সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা ২৯ নভেম্বর ২০২৪

 





চাকরির ডাক ২৯ নভেম্বর ২০২৪

শুক্রবার

• রেজি: নং-জে. প্র. ঢা/

• প্রকা. ৩৩/২০০৫

• ডিএ নং- ৪০৫৫

• বর্ষ-১৬

• সংখ্যা-৪৭তম

• ২৯ নভেম্বর ২০২৪

• ১৪ অগ্রহায়ণ ১৪৩১

সঠিক কর্মের সন্ধানে আমরা

চাকরির ডাক

• ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

পৃষ্ঠা ৪ • মূল্য ১০ টাকা

saptahikchakrisongbad.com

দৈনিক

কাপরে আমাদের ভাষা

কাগজের সংবাদ

নতুন আঙ্গিকে ও বর্ধিত কলেবরে

| উন্নয়ন ও ইতিবাচক সাংবাদিকতার

অঙ্গীকার নিয়ে আসছে দৈনিক

কাগজের সংবাদ

পুরো সপ্তাহ জুড়ে সরকারি/বেসরকারি

প্রতিষ্ঠানের চাকরি সংক্রান্ত বিস্তারিত তথ্য

জানতে চোখ রাখুন চাকরির ডাক

• ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর সরকারি যানবাহন অধিদপ্তর ও নৌবাহিনীতে বেসামরিক কর্মচারী নিয়োগ

পদ সংখ্যা ২৫২৪ জন

স্মারক নং ৩১.00.0000.002.11.০১৪.২৪-৪৪৪

নং, পদের নাম, বেতন

১. সাঁটলিপিকার কাম

কম্পিউটার অপারেটর

১১০০০-২৬৫৯০/-

পদ সংখ্যা

তারিখঃ ২১/১১/২028

যোগ্যতা ও অভিজ্ঞতা

দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা সমমান ডিগ্রী।

০৫ কম্পিউটারে দক্ষতা এবং সাঁটলিপিতে গতি ইংরেজীতে ৮০ ও বাংলায় ৫০

জন

শব্দ এবং মুদ্রাক্ষরে গতি ইংরেজীতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

২. সার্ভেয়ার, ১০২০০-২৪৬৮০/- ৮৫ জন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি।

৩. ট্রাভার্স সার্ভেয়ার, ৯৭০০-২৩৪৯০/- ০৪ জন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি

৪. কম্পিউটার, ৯৭০০-২৩৪৯০/- ০৮ জন ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) টেকনোলজি

৫. ড্রাইভার

৯৭০০-২৩৪৯০/-

৬. নাজির কাম

ক্যাশিয়ার

৯৩০০-২২৪৯০/-

৭. অফিস সহকারী কাম-

কম্পিউটার মুদ্রাক্ষরিক

৯৩০০-২২৪৯০/-

৮. পেশকার

১৭

১২ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা বা

জন ভারী ড্রাইভিং লাইসেন্স।

২১

জন

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং মুদ্রাক্ষরে

গতি ইংরেজীতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালনায় দক্ষতা এবং মুদ্রাক্ষরে

গতি ইংরেজীতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

৩৭৮ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস। কম্পিউটারে

১৯৩০০-২২৪৯০/- জন দক্ষতা এবং মুদ্রাক্ষরে গতি ইংরেজীতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

৯. রেকর্ড কিপার

৯৩০০-২২৪৯০/-

১০. খারিজ সহকারী

৯৩০০-২২৪৯০/-

১১. র্যাঁচ মোহরার

৯৩০০-২২৪৯০/-

২৯১ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান

জন পাস। কম্পিউটার চালনায় দক্ষতা।

৪৭৪ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

জন কম্পিউটারে দক্ষতা এবং মুদ্রাক্ষরে গতি ইংরেজীতে ২০ ও বাংলায় ২০ শব্দ

৪২২ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা সমমান পাস।

জন কম্পিউটার চালনায় দক্ষতা।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

_ সেনাসদর ই ইন সি'র শাখা

পদ সংখ্যা ১৯০ জন

আই এস পি আর/সেনা/২০২৪/৭১১

তারিখঃ ২৪/১১/২028

নং পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. উপ-সহকারী প্রকৌশলী বি/আর ১২৮ ৪ বছর মেয়াদি সিভিল

১৬০০০-৩৮৬৪০/- (১০ম গ্রেড) জন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।

২. উপ-সহকারী প্রকৌশলী

ই/এম.

১৬০০০-

৪ বছর মেয়াদি ইলেকট্রিক্যাল বা

ইলেকট্রনিক্স বা মেকানিক্যাল বা পাওয়ার

৩৮৬৪০/- (১০ম গ্রেড)

ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা।

আবেদনপত্র পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী

অত্যাবশ্যকীয়ভাবে অনুসরণীয়: প্রার্থীর বয়সসীমা ১৭ নভেম্বর ২০২৪

(দরখাস্ত জমা প্রদান শুরুর তারিখ) তারিখে সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে

হবে। মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী

প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা হবে সর্বোচ্চ ৩২ বছর। চাকরিরত প্রার্থীদের

অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে। সকল

| চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক

প্রদত্ত অনাপত্তিপত্রের মূলকপি জমা দিতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়

প্রজ্ঞাপন নং ০৫.00.0000.0.11.০১৪.২৪-১৪১ তারিখ ২৩ জুলাই

২০২৪ অনুযায়ী কোটা নির্ধারিত হবে। কর্তৃপক্ষ পদের সংখ্যা হাস/বৃদ্ধিসহ

নিয়োগ বাতিল ও অন্যান্য সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার

সংরক্ষণ করে। আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশনাবলী: এই বিজ্ঞপ্তির

অধীনে আগ্রহী প্রার্থীগণকে Online-এ আবেদন করতে হবে। সে লক্ষ্যে

|http://mes.teletalk.com.bd/ ওয়েবসাইটে লগ-ইন করলে একটি

লিংক পাওয়া যাবে। ঐ লিংকে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশনা মোতাবেক

Online-এ আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন ও ফি জমাদানের

সময়সীমা নিম্নরূপ: Online-এ আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা

| প্রদান শুরুর তারিখ: ১৭ নভেম্বর ২০২৪ Online-এ আবেদনপত্র জমা

প্রদানের শেষ তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৪ ইং। উক্ত সময়সীমার মধ্যে

User ID প্রাপ্ত প্রার্থীগণ Online-এ আবেদনপত্র Submit-এর সময়

| থেকে পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে SMS এ এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

বারি রবি 4G নেটওয়ার্কে- নিয়োগ

৩. ইনচার্জ অফিসার

জন

মোট পদ সংখ্যা ৭৮২ জন

পদের নাম শিক্ষাগত যোগ্যতা

১.এরিয়া ম্যানেজার বি.এ/এইচএসসি, তিনি তার অধীনে সকল থানার

১০২ জন কাজ পরিচালনা করতে হবে। বেতন- ৩৯,০০০/-

২. অডিট অফিসার এইচএসসি/এসএসসি। একটি থানার কার্যক্রম দায়িত্বের

১৬০ জন সাথে পালন করতে হবে। বেতন ৩২,০০০/-

১৮০ এইচএসসি/সমমান। দুইটি টাওয়ারের দায়িত্ব

নিয়ে কাজ করতে হবে। বেতন- ২৯,০০০/-

৪.সুপারভাইজার এসএসসি/অষ্টম শ্রেণী। ৪০ জন জনবল এর দায়িত্ব নিয়ে

১৯০ জন নিজ থানা কাজ করতে হবে। বেতন, ২৫,০০০/-

৫.সিকিউরিটি অষ্টম শ্রেণী। নিজ না ইউনিয়ন পর্যায়ে কাজ করতে হবে।

গার্ড ১৫০ জন সার্টিফিকেট না থাকলে ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন

দিয়ে আবেদন করতে পারবেন। বেতন ১৮০০/-

স্মারক নং-র/বি/৫৪৯০০৩ সরাসরি রবি 4G নেটওয়ার্ক শক্তিশালী করার

জন্য কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ করা হবে। সুবিধা: চাকরি শেষে

পেনশন ছাত্র/ছাত্রীদের পড়াশোন করার জন্য সুযোগ রয়েছে। কর্ম সময়

সকাল ১০ টা হইতে বিকেল ৫টা পর্যন্ত। শুক্র ও শনিবার অফিস বন্ধ

থাকিবে। বছরে ২টি ঈদ বোনাস পাবেন। স্থায়ীভাবে ১৮ বছর পর্যন্ত কাজ

করতে পারবেন। আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদের ১ কপি

পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, জন্ম সনদ/জাতীয়

পরিচয়পত্রের ফটোকপি ও দরখাস্তে পদের নাম ও মোবাইল নম্বর সহ

১৫/১২/২০২৪ইং তারিখের মধ্যে শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে

হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে জােিনয় দেয়া

হবে। সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থল নিজ উপজেলার মধ্যে রাখা

হবে। মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। মোবাইল: 01830-791337

ই-মেইল:robinet4g@gmail.com

| অফিস: রোড নং-১২, বাড়ি নং: ১৬/২, গুলশান, ঢাকা-১২১২। সূত্র: নবঅভিযান ২৮/১১/২৪ইং

— খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পদ সংখ্যা ৫৬ জন

নং পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. সহকারী অধ্যাপক (সহযোগী অধ্যাপকের বিপরীতে),

আইআইসিটি, ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬)

২. সহকারী অধ্যাপক (সহযোগী অধ্যাপকের বিপরীতে),

আইডিএম, ৩৫৫০০-৬৭০১০/- (গ্রেড-৬)

৩. প্রভাষক, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২০০০-৫৩০৬০/-

02

B. প্রভাষক (সহযোগী অধ্যাপকের বিপরীতে), সিভিল ইঞ্জিনিয়ারিং ০১

বিভাগ, ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

৫. প্রভাষক, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ,

২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

৬. প্রভাষক (সহকারী অধ্যাপকের বিপরীতে), ইলেকট্রিক্যাল এন্ড

ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

৭. প্রভাষক, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২০০০-৫৩০৬০/- ০৩ জ

৮. প্রভাষক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ,

২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)

পদ সংখ্যা ৫৩০ জন

নং- ০৫.০৩.০০০০.০০৪.১১.০০১.২৪-২২৬১

নং, পদের নাম, বেতন

১. সাঁটমুদ্রাক্ষরিক

কাম কম্পিউটার

অপারেটর

১০২০০-২৪৬৮০/-

২. মেকানিক

গ্রেড-বি

69000

২৩৪৯০/-

তারিখঃ ১৭/১১/২028

যোগ্যতা ও অভিজ্ঞতা

পদ সংখ্যা

স্নাতক বা সমমানের ডিগ্রি। সাঁটলিপিতে গতি ইংরেজিতে ৭০ ও বাংলায়

০১ ৪৫ শব্দ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

জন কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার

দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। অটোমোটিভ মেশিনস

১৯ ইলেকট্রিক্যাল ইন্সটলেশন এন্ড মেইনটেন্যান্স, ফিটিং, মেশিন শপ প্র্যাকটিস,

জন রেফ্রিজারেশন এন্ড এয়ারকন্ডিশনিং বা ওয়েল্ডিং বিষয়ে ট্রেড কোর্স উত্তীর্ণ।

সংশ্লিষ্ট ট্রেডে ০২ বৎসরের অভিজ্ঞতা।

৩. পাড়িচালক (গ্রেড-

১৫), ৯৭০০-২৩৪৯০/-

৪. গাড়িচালক (গ্রেড-

(১৬), ৯৩০০-২২৪৯০/-

৫. অফিস সহকারী কাম

কম্পিউটার মুদ্রাক্ষরিক

১৩০০-২২৪৯০/-

৩৩৩ জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনার বৈধ

জন ভারী ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার।

৭৩ জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। হালকা গাড়ি চালনার বৈধ

জন হালকা ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার।

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে গতি

ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-

মেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

০৫ জন বাণিজ্য বিভাগে এইচএসসি বা সমমান পাস।

০১ জন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

08

৬. হিসাব সহকারী, ৯৩০০-২২৪৯০/-

৭. টাইম কিপার, ৯৩০০-২২৪৯০/-

৮. ইনডেন্ট সহকারী, ৯৩০০-২২৪৯০/-

০২ জন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯. জব সহকারী, ৯৩০০-২২৪৯০/- C (০১ জন এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১০. স্টোরম্যান, ০১ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

৯৩০০-২২৪৯০/- জন স্টোর রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা।

এরপর শেষ পৃষ্ঠায় দেখুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স

পদ সংখ্যা ৫৫ জন

২. এয়ারক্রাফট

মেকানিক (শপ)

১২৫০০-

00200/-

80

সূত্র: ৩০.৩৪.০০০০.০৭৩,২৯.০০০.২৪/৮৬৯ তারিখঃ ২০/১১/২০২৪

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. অ্যাপ্রেন্টিস বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয়

মেকানিক (লাইন পরীক্ষায় জিপিএ ৫.০০ (৫ এর মধ্যে) এবং চতুর্থ

এন্ড বেইজ

বিষয় ব্যতিত সকল বিষয়ে এ+ (গ্রেড পয়েন্ট ৫.০০)

মেইন্টেন্যান্স) 'বা 'ও' এবং 'এ' লেভেলের সকল বিষয়ে গড়ে 'এ'

কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।

ডিপ্লোমা ইন এয়ারক্রাফট মেইনটেন্যান্স (Aerospace / Avionics)

গ্রুপ : বিজ্ঞান বিভাগে এসএসসি পরীক্ষায় জিপিএ ৩.৫ (৫ এর

১৫ মধ্যে) বা 'ও' লেভেলের সকল বিষয়ে গড়ে 'ডি'থাকতে হবে।

জন সিজিপিএ ৩.০ সহ (৪ এর মধ্যে) এ্যারোস্পেস/ এভিওনিক্স

এ্যারোনটিক্যাল/ এয়ারক্রাফট মেইনটেন্যান্স-এ ডিপ্লোমা ইন

ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার বিষয়ক জ্ঞান অবশ্যই থাকতে হবে।

শর্তাবলি ও অনলাইনে আবেদনপত্র পূরণ করার নিয়মাবলি: প্রার্থীদের

বয়সসীমা ২১-১১-২০২৪ খ্রিঃ তারিখে সর্বোচ্চ ৩২ বছর। এসএসসি পাশের

| সনদপত্রের ভিত্তিতে বয়স নির্ধারিত হবে। ক্রমিক নং ০২ এর পদে নির্বাচিত

প্রার্থীগণ প্রাথমিকভাবে ০৩ বছরের জন্য চুক্তিভিক্তিক নিয়োগ প্রাপ্ত হবেন।

সন্তোষজনক ০৩ বছর চুক্তিভিত্তিক চাকুরি সম্পন্নের পর যোগদানের তারিখ

হতে স্থায়ীভাবে আত্মীকরণ করা হবে। নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো

সংশোধন, সংযোজন ( যদি থাকে) বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড এর

