সরকারি যানবাহন অধিদপ্তর নতুন নিয়োগ বিঙ্গপ্তি 2024
সরকারি যানবাহন অধিদপ্তর
পদ সংখ্যা ৫৩০ জন
নং- ০৫.00.0000.008, 11.001.24-2261
নং, পদের নাম, বেতন
১. সাঁটমুদ্রাক্ষরিক
পদ সংখ্যা
তারিখঃ ১৭/১১/২০24
যোগ্যতা ও অভিজ্ঞতা
স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি ইংরেজিতে ৭০ ও বাংলায়
কাম কম্পিউটার ০১ ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ
জন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার
১০২০০-২৪৬৮০/- দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
অপারেটর
২. মেকানিক
গ্রেড-বি
6900-
23890/-
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অটোমোটিভ মেশিনস
১৯ ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস,
জন রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং বা ওয়েন্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ।
সংশ্লিষ্ট ট্রেডে ০২ বৎসরের অভিজ্ঞতা।
৪. গাড়িচালক (গ্রেড-
(১৬), ৯৩০০-২২৪৯০/-
৫. অফিস সহকারী কাম
কম্পিউটার মুদ্রাক্ষরিক
10৩০০-২২৪৯০/-
08
৩. পাড়িচালক (গ্রেড- ৩৩৩ জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনার বৈধ
(১৫), ৯৭০০-২৩৪৯০/- জন ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার।
৭৩ জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ
জন হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি
ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-
মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
০৫ জন বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।
এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০২ জন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
৬. হিসাব সহকারী, ৯৩০০-২২৪৯০/-
৭. টাইম কিপার, ৯৩০০-২২৪৯০/-
৮. ইনডেন্ট সহকারী, ৯৩০০-২২৪৯০/-
S. জব সহকারী, ৯৩০০-22800/-
১০. স্টোরম্যান,
৯৩০০-২২৪৯০/-
০১ জন
০১ জন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।
০১ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং
জন স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা।
এরপর শেষ পৃষ্ঠায় দেখুন
বিস্তারিত :
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন