়। বেতন:
আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
বয়সঃ ১৮-৩৫ বছর। কর্মস্থল: ঢাকা (মহাখালী)। আবেদনের নিয়ম:
আগ্রহীরা Golden Harvest InfoTech এর মাধ্যমে আবেদন করতে
পারবেন। আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
| মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড
বিভাগের নাম: ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার। পদের নাম: ব্র্যান্ড
প্রোমোটার। পদসংখ্যা: ০৮ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা:
০১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন:
আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: নারী-
পুরুষ। বয়স: ১৮-৩০ বছর। কর্মস্থল: যে কোনো স্থান। আবেদনের নিয়ম:
আগ্রহীরা Minister Hi-Tech Park Ltd এর মাধ্যমে আবেদন করতে
পারবেন। আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ
বিভাগের নাম: নিট গার্মেন্টস। পদের নাম: প্রোডাকশন ম্যানেজার।
পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ ডিপ্লোমা স্নাতক
/স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ১০-২০ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে।
চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরনঃ পুরুষ। বয়স: ৩৫-৪৫ বছর।
কর্মস্থল: ঢাকা (আশুলিয়া)। আবেদনের নিয়ম: আগ্রহীরা Palmal Group
of Industries এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ
সময়: ১৩ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন
করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
নাদিয়া ফার্নিচার লিমিটেড
বিভাগের নাম: রিটেইল অ্যান্ড করপোরেট সেলস। পদের নাম: এমটি ও/
জুনিয়র এক্সিকিউটিভ। পদসংখ্যা: ১০ জন। শিক্ষাগত যোগ্যতা: বিবিএ
(মার্কেটিং)/স্নাতক। অভিজ্ঞতা: ০১-০৩ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও
আবেদন করতে পারবেন। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল
টাইম। প্রার্থীর ধরন: পুরুষ। বয়স: ২৪-৩৫ বছর। কর্মস্থল: ঢাকা। আবেদনের
নিয়ম: আগ্রহীরা Nadia Furniture Limited এর মাধ্যমে আবেদন করতে
পারবেন। আবেদনের শেষ সময়: ১১ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত
অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম
ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড
বিভাগের নাম: রিজারভেশন অ্যান্ড টিকেটিং। পদের নাম: সিনিয়র
এক্সিকিউটিভ/ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদসংখ্যা: ১০ জন। শিক্ষাগত
যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা: ০৩-০৫ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে।
| চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়।
কর্মস্থল: ঢাকা (বনানী)। আবেদনের নিয়ম: আগ্রহীরা US-Bangla
| Airlines (OTAs) এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের
শেষ সময়: ৩০ ডিসেম্বর ২০২৪ ইং। সূত্র: বিডিজবস ডটকম
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন
পৃষ্ঠা-০৩
শুক্রবার
| ২৭ ডিসেম্বর ২০২৪ইং
সম্মিলিত সামরিক হাসপাতাল কুমিল্লা যমুনা পেপার মিলস লিঃ
প্রথম পৃষ্ঠার পর
বয়স: ১-৬ নং ক্রমিকে অনূর্ধ্ব ৬৫ বছর: ৭-১০নং ক্রমিকে প্রার্থীদের বয়স
১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। তবে অবসর প্রাপ্তদের ক্ষেত্রে বয়স ৫৫
বছর পর্যন্ত শিথিলযোগ্য। ১১নং ক্রমিকে ১৮-৩০ বছর। কর্মপরিধি :
০৮০০ ঘটিকা হতে ওপিডি ভিত্তিক রোগী দেখা। শর্তাবলী প্রার্থীর
আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র
নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা,
বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের নাম উল্লেখ
করে কমান্ড্যান্ট সিএমএইচ কুমিল্লা এর বরাবরে লিখিতভাবে আবেদন
করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ০২ জানুয়ারি ২০২৫।
প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার
সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত
ফটোকপি, ০৪ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙ্গিন ছবি
জমা দিতে হবে। অবসরপ্রাপ্ত জেসিও / এনসিওদের ক্ষেত্রে চাকুরী হতে
অবসর গ্রহণ সংক্রান্ত যাবতীয় নথিপত্র আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে
হবে। অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। যে কোন
আবেদনপত্র গ্রহণ, বাতিল ও সংরক্ষণসহ অন্য যে কোন প্রসঙ্গে কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। ক্রমিক নং ১-৬ এ উল্লিখিত পদের
প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী ১১ জানুয়ারি ২০২৫ তারিখ ০৯০০
ঘটিকায় সিএমএইচ কুমিল্লা, কুমিল্লা সেনানিবাসের কনফারেন্স রুমে
অনুষ্ঠিত হবে। উক্ত স্থানে প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয় সার্টিফিকেট ও
কাগজপত্রাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।
ক্রমিক ৭-১০ এ উল্লিখিত পদের প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা
আগামী ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ ০৯০০ ঘটিকায় সিএমএইচ কুমিল্লা,
কুমিল্লা সেনানিবাসে চিত্তবিনোদন কক্ষে অনুষ্ঠিত হবে। উল্লিখিত তারিখে
সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য
যথাস্থানে উপস্থিত হতে হবে। ক্রমিক ১১ এ উল্লিখিত পদের প্রার্থীদের লিখিত
ও মৌখিক পরীক্ষা আগামী ০৬ জানুয়ারি ২০২৫ তারিখ ০৯০০ ঘটিকায়
সিএমএইচ কুমিল্লা, কুমিল্লা সেনানিবাসের চিত্তবিনোদন কক্ষে অনুষ্ঠিত হবে।
উল্লিখিত তারিখে সংশ্লিষ্ট পদের প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায়
অংশগ্রহণের জন্য যথাস্থানে উপস্থিত হতে হবে। সংশ্লিষ্ট পদের বিপরীতে
আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে কমান্ড্যান্ট, সিএমএইচ কুমিল্লার অনুকূলে
২০০/- টাকার পে-অর্ডার/ ব্যাংক ড্রাফট, (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
স্বাক্ষরিত/- কমান্ড্যান্ট, সিএমএইচ, কুমিল্লা কুমিল্লা সেনানিবাস।
টেলিফোন: ৮৮০২৩৩৯৩৩২৯০৬, মোবাইল: ০১৭৬৯-৩৩২৯০
সূত্র : ইত্তেফাক ২৩/১২/২০২৪ইং পৃষ্ঠা-০৫
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট
প্রথম পৃষ্ঠার পর
বি.দ্রঃ সকল পদে "মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৫ম পর্যায়”
শীর্ষক প্রকল্পে কাজ করা প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য এবং তাঁদের
অগ্রাধিকার দেয়া হবে। শর্তাবলি : জনপ্রশাসন মন্ত্রণালয় নির্ধারিত ফরমে
প্রকল্প পরিচালক, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায়,
১/ আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা বরাবরে আবেদন করতে হবে। আবেদন
ফরম জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopa.gov.bd
এবং
হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ওয়েবসাইট
থেকে ডাউনলোড করে সংগ্রহ করা যাবে। আবেদনপত্র আগামী
০১.০১.২০২৫ খ্রি: তারিখের মধ্যে অফিস চলাকালীন প্রকল্প পরিচালক,
মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-৬ষ্ঠ পর্যায় শীর্ষক প্রকল্প, হিন্দুধর্মীয়
কল্যাণ ট্রাস্ট, ১/আই, পরিবাগ, শাহবাগ, ঢাকা-১০০০ ঠিকানায়
জিইপি/রেজিস্ট্রি ডাকযোগে অবশ্যই পৌঁছাতে হবে। বাংলাদেশ
ব্যাংক/সোনালী ব্যাংকে চালানের মাধ্যমে ২০০/- (দুইশত) টাকা
অর্থনৈতিক কোড ১৩৫-১০১১১১২৩৭-১৪২২৩২২ এ অটোমেটেড
চালানে জমা করত: চালানের মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে
হবে। অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত
করতে হবে। এতদভিন্ন আবেদনে বর্ণিত তথ্যের স্বপক্ষে সকল প্রকার মূল
সনদপত্র (অভিজ্ঞতার মূল সনদসহ) মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন
করতে হবে। আবেদন ফরমে বর্ণিত পরিমাপের সদ্য তোলা ০২ কপি ছবি
এবং আবেদনকারীর বর্তমান পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত ১০/-
টাকার অব্যবহৃত ডাকটিকিটসহ ৪.৫×৯.৫ ইঞ্চি সাইজের একটি ফেরত
খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। নির্ধারিত ফরম ব্যতিত
অথবা ত্রুটিপূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। সনাতন ধর্মাবলম্বী প্রার্থীদের
অগ্রাধিকার প্রদান করা হবে। সরকারি/আধাসরকারি/স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে
চাকরিরত প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনপত্র বাছাই করে শুধু যোগ্য/বৈধ প্রার্থীদের লিখিত/মৌখিক পরীক্ষার
জন্য আহবান করা হবে। প্রবেশপত্র প্রেরণের মাধ্যমে পরীক্ষার তারিখ, সময়
ও স্থান সম্পর্কে জানানো হবে। উল্লিখিত পদের বয়সসীমা পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রকাশের তারিখ হতে গণনা করা হবে। প্রার্থীর বয়স পত্রিকায় বিজ্ঞপ্তি
প্রকাশের তারিখে ১৮-৩২ বৎসরের মধ্যে হতে হবে। নিয়োগ সংক্রান্ত
সর্বশেষ সরকারি বিধিবিধান/নীতিমালা অনুসরণ করা হবে। প্রার্থীদেরকে
দরখাস্তের খামের উপরে পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে।
স্বাক্ষরিত/- প্রকল্প পরিচালক, মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম-
৬ষ্ঠ পর্যায়, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্ট, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় ১/আই,
পরিবাগ, শাহবাগ, ঢাকা। www.templeedu.gov.bd
সূত্র : ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস ১৮/১২/২০২৪ ইং পৃষ্ঠা-০২
ক। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোং
শেষ পৃষ্ঠার পর
করে লগ বইতে লিপিবদ্ধ করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে বিভিন্ন কাজে
ফিডার বন্ধ করা এবং যিনি শাট ডাউন নেবেন তাকে নিরাপত্তা বিষয়ে সতর্ক
করে লগ বইতে তার স্বাক্ষর গ্রহণ করা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের লিখিত
ছাড়পত্রের মাধ্যমে লগ বইতে লিপিবদ্ধ করে নিরাপত্তা ব্যবস্থা সহকারে