ওয়েব সাইটে www.biman.gov.bd এবং www.biman-airlines.com

প্রকাশ করা হবে। চাকুরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের

মাধ্যমে/অনুমতিক্রমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ

সংক্রান্ত নিয়মাবলি ও করণীয়: পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি

http://bbal.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে

পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ: অনলাইনে আবেদনপত্র পূরণ ও

পরীক্ষার ফি জমাদানের শুরুর তারিখ ও সময়: ২১-১১-২০২৪ খ্রিঃ, সকাল

১০:০০টা। অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ ও সময়: ১১-১২-

২০২৪ খ্রিঃ, বিকাল ০৫:০০টা।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

জেলা প্রশাসক রাঙ্গামাটি

পদ সংখ্যা ৩৭ জন

স্মারক নম্বর: ০৫.৪২.৮800 202,00,002,2৪-৫০৫ তারিখঃ ২০/১১/2024

নং পদের নাম, বেতন পদ সংখ্যা

যোগ্যতা ও অভিজ্ঞতা

জেলাপ্রশাসকের কার্যালয়, রাঙ্গামাটি পার্বত্য জেলা ও উপজেলা নির্বাহী

অফিসারের কার্যালয়সমূহ, রাঙ্গামাটি পার্বত্য জেলা

১. অফিস সহকারী-

কাম- কম্পিউটার

মুদ্রাক্ষরিক

৯৩০০-২২৪৯০/-

২. সার্টিফিকেট

সহকারী

৯৩০০-

২২৪৯০/-

৩. হিসাব

সহকারী

৯৩০০-

22800/-

ot

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

উত্তীর্ণ। কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং জেলা

প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের

জন কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এর তপশিল-২, ৩

ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ।

০২ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক

জন কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এর

তপশিল-২, ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

০৮ কম্পিউটার চালনায় অভিজ্ঞতা এবং জেলা প্রশাসক

জন কার্যালয়ের কর্মচারী নিয়োগ বিধিমালা, ২০২০ এর

তপশিল-২, ৩ ও ৪ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

৪. অফিস সহায়ক ১৮ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

৮২৫০-২০০১০/- জন তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

সার্কিট হাউজ, রাঙ্গামাটি পার্বত্য জেলা

৫. বেয়ারার ০১ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং

৮২৫০-২০০১০/- জন তপশিল-৫ অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

পদ সংখ্যা ১৪ জন

অপারেটর

১১০০০-

২৬৫৯০/-

স্মারক নং-চমেকহা/প্রশাসন/নিয়োগ/পূর্বতন ৩য় ও ৪র্থ শ্রেণি(১১-২০ গ্রেড) (202৪/১৫৫৬৬ তারিখঃ 26/11/2024

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. সাঁটলিপিকার- দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা

কাম-কম্পিউটার সমমানের ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল,

-ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। সাঁটলিপি

গতি ইংরেজিতে ৮০ ও বাংলায় ৫০ শব্দ এবং কম্পিউটার

মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ ।

দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএতে স্নাতক বা

সমমানের ডিগ্রি। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল,

ফ্যাক্স মেশিন চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা। সাঁটলিপি

পতি ইংরেজিতে ৭০ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার

মুদ্রাক্ষরে গতি ইংরেজিতে ৩০ ও বাংলায় ২৫ শব্দ।

০১ ফাযিল ডিগ্রী। মসজিদে ২ বছরের প্রধান খাদিম

১০২০০-২৪৮০০/- জন বা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা।

জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ

৪. ড্রাইভার

ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত।

অভিজ্ঞতা অগ্রাধিকার দেয়া হবে।

২. সাঁট মুদ্রাক্ষরিক

-কাম-কম্পিউটার

অপারেটর

28680/-

৩. মুয়াজ্জিন

900-

২৩৪৯০/-

08

छन

৫. টেলিফোন অপারেটর ০২ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯৩০০-২২৪৯০/- জন কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন হতে হবে।

৬. সহকারী হিসাব রক্ষক ০১ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

৯৩০০-২২৪৯০/-

জন কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন।

08

जन

৯. প্রভাষক (অধ্যাপকের বিপরীতে), কম্পিউটার সায়েন্স এন্ড

ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

8

जन

১০. প্রভাষক, ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং

বিভাগ, ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

0Q

जन

১১. প্রভাষক, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড ম্যানেজমেন্ট বিভাগ,

২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

8

১২. প্রভাষক, এনার্জি সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২০০০-

৫৩০৬০/- (গ্রেড-১)

৭. ক্যাশিয়ার

জন

৯৩০০-২২৪৯০/-

১৩. প্রভাষক (সহযোগী অধ্যাপকের বিপরীতে), এনার্জি সায়েন্স

এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

৮. ইন্সট্রুমেন্ট

जन

কেয়ার টেকার

১৪. প্রভাষক (সহযোগী অধ্যাপকের বিপরীতে), বায়োমেডিকেল

ইঞ্জিনিয়ারিং বিভাগ, ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-৯)

02

02

জন

(ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

৯৩০০-২২৪৯০/-

চালনায় দক্ষতা সম্পন্ন।

जन

৯. কারপেন্টার

১৫. প্রভাষক (সহযোগী অধ্যাপকের বিপরীতে), আরবান এন্ড

রিজিওনাল প্ল্যানিং বিভাগ, ২২০০০-৫৩০৬০/- (গ্রেড-১)

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

০১ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

জন কম্পিউটার চালনায় দক্ষতা সম্পন্ন।

ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে এইচএসসি

০১ এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। সংশ্লিষ্ট

৮৭০০-২১৩১০/- জন কাজে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

পদ সংখ্যা ১১৩ জন

বিজ্ঞপ্তি নং ২৩.০২. 2626.146.11.027.28.4407

পদ সংখ্যা

১১

তারিখঃ ১৯/১১/২০২৪

যোগ্যতা ও অভিজ্ঞতা

এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের

পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের

অভিজ্ঞতা বা এসএসসি (ভোকেশনাল) বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট

কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

নং, পদের নাম, বেতন

(১) সহকারী লিডিংম্যান (মেশিনিস্ট-১;

মেকানিক্যাল ফিটার-১; রেফ্রিজারেশন এন্ড এয়ার

কন্ডিশন-১; প্লাম্বিং এন্ড পাইপ ফিটার-১;

ইলেকট্রিশিয়ান-৩; ওয়াইন্ডার-১; ইলেকট্রনিক্স-২:

মেশিন মেইন্টেন্যান্স-১), ১০২০০-২৪৬৮০/-

(২) হাইলী স্কীল্ড মিস্ত্রী (ডিজেল ফিটার-১:

মেশিনিস্ট-১; মেরিন ফিটার-১; মোন্ডার-১;

ব্ল্যাকস্মিথ-১; ওয়েল্ডার-১; প্লাম্বিং এন্ড পাইপ ফিটার- ১১ অভিজ্ঞতা বা এসএসসি (ভোকেশনাল) বা

এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের

পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের

সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে

৩ বছরের অভিজ্ঞতা।

২২

জন

১; পেইন্টার/ব্লাষ্টার-১; কার্পেন্টার-১; ইলেকট্রনিক্স-

১; ইলেকটিশিয়ান-১), ১০২০০-২৪৬৮০/-

(৩) হাইলী স্কীল্ড (গ্রেড-১) : (ডিজেল ফিটার-১; মেশিনিস্ট-১;

মেরিন ফিটার-১; প্যাটার্ন মেকার-১; টাইলস ফিটার-১; অটো

মোবাইল এন্ড অটো ইলেকট্রিসিটি-২; প্লেটার-১; প্লাম্বিং এন্ড পাইপ,

ফিটার-১; পেইন্টার ব্লাস্টার-২; কার্পেন্টার-২; ওয়েল্ডার-২;

ইলেকটিশিয়ান-২: ওয়াইন্ডার-১; ইলেকট্রনিক্স-৩), ১৭০০-২৩৪৯০/-

(৪) হাইলী স্কীল্ড (গ্রেড-২) (ডিজেল ফিটার-১; মেশিনিষ্ট-১;

মেকানিক্যাল ফিটার-১; রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন-১;

মোন্ডার-১; ইলেকট্রিশিয়ান-১; ওয়েল্ডার-৩; গ্যাস কাটার-১: ২২

প্লাম্বিং এন্ড পাইপ ফিটার-২; কার্পেন্টার-১; অটো জন

ইলেকট্রিশিয়ান-১; ওয়াইন্ডার- ২; ইলেকট্রনিক্স-৫; অটো

মোবাইল এন্ড অটো ইলেকট্রিসিটি-১) ৯৩০০-২২৪৯০/-

এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের

পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ১ বছরের

অভিজ্ঞতা বা এসএসসি (ভোকেশনাল) বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট

কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

এইচএসসি (ভোকেশনাল) বা সমমানের

পরীক্ষায় উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ও

মাসের অভিজ্ঞতা বা এসএসসি

(ভোকেশনাল) বা সমমানের পরীক্ষায়

উত্তীর্ণসহ সংশ্লিষ্ট কাজে ২ বছরের

অভিজ্ঞতা।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

উপজেলা স্বাস্থ্য ক্লিনিক-এ-নিয়োগ বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার নিয়োগ

মোট পদ সংখ্যা ১৫৬৩ জন

[ স্মারক নং-ইউ/এস/সি-০০০১২৩২০০৮৯, নিয়োগ

পদের নাম ও বেতন সংখ্যা শিক্ষাগত যোগ্যতা ও কর্তব্য

১. উপজেলা অফিসার ১২০ বিএ/সমমান। উপজেলা পর্যায়ে সকল

৪৮,৫০০/- জন কর্মকর্তাদের পরিচালনা ও প্রতিবেদন তৈরি করা।

২. ইউনিট অফিসার

৩৮,২০০/-

১৯৮ বিএ/এইচএসসি। সকল কর্মকর্তাদের কাজ

জন পরিচালনা করতে হবে।

৩. কমিউনিটি ব্যবস্থাপক ১৮০ এইচএসসি/সমমান। কমিউনিটি পর্যায়ে

৩৫,৩০০/-

জন সকল কর্মকর্তাদের পরিচালনা করা।

নিজ

৪. পরিবার পরিকল্পনা ১৭২ এইচএসসি/সমমান। উপজেলা

পরিদর্শক ৩৩,২০০/- জন পরিদর্শন ও প্রতিবেদন তৈরি করতে হবে।

৫.প্রোগ্রাম অফিসার ১৮০ এইচএসসি/সমমান। নিজ উপজেলায় ফিল্ড

29,000/- জন অফিসার হিসেবে দায়িত্ব পালন করতে হবে।

৬. অফিস এক্সিকিউটিভ ১৮৫ এইচএসসি/সমমান। অফিস এক্সিকিউটিভ

২৫,৩০০-

জন দায়িত্ব মোতাবেক সকল কাজ করতে হবে।

৭. ইউনিয়ন

২৫৮ এস এস সি / সমমান নিয়া পর্যায়ে স্বী

সুপারভাইজান ২৪,২০০/- জন তাদের বিচাপতি ও বেদন তৈরী করা।

৮. স্বাস্থ্য কর্মকর্তা ২৭০ এসএসসি/অষ্টম শ্রেণী। ইউনিয়ন পর্যায়ে

২১,৮০০/- জন কাজ করার মানসিকতা থাকতে হবে।

মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত উপজেলা। তাই ক্লিনিক আর সামাজিক উন্নয়নের লক্ষ্যে উপজেলা