ফিডার চালু করা, বিপদজনক সংবাদ প্রাপ্তিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে
ফিডার সমূহ পরিচালনা করা, হঠাৎ বিপদজনক ঝড়-বৃষ্টি নামলে ফিডার
সমূহ বন্ধ রাখা এবং দায়িত্বপ্রাপ্ত এমপ্লয়ীর নির্দেশে উহা পুনরায় চালু করা,
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত অন্যান্য দায়িত্ব পালন করা।
সিনিয়র অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পদের দায়িত্ব দপ্তরের ক্যাশবুক
ব্যবস্থাপনা, অগ্রদত্ত তহবিল, বেতন-ভাতা, খুচরা/ নগদ ক্রয়, ডিসিএস,
অগ্রিম আয়কর ও ভ্যাট, ব্যাংক রিকনসিলিয়েশন, ব্যাংক লেনদেন, অডিট
আপত্তি নিষ্পত্তি, ঠিকাদার/ সরবরাহকারীর বিল প্রদান প্রভৃতি কার্যাবলী
সম্পাদনে সহায়তা প্রদান ও দাপ্তরিক রেকর্ড পত্রাদি যথাযথভাবে সংরক্ষণ
এবং চাহিদামত তথ্য সরবরাহসহ কর্তৃপক্ষ কর্তৃক সময়ে সময়ে অর্পিত
অন্যান্য দায়িত্ব পালন করা। শর্তাবলী: আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে সর্বোচ্চ
বয়স ৩২ বছর (১৫.01.2015 খ্রি. তারিখে)। কোনক্রমেই জন্মতারিখ /
বয়সের এফিডেভিট গ্রহণযোগ্য নয়। অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার
দেয়া হবে। ডিপিডিস্কির নিজস্ব এমপ্লয়ীগণের আবেদনের ক্ষেত্রে বয়সসীমা
০৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্বশাসিত
প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের
মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র
দাখিল করতে হবে। এক্ষেত্রে কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।
সততা, সাহসিকতা এবং পারস্পরিক সমন্বয়ে কাজ করায় দক্ষ হতে হবে।
প্রার্থীকে কোম্পানির আওতাধীন যে কোনো এলাকায় কাজ করার মানসিকতা
থাকতে হবে এবং বাধ্যতামূলক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। নিয়োগের
বিষয়ে যে কোনো ধরনের তদবির, অবৈধ যোগাযোগ প্রচেষ্টার জন্য প্রার্থীর
আবেদনপত্র বাতিল হতে পারে। আবেদনের গ্রহণযোগ্যতা বা অন্যান্য বিষয়ে
কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। আগ্রহী প্রার্থীগণ ডিপিডিসির ওয়েবসাইট
এর মাধ্যমে 'অনলাইন' পদ্ধতিতে আবেদন দাখিল
করবেন। এক্ষেত্রে নির্দিষ্ট ফর্মে নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সাইজের প্রার্থীর
ছবি, স্বাক্ষর ও সনদপত্র সংযুক্ত করতে হবে। প্রার্থীকে Rocket (DBBL
Mobile Banking) এর মাধ্যমে ১,০০০/-টাকা (অফেরতযোগ্য)
আবেদন ফি প্রদান করে আগামী ১৫.০১.২০২৫ খ্রি. তারিখের মধ্যে
আবেদন দাখিল করতে হবে। এক্ষেত্রে ডিপিডিসির 'ওয়েবসাইট'
এ প্রদত্ত প্রয়োজনীয় নির্দেশনা অনুসরণ করতে
হবে। স্বাক্ষরিত/- ডেপুটি জেনারেল ম্যানেজার, এমপ্লয়ী ম্যানেজমেন্ট
(আডমিনিসট্রেইশন), হিউম্যান রিসোর্সেস, ডিপিডিসি বিদ্যুৎ ভবন (৪র্থ
তলা), ১, আব্দুল গনি রোড, ঢাকা-১০০০।
সূত্র: প্রথম আলো ২৫/১২/২০২৪ইং পৃষ্ঠা-১৪
সিআরপি নার্সিং কলেজ
শেষ পৃষ্ঠার পর
নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। কর্তৃপক্ষ
নিয়োগের সংখ্যা পরিবর্তন বা বিজ্ঞপ্তি বাতিলের অধিকার সংরক্ষণ করে।
চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
প্রভাষক ও ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর পদে সর্বোচ্চ বয়স ৩০ বছর এবং সহকারী
অধ্যাপক ও সহযোগী অধ্যাপকের ক্ষেত্রে সর্বনিম্ন বয়স ৩২ বছর ও ৩৫
বছর বয়স হতে হবে। তবে অধিকতর যোগ্যতাসম্পন্ন প্রার্থীর জন্য শর্ত
শিথিল করা যেতে পারে। কেবলমাত্র যোগ্য প্রার্থীদেরকে মোবাইল ফোন নম্বর
উল্লেখ পূর্বক পূর্ণ জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদ পত্র,
প্রকাশনার ফটোকপি ও অনলাইন লিংক (প্রযোজ্য ক্ষেত্রে), নাগরিকত্বের
সনদ, জন্ম নিবন্ধন/ভোটার আইডি কার্ডের ফটোকপি, অভিজ্ঞতার সনদ এবং
দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবিসহ তিন কপি আবেদন আগামী
৩১ ডিসেম্বর, ২০২৪ তারিখের মধ্যে অধ্যক্ষ, সিআরপি নার্সিং কলেজ,
সিআরপি, চাঁপাইন, সাভার, ঢাকা-১৩৪৩ বরাবর আবেদন করার জন্য
অনুরোধ করা যাচ্ছে। সিআরপি প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের অগ্রাধিকার
দিয়ে থাকে। স্বাক্ষরিত/- চৌধুরী রুনু, অধ্যক্ষ, সিআরপি নার্সিং কলেজ।
সূত্র : ইত্তেফাক ১৮/১২/২০২৪ ইং পৃষ্ঠা-০৫
শেষ পৃষ্ঠার পর
১৪. মেশিন ০৩ এইচএসসি/এসএসসি। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের
টেন্ডার জন অভিজ্ঞতা থাকতে হবে।
১৫. ওয়ার এবং প্রেস ০৮ এইচএসসি/ এস এসসি। সংশ্লিষ্ট কাজে ১০
অপারেটর
জন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
ব্যাক ০৫ এইচএসসি/এসএসসি। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের
১৬.
টেন্ডার জন অভিজ্ঞতা থাকতে হবে।
১৭. ক্যামিক্যাল অপারেটর ০৫ এইচএসসি/ এসএসসি। সংশ্লিষ্ট কাজে ১০
(সাইজ প্রেস)
জন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
১৮. ব্রক হেডলার / হেলপার ১০ জন অষ্টম শ্রেণী। ২ বছরের অভিজ্ঞতা।
কোটিং সেকশন
১৯. ম্যানেজার / ০১ এম.এস.সি (ক্যামিষ্টি)/ বি.এস.সি (ক্যামিক্যাল
এসিসট্যান্ট ম্যানেজার জন ইঞ্জিনিয়ারিং)। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের অভিজ্ঞতা।
২০. সিনিয়র ফোরম্যান/ ০৩ এইচএসসি/ এসএসসি পাস। সংশ্লিষ্ট
ফোরম্যান/ জুনিয়র ফোরম্যান জন কাজে ১৫ বছরের অভিজ্ঞতা।
২১. কোটার ০৫ এইচএসসি/এসএসসি। সংশ্লিষ্ট কাজে ১০ বছরের
অপারেটর জন অভিজ্ঞতা থাকতে হবে।
22. ক্যামিক্যাল ০৭ এইচএসসি/এসএসসি। সংশ্লিষ্ট কাজে ১০
অপারেটর (কোটার) জন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
২৩. ক্যাজুয়াল হেলপার ১০ জন অস্টম শ্রেণী। ২ বছরের অভিজ্ঞতা
| বিঃদ্রঃ পেপার মিলস্ এ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
অধিকতর অভিজ্ঞতা সম্পন্ন যোগ্য প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা
শিখীলযোগ্য। আবেদন এর সময় অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
দেশের স্বনামধন্য ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী যমুনা গ্রুপের অন্যতম অঙ্গ
| প্রতিষ্ঠান যমুনা ইন্ডাস্ট্রিয়াল পার্ক, বেজুরা, মাধবপুর, হবিগঞ্জ এ “যমুনা
পেপার মিলস্ লিঃ” এর জন্য আকষর্ণীয় বেতনে উল্লেখিত পদে অভিজ্ঞ,
| দক্ষ ও যোগ্যতা সম্পন্ন লোক নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীগণকে পূর্ণ
জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, নাগরিকত্ব সনদপত্র, জাতীয়
পরিচয়পত্র, সদ্য তোলা ০৩ পাসপোর্ট সাইজের ছবি ও আবেদন পত্র
| আগামী ৩১-১২-২০২৪ ইং তারিখ এর মধ্যে নিম্ন ঠিকানায় অথবা
ই-মেইল এর মাধ্যমে পাঠানোর জন্য
অনুরোধ করা হল। পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), যমুনা গ্রুপ, যমুনা
ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি স্মরণী, বারিধারা, ঢাকা-১২২৯ ।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ২২/১২/২০২৪ ইং পৃষ্ঠা-০৭
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়
.শেষ পৃষ্ঠার পর
শর্তাবলী : আগ্রহী প্রার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস /
হতে জীবন বৃত্তান্তের একটি ফরম্যাট
সংগ্রহপূর্বক পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন সত্যায়িত ছবি, শিক্ষাগত
যোগ্যতা (সকল সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্টসহ) ও অভিজ্ঞতার সনদের
সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ আবেদনপত্র
| দাখিল করতে হবে। ক্রম নং ০১ এ বর্ণিত পদের জন্য ০৭ সেট এবং ক্রম
নং ০২-০৬ এ বর্ণিত পদসমূহের জন্য ০৫ সেট পূর্ণাঙ্গ আবেদনপত্র দাখিল
করতে হবে। আবেদনপত্রের সাথে প্রার্থীর সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের
নিকট হতে চরিত্র সম্পর্কিত প্রশংসাপত্র (Testimonial) এবং চাকুরীরত
হলে নিয়োগকারী কর্তৃপক্ষের নিকট হতে বেতন স্কেল উল্লেখপূর্বক
অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি দাখিল করতে হবে। আবেদনপত্রে
ও খামের উপর সুস্পষ্টভাবে পদের নামসহ বিষয় এবং বিভাগ উল্লেখ
করতে হবে। সকল আবেদনপত্র 'রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮' এর বরাবর প্রেরণ করতে হবে।
সোনালী ব্যাংক লি. এর যে কোন শাখা হতে অনলাইনের মাধ্যমে
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, হিসাব নম্বর- 012420000২১৮৩,
সোনালী ব্যাংক লি., তেজগাও শি/এ শাখা, ঢাকা এর অনুকূলে বর্ণিত
পদসমূহের জন্য ৬০০/- টাকা প্রেরণ করতে হবে এবং কস্ট মেমো এর মূল
কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চাকুরীরত প্রার্থীদের
অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
আবেদনপত্র জমাদানের সময়সীমা : ২৯/১২/২০২৪ হতে ১২/০১/২025
তারিখ পর্যন্ত (অফিস চলাকালীন সময়ের মধ্যে)। যোগ্য / প্রাথমিক
বাছাইকৃত প্রার্থীদের লিখিত পরীক্ষা/সাক্ষাৎকারের তারিখ, সময় ও স্থান
পত্রের মাধ্যমে জানানো হবে। অনলাইন বা দূরশিক্ষণের মাধ্যমে ডিগ্রীপ্রাপ্ত
প্রার্থীদেরকে কোন বিভাগে শিক্ষক নিয়োগের জন্য বিবেচনা করা যাবে না।
| শিক্ষক পদে অভিজ্ঞতা বলতে স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পর্যায়ের
শিক্ষা প্রতিষ্ঠানে (সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত) সি
শিক্ষকতা/গবেষণা প্রতিষ্ঠানের গবেষণার কাজের অভিজ্ঞতাকে বোঝাবে।
সরকারি/আধা সরকারি / স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান হইতে আগত
প্রার্থীদের ক্ষেত্রে সক্রিয় শিক্ষকতার চাকুরীকাল হিসেবে ঐ প্রতিষ্ঠানের
চাকুরীর অর্ধেক সময়কাল বিবেচনা করা যেতে পারে। Exemptions and
flexibilities may be allowed in terms of non-attainable qualifi-
|cations (class / honors / Divisions) for faculty members alreadz
in service at Bangladesh University of Textiles, নিয়োগের ক্ষেত্রে
সরকারি বিধি মোতাবেক কোটা অনুসরণ করা হবে। প্রযোজ্য ক্ষেত্রে
প্রয়োজনীয় যথাযথ কর্তৃপক্ষের সনদ সংযুক্ত করতে হবে। স্বাক্ষরিত/- (ড.