ছো ক্লিনিকে নতুন ভাবে সাজিয়ে জাহ্যসেবা উন্নয়ে সকল স্বাস্থ্যসেবা, পুষ্টি, মা ও শিশু স্বাস্থ্য পরিবার

হলো প্রান্তীক জনগোষ্ঠীর মাঝে বাহালেবা পৌঁছে

দেওয়ার লক্ষ্যে কার্যক্রম বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ক্লিনিক/ স্বাস্থ্যকেন্দ্রে কাজ করতে

আগ্রহী বাংলাদেশী পুরুষ/মহিলাদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

শর্তাবলীঃ- ১) আগ্রহী প্রার্থী দুই কপি পিপি সাইজ ছবি মোবাইল নম্বর ও

পদের নাম সহ এবং জীবন বৃত্তান্ত আগামী ১২/১২/২০২৪ইং তারিখের মধ্যে

দরখাস্ত শুধুমাত্র নিম্নের উল্লেখিত ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। (2)

উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে। (৩) বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা

ও প্রশিক্ষণের জন্য মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নির্বাচিত

প্রার্থীদের প্রশিক্ষণের ক্ষেত্রে প্রার্থীদের যাতায়াত ভাতা ও ডিএ প্রদান করা

হবে। প্রশিক্ষণের সময় মূল সনদপত্র দেখাতে হবে। সকল কর্মকর্তাদের

কর্মস্থল নিজ জেলা ও উপজেলার মধ্যে রাখা হবে। বিঃদ্রঃ কোন ব্যক্তি

একাধিক পদে আবেদন করলে তা বাতিল বলে গন্য হবে এবং কোন প্রকার সুপারিশ গ্রহণযোগ্য নয়।

বরাবর, পরিচালক (স্বাস্থ্যসেবা বিভাগ) “উপজেলা স্বাস্থ্য ক্লিনিক”

প্রধান কার্যালয়ঃ- রোড-৫/২, বাড়ি-৩৭৫/৭, গুলশান-২, ঢাকা-১২১২। সূত্র: দৈনিক নবঅভিযান ২৮/১১/২৪ইং

ই-মেইলঃ ushasthok@gmail.com

.... সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজ

পদ সংখ্যা ৫৪ জন

১. সহকারী শিক্ষক (ইংরেজি

ভার্সন) (বাংলা-০৩:

ইংরেজি-০১: গণিত-০১:

প্রাক-প্রাথমিক-০২), গ্রেড-১১

(১২৫০০-৩০২৩০/-)

সহকারী শিক্ষক (ইংরেজি

०१

जन

সূত্র: সিএএসসি/ কুর্মি/০০৮/০৪/২৪/৮৯ক তারিখঃ ২১/১১/২024

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির স্নাতক

ডিগ্রি/সমমান। প্রাক-প্রাথমিকের জন্য

২য় শ্রেণির স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত

সর্বশেষ ডিগ্রি ব্যতীত ১টির বেশি ৩য়

শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।

সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতক

ভার্সন) ঃ তথ্য ও যোগাযোগ ০১ ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি

প্রযুক্তি, গ্রেড-১০ (১৬০০০- জন ব্যতীত ১টির বেশি ৩য় শ্রেণি/ বিভাগ

(৩৮৬৪০/-)

গ্রহণযোগ্য হবে না।

সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতক

(সাধারন বিজ্ঞান-০৪: অর্থনীতি- ০৮ ডিগ্রি/সমমান। বর্ণিত সর্বশেষ ডিগ্রি

০২: ভূগোল ও পরিবেশ-০২) জন ব্যতীত ১টির বেশি ৩য় শ্রেণি/বিভাগ

গ্রহণযোগ্য হবে না।

২. সহকারী শিক্ষক (বাংলা ভার্সন)

গ্রেড-১১ (১২৫০০-৩০২৩০/-)

সহকারী শিক্ষক (বাংলা ভার্সন)

08

G

সংশ্লিষ্ট বিষয়ে ২য় শ্রেণির স্নাতক

ডিগ্রি বা যে কোন বিষয়ে ২য় শ্রেণির

স্নাতক ডিগ্রিসহ বিপিএড। বর্ণিত

সর্বশেষ ডিগ্রি ব্যতীত ১টির বেশি ৩য়

শ্রেণি/বিভাগ গ্রহণযোগ্য হবে না।

সংশ্লিষ্ট বিষয়সমূহে ২য় শ্রেণির

০৩: ইংরেজি-০২: গণিত-০৫: পদার্থবিজ্ঞান- স্নাতক ডিগ্রি/সমমান। বর্ণিত

০২: রসায়ন-০১: ব্যবসায় শিক্ষা- ০১: ১৮ সর্বশেষ ডিগ্রি ব্যতীত ১টির

ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা-০২: হিন্দু ধর্ম জন বেশি ৩য় শ্রেণি/বিভাগ

ও নৈতিক শিক্ষা-০১; বাংলাদেশ ও বিশ্ব গ্রহণযোগ্য হবে না।

পরিচয়-০১), ১২৫০০-৩০২৩০/-

ঃ (শারীরিক শিক্ষা-০২ (পুরুষ-

তথ্য

১. মহিলা- ১);

যোগাযোগ প্রযুক্তি-০২), গ্রেড-

১০ (১৬০০০-৩৮৬৪০/-)

সহকারী শিক্ষক (বাংলা ভার্সন) : (বাংলা-

10.