রাশেদা বেগম দিনা), রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), বাংলাদেশ টেক্সটাইল
বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮।
সূত্র : প্রথম আলো ২৫/১২/২০২৪ইং পৃষ্ঠা-১৩
সম্মিলিত সামরিক হাসপাতাল সাভার
পদ সংখ্যা ০৩ জন
আই এস পি আর/সেনা/৭৬৪
নং পদের নাম, বেতন
১. চিকিৎসা বিশেষজ্ঞ
আলোচনা সাপেক্ষ
২. স্ত্রী রোগ বিদ্যা বিশেষজ্ঞ
আলোচনা সাপেক্ষ
তারিখঃ ১৫/১২/২০২৪
পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
০১ এফসিপিএস/এমডি । সংশ্লিষ্ট কাজে
জন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার।
০১ এফসিপিএস/ডিজিও। সংশ্লিষ্ট কাজে
জন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার।
৩. আল্ট্রাসোনোলজিস্ট ০১ এএফসিপিএস/ডিপ্লোমা। সংশ্লিষ্ট কাজে
আলোচনা সাপেক্ষ জন অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার।
বয়স : অনূর্ধ্ব ৬৫ বছর। কর্মপরিধি : ০৮০০ ঘটিকা হতে মূলত ওপিডি
ভিত্তিক রোগী দেখা। শর্তাবলী প্রার্থীর আবেদনপত্রে পদের নাম, প্রার্থীর
নাম, পিতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর, জন্ম তারিখ, মোবাইল নম্বর,
ও অভিজ্ঞতা, বর্তমান ও স্থায়ী ঠিকানা, জাতীয়তা এবং খামের উপর পদের
নাম উল্লেখ করে কমান্ড্যান্ট সিএমএইচ সাভার এর বরাবরে লিখিতভাবে
আবেদন করতে হবে। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ০৪ জানুয়ারি
২০২৫। প্রার্থীকে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা ও
অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের
সত্যায়িত ফটোকপি, ০২ কপি সদ্যতোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত
রঙ্গিন ছবি জমা দিতে হবে। প্রার্থীদের মৌখিক সাক্ষাৎকার আগামী ০৬
জানুয়ারি ২০২৫ তারিখ ০৯০০ ঘটিকায় সিএমএইচ সাভার সাভার সেনাি
নবাসে অনুষ্ঠিত হবে। উক্ত স্থানে প্রার্থীদেরকে সকল প্রয়োজনীয়
সার্টিফিকেট ও কাগজপত্রাদিসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ
করা হলো। সংশ্লিষ্ট পদের বিপরীতে আবেদনপত্রের প্রত্যেক প্রার্থীকে
“কমান্ড্যান্ট, সিএমএইচ সাভার” এর অনুকূলে ২০০/- টাকার পে-অর্ডার/
ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য) জমা দিতে হবে। মৌখিক পরীক্ষায়
অংশগ্রণের জন্য আবেদনকারীকে কোন প্রকার ভাতা প্রদান করা হবে না।
স্বাক্ষরিত/- কমান্ড্যান্ট, সিএমএইচ সাভার সাভার সেনানিবাস।
টেলিফোনঃ ০২২২৯০৯০০০০-২৯০৬
সূত্র: ইত্তেফাক ১৬/১২/২০১৪ইং পৃষ্ঠা-08
প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল ঢাকা
শেষ পৃষ্ঠার পর
সনদপত্র দাখিল করিতে হইবে। স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভার
চেয়ারম্যান/কমিশনারের নিকট হইতে নাগরিকত্বের সনদপত্র দরখাস্তের
সহিত সংযুক্ত করিতে হইবে। যে কোন গেজেটেড অফিসার কর্তৃক
সত্যায়িত শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও লাইসেন্সের কপি আবেদনপত্রের
সহিত সংযুক্ত করিতে হইবে। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি ছবি
এবং জাতীয় পরিচয়পত্র গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত করিয়া
আবেদনপত্রের সহিত সংযুক্ত করিতে হইবে। যোগ্য প্রার্থীর তালিকা প্রস্তুত
অন্তে, প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল, ঢাকার নোটিশ বোর্ডে আগামী
৩০/০১/২০১৫ খ্রিঃ তারিখে টাঙ্গাইয়া দেওয়া হইবে। আবেদনপত্রের সাথে
ফেরত খামসহ ডাক টিকেট সংযুক্ত করিতে হইবে। গাড়ি চালনায় ৩
বৎসরের অভিজ্ঞতা থাকিতে হইবে। চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের
মাধ্যমে আবেদন করিতে হইবে। সাক্ষাৎকারের সময় মূল কাগজপত্র প্রদর্শন
করিতে হইবে। নিয়োগ সংক্রান্ত যে কোন তদবির প্রার্থীর অযোগ্যতা বলিয়া
গণ্য হইবে। নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলিয়া গণ্য
হইবে। স্বাক্ষরিত/- (সৈয়দা হোসনে আরা) সভাপতি, নিয়োগ সংক্রান্ত
বাছাই কমিটি ও সদস্য (সিনিয়র জেলা ও দায়রা জজ) প্রশাসনিক আপিল |
ট্রাইব্যুনাল ১৪, আবদুল গণি রোড, ঢাকা।
সূত্র : যুগান্তর ২৪/১২/২০২৪ইং পৃষ্ঠা-১৩
চাকরির সংবাদ
ঢাকা বিশ্ববিদ্যালয় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
শেষ পৃষ্ঠার পর
আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সকল
সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোন তথ্য গোপন করলে বা
উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা
হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও পদোন্নতি
নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা প্রদান করা হবে না। রেজিস্ট্রার, ঢাকা
বিশ্ববিদ্যালয় এর অনুকূলে প্রদেয় ৩০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-
অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সকল পরীক্ষা পাসের
সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে
প্রয়োজনীয় তথ্যাদি উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবরে লিখিত দরখাস্ত আগামী
| ২৬-০১-২০২৫ খ্রিস্টাব্দ /১২-১০-১৪৩১ বঙ্গাব্দ তারিখের মধ্যে ক্রমিক -১
এর আবেদনপত্র প্রাধ্যক্ষ, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
-এর অফিসে, ক্রমিক-২ এর আবেদনপত্র চেয়ারম্যান, আইন বিভাগ, ঢাকা
বিশ্ববিদ্যালয় -এর অফিসে, এবং ক্রমিক -৩ এর আবেদনপত্র চেয়ারম্যান,
ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় -এর অফিসে
পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে
হবে। চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
সূত্র : জনকণ্ঠ ২৩/১২/২০২৪ইং পৃষ্ঠা-১২
জেলা পরিষদ কার্যালয় নাটোর
শেষ পৃষ্ঠার পর
ওয়েবসাইট
শর্তাবলী : আবেদনকারীকে বাংলাদেশের স্থায়ী বাসিন্দা ও নাগরিক হতে
হবে। আবেদনকারীকে সরকার কর্তৃক নির্ধারিত ০১ পাতার চাকুরির
আবেদন ফরমে আবেদন করতে হবে। উক্ত আবেদন ফরম জেলা পরিষদ,
নাটোর এর ওয়েবসাইট (www.zpnatore.gov.bd) এবং জনপ্রশাসন
মন্ত্রণালয়ের
পাওয়া যাবে। প্রার্থীর আবেদন পত্রে
নিম্নলিখিত তথ্যাদি উল্লেখ থাকতে হবে। (ক) প্রার্থীর নাম (খ)
পিতা/স্বামীর নাম (গ) মাতার নাম (ঘ) স্থায়ী ঠিকানা (ঙ) বর্তমান ঠিকানা
(চ) জন্ম তারিখ (ছ) প্রার্থীর বয়স ১২-০১-২০২৫ খ্রিঃ তারিখে ১৮-৩২
বছরের মধ্যে হতে হবে। আবেদন পত্র গ্রহণের শেষ তারিখ পর্যন্ত চাকুরিতে
প্রবেশের বয়স সংক্রান্ত সর্বশেষ জারিকৃত প্রজ্ঞাপন/বিধি কার্যকর হবে।
বয়সের ক্ষেত্রে কোন এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। (জ) জাতীয়তা (ঝ)
শিক্ষাগত যোগ্যতা (ঞ) মোবাইল নম্বর (ট) কোটা (ঠ) অভিজ্ঞতা (যদি
থাকে। দরখাস্তের সাথে নিম্নবর্ণিত কাগজপত্রাদি সংযুক্ত করতে হবে। (ক)
প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত (নামাঙ্কিত সীলসহ)
সকল পরীক্ষার সনদ এর ফটোকপি। (খ) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা
কর্তৃক সত্যায়িত সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি ছবি। (গ) প্রথম
শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ পত্র। (ঘ) প্রার্থীর
নিজ এলাকার ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি করপোরেশন কর্তৃক প্রদত্ত
নাগরিকত্ব সনদ। (ও) প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত
জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন সনদ। (চ) প্রথম শ্রেণির গেজেটেড
কর্মকর্তা কর্তৃক কম্পিউটার প্রশিক্ষণের সত্যায়িত সনদ। (ছ)
আবেদনপত্রের সাথে ২০০/- টাকা মূল্যের ব্যাংক ড্রাফ্ট/পে-অর্ডার প্রধান
নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোর এর অনুকূলে জমা দিতে হবে।
(জ) যোগাযোগের ঠিকানাসহ লিখিত ফেরত খাম ৯.৫০ x 8.50
সাইজের এবং ১০/- টাকার ডাকটিকেট সংযুক্ত করতে হবে। খামের উপর
পদের নাম উল্লেখ পূর্বক সরকার কর্তৃক চাকুরির নির্ধারিত আবেদন ফরম
প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, নাটোর বরাবর আগামী ১২-০১-
২০২৫ খ্রিঃ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে পৌঁছাতে
হবে। মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার প্রমাণক হিসেবে
সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ
থাকতে হবে। মুক্তিযোদ্ধা শহিদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের এবং
মুক্তিযোদ্ধার সঙ্গে আবেদনকারীর সম্পর্ক উল্লেখপূর্বক সংশ্লিষ্ট ইউনিয়ন
পরিষদের চেয়ারম্যান, সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, পৌরসভার
মেয়র/প্রশাসক ও পৌরসভার কাউন্সিলর কর্তৃক সার্টিফিকেট থাকতে হবে।
নিয়োগের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/ শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয়
লিঙ্গ কোটাসহ সরকার নির্ধারিত সকল কোটা সংরক্ষণ করা হবে। সরকার
নির্ধারিত কোটায় আবেদনকারী সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক জারীকৃত
সনদপত্র থাকতে হবে। মৌখিক পরিক্ষার সময় সকল সনদপত্রের মূলকপি
উপস্থাপন করতে হবে এবং প্রথম শ্রেণীর কর্মকর্তা কর্তৃক সত্যায়িত ০১
সেট ফটোকপি দাখিল করতে হবে। উপজাতিদের ক্ষেত্রে জেলা
প্রশাসক / যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক উপজাতি সনদপত্র এবং শারীরিক
প্রতিবন্ধীদের ক্ষেত্রে যথাযথ দপ্তর/বিভাগ/সংস্থা প্রধানের সনদপত্র থাকতে
হবে। চাকুরীর শর্তাবলী বেতন/ভাতা/অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে জেলা
পরিষদ আইন-২০০০ (সংশোধিত- ২০২২) এবং স্থানীয় সরকার (জেলা
পরিষদ কর্মকর্তা/কর্মচারী) চাকুরী বিধিমালা-১৯৯০ এবং সরকার কর্তৃক
সময় সময় জারীকৃত নির্দেশাবলী প্রযোজ্য হবে। চাকুরীরত প্রার্থীদের
তাদের আবেদনপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে
অত্রাফিসে দাখিল করতে হবে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্যাদি জেলা
পরিষদ, নাটোর হতে জানা যাবে। স্বাক্ষরিত/- (শামীম ভূইয়া), প্রধান
নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জেলা পরিষদ, নাটোর।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন ১৩/১২/২০২৪ইং পৃষ্ঠা-০৯
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়
শেষ পৃষ্ঠার পর
নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে
অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়: প্রার্থীকে
এই লিংকে প্রবেশ করে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত নির্ধারিত
আবেদনপত্র অনলাইনে পূরণ করে আবেদন করতে হবে। অনলাইনে
আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও শর্তাবলী : আবেদনের সময়সীমা
নিম্নরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর
তারিখ ও সময়: ২২.12.202৪ খ্রি. তারিখ সকাল ১০:০০ ঘটিকা।
Online-এ আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১২.০১.২০২৫ খ্রি.
তারিখ বিকাল ০৫:০০ ঘটিকা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে User ID
| প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী
৭২ ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। Online
আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০
KB এর মধ্যে হতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে এবং
User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-
Paid Mobile নম্বরের মাধ্যমে ০২ (দুই)টি SMS করে আবেদন ফি বাবদ
সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর, কম্পিউটার অপারেটর,
ক্যাশিয়ার ও ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পনে সার্ভিস চার্জসহ মোট
২২৩/- টাকা এবং অফিস সহায়ক পদে সার্ভিস চার্জসহ মোট ১১২/-
টাকা Teletalk pre-paid mobile নম্বররের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার
মধ্যে জমা দিবেন। প্রথম SMS: MORA <Space> User ID লিখে
Send করতে হবে ১৬২২২ নম্বরে। দ্বিতীয় SMS: MORA
<Space>Yes<Space>PIN লিখে send করতে হবে ১৬২২২ নম্বরে।
প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি http://mora.teletalk.com.bd ওয়েবসাইটে
এবং প্রার্থীর মোবাইল ফোনে SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য
প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে। SMS-এ প্রেরিত User ID এবং
Password ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি,
পরীক্ষার তারিখ, সময় ও ভেনার নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র
প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি
লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন।
বিজ্ঞপ্তিটি পত্রিকা ছাড়াও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এর ওয়েবসাইটে
এ বিজ্ঞপ্তিসহ এ সংক্রান্ত সকল তথ্য দেখা যাবে।
বয়সসীমা: ০১.১২.২০২৪ খ্রি. তারিখে আবেদনকারীর ন্যূনতম ও সর্বোচ্চ
বয়স হবে ১৮-৩২ বৎসর। তবে সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার
অপারেটর পদে আবেদন এর ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স ৪০ বছর
পর্যন্ত শিথিলযোগ্য। বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন
ফরম পূরণের সময় Departmental Candidate এর ঘরে টিক চিহ্ন
দিতে হবে। জাতীয়তা: প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন
করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতির কপি প্রদর্শন করতে
হবে। মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র দাখিল করতে হবে : ক)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সংক্রান্ত সার্টিফিকেটের মূল সনদপত্র এবং
সত্যায়িত কপি ও সদ্য তোলা রঙ্গিন ছবি মৌখিক পরীক্ষার বোর্ডে জমা
দিতে হবে। খ) মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান হিসেবে
আবেদনকারী প্রার্থীকে পিতার/মাতার মুক্তিযোদ্ধা/ মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা)
সনদের সত্যায়িত কপি জমা দিতে হবে। গ) শারীরিক প্রতিবন্ধী কোটায়
প্রার্থীদের সমাজসেবা অধিদপ্তরাধীন জেলা সমাজসেবা কার্যালয় উপজেলা
সমাজসেবা কার্যালয়/শহর সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত পরিচয়পত্র
(আইডি কার্ড) এবং তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলার সিভিল
সার্জন কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে। ঘ) ক্ষুদ্র
নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত
সনদপত্র দাখিল করতে হবে। ৩) কোনো প্রার্থী বিদেশ হতে তার অর্জিত
কোনো ডিগ্রিকে উপরোল্লিখিত পদসমূহের পার্শ্বে বর্ণিত কোনো শিক্ষাগত
যোগ্যতার সমমানের বলে দাবি করলে তাকে সে মর্মে সংশ্লিষ্ট ইকুইভ্যালেন্স
কমিটি কর্তৃক প্রদত্ত ইকুইভ্যালেন্স সনদের মূলকপি এবং সত্যায়িত কপি
মৌখিক পরীক্ষার সময় সাক্ষাৎকার বোর্ডে অবশ্যই দাখিল করতে হবে।
নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান কোটা পদ্ধতি এবং প্রযোজ্য ক্ষেত্রে
পরিবর্তিত বিধি-বিধান অনুসরণ করা হবে। লিখিত, ব্যবহারিক (প্রযোজ্য
ক্ষেত্রে) ও মৌখিক পরীক্ষার সময়সূচী
ওয়েবসাইটে
প্রকাশ করা হবে। নিয়োগ সংক্রান্ত সকল বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের
সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। স্বাক্ষরিত/- (মো: কামরুল হাসান),
উপসচিব (প্রশাসন) ও সদস্য-সচিব, ডিপিসি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়,
প্রশাসন-১ শাখা বাংলাদেশ সচিবালয়, ঢাকা
সূত্র: যুগান্তর ১১/১২/২০২৪ইং পৃষ্ঠা-১২
পদ সংখ্যা ২০০ জন
200
জন
সূত্র: 30.38.0000.067.28.2028/59 তারিখঃ ১০/১২/২০২৪
নং পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা
কার্গো হেলপার এসএসসি পাশ। অবশ্যই নম্র-ভদ্র, কর্মঠ ও
(ক্যাজুয়াল)
সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। অধিক ভার
বেতন বিভাগ (১) উত্তোলনে ০১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে ।
শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি: বয়সসীমা :
১২-১২-২০২৪ খ্রিঃ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর।
এসএসসি পাশের সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। উপর্যুক্ত পদে
নির্বাচিত প্রার্থীগণ ৮৯ দিন ভিত্তিতে (শর্তসাপেক্ষে নবায়নযোগ্য )
নিয়োগপ্রাপ্ত হবেন। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন,
সংযোজন ( যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর
ওয়েবসাইটে www.biman.gov.bd এবং www.biman- | airlines.com
করা হবে। বিমান কর্তৃপক্ষ পদের সংখ্যা হ্রাস-বৃদ্ধি,
পরীক্ষার সময়সূচি পরিবর্তন এবং নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত, বাতিল কিংবা
সংশোধন করার অধিকার সংরক্ষণ করে। অনলাইনে আবেদনপত্র পূরণ
সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী
এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ
করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র
পূরণ ও পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ১২-১২-২০২৪ খ্রিঃ
সকাল ১০:০০ টা। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়:
০১-০১-২০২৫ খ্রিঃ, বিকাল ০৫:০০ টা। উক্ত সময়সীমার মধ্যে User ID
প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময় থেকে পরবর্তী
৭২ ঘন্টার মধ্যে SMS এ পরীক্ষার ফি জমা দিবেন। Online
আবেদনপত্রে প্রার্থী তার রঙ্গিন ছবি ও স্বাক্ষর স্ক্যান করে নির্ধারিত স্থানে
Upload করবেন। ছবির সাইজ সর্বোচ্চ ১০০ KB ও স্বাক্ষরের সাইজ ৬০
KB এর মধ্যে হতে হবে। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি
প্রদান: Applicant's Copy তে একটি User ID দেয়া থাকবে এবং
User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk Pre-
Paid Mobile নম্বরের মাধ্যমে ০২টি SMS করে বর্ণিত পদের জন্য
আবেদন ফি বাবদ সার্ভিস চার্জসহ মোট ১১২/- টাকা Teletalk pre-paid
mobile নম্বররের মাধ্যমে অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিবেন। প্রথম
SMS BBAL7<Space>User ID লিখে Send করতে হবে ১৬২২২