এডমিন

সুপারভাইজার,

20,000/-

স্নাতক ডিগ্রি/সমমান। প্রশাসনিক সহকারী হিসেবে

কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সামরিক বাহিনী

থেকে অবসর প্রাপ্ত সদস্যদের অগ্রাধিকার দেয়া হবে।

৪. কর্মচারী: ৪র্থ শ্রেণির কর্মচারী-০৫; আয়া অষ্টম শ্রেণি পাস

১৫

০২: পরিচ্ছন্নতাকর্মী-০২: নিরাপত্তা প্রহরী- ০৫:

এস সি /

জন

মালী-০১), গ্রেড-২০ (৮২৫০-২০০১০/-)

এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

সমমানের যোগ্যতা।

জেলা প্রশাসক মেহেরপুর

পদ সংখ্যা ০৭ জন

00

স্মারক নম্বর: ০৫.৮৮.৫900.005.11.00৩.২৮.৫৪৬ তারিখঃ ২০/১১/2024

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. হিসাব সহকারী এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

৯৩০০-২২৪৯০/- • চালনায় অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও

টাইপিং-এ গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

চালনায় অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও

টাইপিং-এ গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

২. কপিস্ট

जन

22800/-

৩. সার্টিফিকেট

সহকারী

৪. বেঞ্চ

সহকারী

02

৯৩০০-২২৪৯০/-

৯৩০০-২২৪৯০/-

02

जन

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

চালনায় অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও

টাইপিং-এ গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

চালনায় অভিজ্ঞতা এবং ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও

টাইপিং-এ গতি বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।

এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

পদ সংখ্যা ৮৮ জন

বিজ্ঞপ্তি নং 23.02.2526.186.11.029.24.8808 তারিখঃ ১৯/১১/২০২৪

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

ক. এমটিডি অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের

পরীক্ষায় উত্তীর্ণ। ভারী যানবাহন চালনার লাইসেন্সধারী

20850/- এবং ভারী যানবাহন চালনায় ৫ বছরের অভিজ্ঞতা।

খ. ইঞ্জিন ড্রাইভার

(ক্লাস-১)

जन

08

जन

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী

জলযান চালনার লাইসেন্সধারী এবং ভারী

যানবাহন চালনায় ৫ বছরের অভিজ্ঞতা।

গ. ক্রেন ড্রাইভার

(ক্লাস-১)

১৭০০-২৩৪৯০/-

ঘ. ফর্ক লিফট

ড্রাইভার

৯৭০০-২৩৪৯০/-

ঙ. লিডিং

02

জন

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী

যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী

যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।

02

जन

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী

যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী

যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।

ফায়ারম্যান

৯৭০০-২৩৪৯০/-

08

जन

08

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী

যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী

যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী

যানবাহন চালনার লাইসেন্সধারী এবং ভারী

যানবাহন চালনায় ৫ বছরের অভিজ্ঞতা।

ot

জন

৯৩০০-২২৪৯০/-

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ভারী

জলযান চালানোর লাইসেন্সধারী এবং সংশ্লিষ্ট

কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

ob

চ. ফায়ার ইঞ্জিন

ড্রাইভার

৯৭০০-২৩৪৯০/-

ছ. ইঞ্জিন ড্রাইভার

(ক্লাস-২)

জ. ক্রেন ড্রাইভার

(ক্লাস-২)

৯৩০০-২২৪৯০/-

चन

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

উত্তীর্ণ। ক্রেন ড্রাইভিং এ লাইসেন্সধারী এবং ভারী

যানবাহন চালনায় ৩ বছরের অভিজ্ঞতা।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

বাংলাদেশ নৌবাহিনী

আই এস পি আর/নৌ/২০২৪/১৫০

তারিখ ঃ ১০/১১/2024

| সরাসরি কমিশন্ড অফিসার ২০২৫বি ডিইও ব্যাচ

অনলাইনে আবেদনের সময়সীমা ১ নভেম্বর হতে ৩১ ডিসেম্বর ২০২৪ইং।

উপযুক্ততা ঃ ১। শিক্ষা শাখা (বিবিধ বিষয়) - পুরুষ ও মহিলা। শিক্ষাগত

যোগ্যতা : নিম্নবর্ণিত বিষয়ে স্নাতক (সম্মান) সহ মাস্টার্স। প্রার্থীকে

এসএসসি ও এইচএসসি/সমমান উভয় পরীক্ষায় জিপিএ-৪.00 এবং

স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয় পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে)

প্রাপ্ত হতে হবে। অথবা, ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো

২টি বিষয়ে A গ্রেড, যেকোনো ৪টি বিষয়ে B গ্রেড ও এ-লেভেল এ

যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড এবং স্নাতক (সম্মান) ও মাস্টার্স উভয়

পরীক্ষায় সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। (১) বাংলা (২)

ইংরেজি (৩) পদার্থ (৪) রসায়ন নিয়োগঃ চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড

অফিসার হিসেবে 'এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট' পদে ৫ বছরের জন্য

স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে বিধি অনুযায়ী চাকুরি

বর্ধিত/স্থায়ী করা হবে। ২। শিক্ষা শাখা (ইঞ্জিনিয়ার) পুরুষ ও মহিলা।

শিক্ষাগত যোগ্যতাঃ কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি

ইঞ্জিনিয়ারিং। প্রার্থীকে এসএসসি ও এইচএসসি /সমমান উভয় পরীক্ষায়

জিপিএ ৪.৫০ সহ বিএসসি ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে)

প্রাপ্ত হতে হবে। অথবা, ইংরেজী মাধ্যম এর ক্ষেত্রে ও-লেভেল এ যেকোনো

৩টি বিষয়ে A গ্রেড, যেকোনো ৩টি বিষয়ে B গ্রেড ও এ-লেভেল এ

যেকোনো ১টি বিষয়ে A গ্রেড, যেকোনো ২টি বিষয়ে B গ্রেড এবং বিএসসি

ইঞ্জিনিয়ারিং-এ সিজিপিএ ৩.০০ (৪-স্কেলে) প্রাপ্ত হতে হবে। নিয়োগঃ

চূড়ান্ত মনোনয়ন শেষে কমিশন্ড অফিসার হিসেবে এ্যাক্টিং সাব লেফটেন্যান্ট

পদে ০৫ বছরের জন্য স্বল্পমেয়াদী কমিশন প্রদান করা হবে। পরবর্তীতে

বিধি অনুযায়ী চাকুরি বর্ধিত/স্থায়ী করা হবে। সকলের জন্য ঃ বয়স : ০১

জুলাই ২০২৫ তারিখে অনূর্ধ্ব ৩০ বছর (এফিডেভিট গ্রহণযোগ্য নয়)।

বৈবাহিক অবস্থা ঃ বিবাহিত/অবিবাহিত।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

@ আরকাইভস ও গ্রন্থাগার অধিদপ্তর

পদ সংখ্যা ১৭ জন

স্মারক নং ৪৩.25.0000.003.11.002.28-20

তারিখঃ ২১/১১/২০২৪

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. সিনিয়র

ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে দ্বিতীয় শ্রেণি

টেকনিক্যাল

বা সমমানের জিপিএসহ স্নাতকোত্তর ডিগ্রি বা দ্বিতীয়

এসিসটেন্ট

শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ৪ বৎসর মেয়াদি

স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারে

MS Office এ কাজ করিবার দক্ষতা।

(আরকাইভস)

১২৫০০-৩০২৩০/-

02

২. সিনিয়র টেকনিক্যাল দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা

এসিসটেন্ট (লাইব্রেরি) সমমানের ডিগ্রি। গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞানে ডিপ্লোমা

১১০০০-২৬৫৯০/- জন ডিগ্রি। কম্পিউটারে MS Office এ কাজের দক্ষতা

৩. কম্পিউটার বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি

অপারেটর ০২ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় ২৫ ও ইংরেজিতে

জন ৩০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard

Aptitude Test এ উত্তীর্ণ হইতে হইবে।

১১০০০-

২৬৫৯০/-

৪. জুনিয়র টেকনিক্যাল

ইতিহাস বা ইসলামের ইতিহাস বিষয়ে দ্বিতীয় শ্রেণি

এসিসটেন্ট (আরকাইভস) জন বা সমমানের সিজিপিএ-তে স্নাতক ডিগ্রি। কম্পিউটারে

১০২০০-২৪৬৮০/-

MS Office এ কাজ করিবার দক্ষতা।

৫. স্ট্যাকরুম সহকারী ০১ এইচএসসি/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে

৯৩০০-২২৪৯০/- জন MS Office এ কাজ করিবার দক্ষতা।

৬. ডাটাএন্ট্রি

অপারেটর

৯৩০০-

22800/-

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

০১ মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০

জন শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে Standard Aptitude

Test এ উত্তীর্ণ হইতে হইবে।

৭. ফিউমিগেশন

সহকারী

৯৩০০-২২৪৯০/-

৮. বুক সর্টার

5500-2000/-

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা

সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটারে MS

Office এ কাজ করিবার দক্ষতা।

০১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা

জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯. রেকর্ড সর্টার ০১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা

৮২৫০-২০০১০/- জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১০. অফিস সহায়ক ০১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা

৮২৫০-২০০১০/- জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

১১. নিরাপত্তা প্রহরী ০১ জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; এবং

৮২৫০-২০০১০/- জন সুস্বাস্থ্যের অধিকারী হইতে হইবে।

১২. পরিচ্ছন্নতাকর্মী ০১ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা

৮২৫০-২০০১০/- জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

মন্তব্যসমূহ

BeautyDealBD Online Shopping all Bangladesh product Sell

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পদ সংখ‍্যা ৫৯ জন

সাপ্তাহিক চাকরির পেপার

নতুন চাকরির খবর ১৩ জুন ২০২৫ | আজকের সাপ্তাহিক নিয়োগ আপডেট