নম্বরে। দ্বিতীয় SMS: BBAL7 <Space> Yes <Space> PIN লিখে
send করতে হবে ১৬২২২ নম্বরে। প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি
http://bbal.teletalk.com.bd ও www.biman.gov.bd এবং
ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে
SMS এর মাধ্যমে (শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে) যথাসময়ে জানানো হবে।
SMS-এ প্রেরিত User ID এবং Password ব্যবহার করে পরবর্তীতে
রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও ভেনার নাম
ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী Download পূর্বক প্রিন্ট করে
নিবেন। প্রার্থী এই প্রবেশপত্রটি লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার
সময় অবশ্যই প্রদর্শন করবেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণকে
মৌখিক সাক্ষাৎকারের পূর্বে সনদ/দলিল/প্রমাণপত্রের সত্যায়িত কপি দাখিল
করতে হবে: (১) অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট
কপি, (২) প্রবেশপত্রের ফটোকপি, (৩) সদ্য তোলা ৪ (চার) কপি
পাসপোর্ট সাইজের রঙিন ছবি, (৪) শিক্ষাগত সকল সনদ ও ট্রান্সক্রিপ্টের
ফটোকপি, (৫) জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, (৬) নিজ জেলার
সমর্থনে ইউনিয়ন পরিষদ/পৌরসভার মেয়র/সিটি কর্পোরেশন/ওয়ার্ড
কমিশনারের প্রদত্ত সনদ, (৭) অধিক ভার উত্তোলনে কমপক্ষে ০১ বছরের
অভিজ্ঞতার সনদ। স্বাক্ষরিত/- মোহাম্মদ তফাজ্জল হোসেন আকন্দ, উপ-
মহাব্যবস্থাপক, কার্গো এক্সপোর্ট, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড,
কার্গো টার্মিনাল, হুশাআবি, ঢাকা-১২২৯।
মন্ত্রণালয়ের
সূত্র : ইত্তেফাক ১১/১২/২০২৪ইং পৃষ্ঠা-০১
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট
শেষ পৃষ্ঠার পর
পৌরসভার চেয়ারম্যান/সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলার কর্তৃক প্রদত্ত
নাগরিকত্ব সনদের ফটোকপি, জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সম্প্রতি
তোলা পাসপোর্ট আকারের ৩ কপি রঙিন ছবি ১ম শ্রেণির গেজেটেড
কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে সংযুক্ত করতে হবে এবং অভিজ্ঞতার
সনদপত্রের সত্যায়িত ফটোকপি (প্রযোজ্য ক্ষেত্রে) ইত্যাদি সংযুক্ত করতে
হবে। কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে
(অগ্রিম কপি গ্রহণযোগ্য নহে)। মৌখিক পরীক্ষায় প্রার্থীগণকে অবশ্যই
শিক্ষাগত যোগ্যতাসহ সকল সনদপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।
আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ২০/০১/২০২৫খ্রি.। জনপ্রশাসন
20/07/2024 তারিখের স্মারক নং-
০৫.০০.০০০০.১৭০.১১,০১৪, ২৪.১৪১ এর মাধ্যমে জারীকৃত প্রজ্ঞাপন
অনুযায়ী কোটা নির্ধারণ করা হবে। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও
বীরঙ্গনার সন্তান হলে সরকারের সর্বশেষ নির্দেশনা অনুসারে সংশ্লিষ্ট
| কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত প্রমাণ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
তাছাড়া ক্ষুদ্র নৃ-গোষ্ঠি, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটা প্রার্থীদের
ক্ষেত্রেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হতে প্রদত্ত সনদপত্রের সত্যায়িত কপি
আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীদেরকে আবেদন ফি বাবদ
২০০/- টাকা ট্রেজারী চালানের মাধ্যমে (১-৫২৩৬-০০১০-২৬৮১ নং
কোডের বিপরীতে) Principal, National Maritime Institute,
Chattogram এর অনুকূলে বাংলাদেশ ব্যাংক/ সোনালী ব্যাংকে জমা করে
ট্রেজারী চালানের মূলকপি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে।
এক্ষেত্রে পোস্টাল অর্ডার বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার দাখিল করা হলে
ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউটের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আবেদনপত্র গ্রহণ
ও বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
স্বাক্ষরিত/- ক্যাপ্টেন আতাউর রহমান, অধ্যক্ষ, ন্যাশনাল মেরিটাইম
ইন্সটিটিউট, বন্দর, চট্টগ্রাম।
সূত্র : ইত্তেফাক ২০/১২/২০২৪ইং পৃষ্ঠা-১৬
জেলা প্রশাসক নড়াইল
শেষ পৃষ্ঠার পর
নির্ধারিত আবেদন ফরমটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইট
জেলা প্রশাসক, নড়াইলের ওয়েবসাইট
জেলা প্রশাসকের কার্যালয়, নড়াইল এর রাজস্ব
শাখা এবং নড়াইল জেলার প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টার হতে
ডাউনলোড করা যাবে। নির্ধারিত আবেদন ফরমের নির্দেশনা ও চাহিদা
অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। প্রার্থীর বয়সসীমা
০১/১২/২০২৪ খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনপত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্র সংযুক্ত করতে হবে : (ক) প্রথম
শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট
সাইজের রঙিন ছবি (সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবিযুক্ত স্পষ্ট সীল
থাকতে হবে)। (খ) জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত
কপি (প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক নাম ও পদবি যুক্ত সীল দ্বারা
সত্যায়িত)। (গ) সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার
মেয়র/প্রশাসক কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র। (ঘ) শিক্ষাগত যোগ্যতা
ও সকল অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি (প্রথম শ্রেণির গেজেটেড
কর্মকর্তা কর্তৃক নাম ও পদবি যুক্ত সীল দ্বারা সত্যায়িত)। (ঙ) প্রথম শ্রেণির
গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম ও পদবি যুক্ত সীল সংবলিত চারিত্রিক
সনদপত্র। (চ) মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের
নির্ধারিত ফরমের সাথে বর্ণিত ছক পূরণপূর্বক মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত
কপি আবেদন ফরমের সাথে দাখিল করতে হবে। ট্রেজারি চালানের
মাধ্যমে পরীক্ষার ফিস বাবদ কোড নম্বর ১-৪৬৩১-০০০০-২০৩১-এ
১০০/- (একশত) টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানের মূল কপি
আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। ব্যাংক ড্রাফট/পে-
অর্ডার/পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়। পদের নাম ও প্রার্থীর নাম-ঠিকানা
সংবলিত ১০/-টাকার ডাকটিকিট লাগানো ১০ ইঞ্চি x ৪.৫ ইঞ্চি আকারের
একটি ফেরত খাম আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। চাকরিরত
প্রার্থীদেরকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে
আবেদনপত্র দাখিল করতে হবে। লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের
মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় আবেদনপত্রের সাথে সংযুক্ত সকল
সনদপত্রের মূলকপি উপস্থাপন/দাখিল করতে হবে। আবেদনপত্র গ্রহণ ও
বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
স্বাক্ষরিত/- শারমিন আক্তার জাহান, জেলা প্রশাসক, নড়াইল। ফোন ০২-
| 87977300১; ই-মেইল dcnarail@mopa.gov.bd
সূত্র : প্রথম আলো ১৬/১২/২০২৪ইং পৃষ্ঠা-১২
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন