রবি 5G নেটওয়ার্কে বিশাল নিয়োগ 3/12/2024





 রবি 4G নেটওয়ার্কে- নিয়োগ

মোট পদ সংখ্যা ৭৮২ জন

শিক্ষাগত যোগ্যতা

পদের নাম

১০২ জন

১.এরিয়া ম্যানেজার বি.এ/এইচএসসি, তিনি তার অধীনে সকল থানার

কাজ পরিচালনা করতে হবে। বেতন- ৩৯,০০০/-

এইচএসসি/এসএসসি। একটি থানার কার্যক্রম দায়িত্বের

সাথে পালন করতে হবে। বেতন ৩২,০০০/-

২. অডিট অফিসার

১৬০ জন

জন

| ১৯০ জন

৫.সিকিউরিটি

গার্ড ১৫০ জন

৩. ইনচার্জ অফিসার ১৮০ এইচএসসি/সমমান। দুইটি টাওয়ারের দায়িত্ব

নিয়ে কাজ করতে হবে। বেতন- ২৯,০০০/-

৪.সুপারভাইজার এসএসসি/অষ্টম শ্রেণী। ৪০ জন জনবল এর দায়িত্ব নিয়ে

নিজ থানা কাজ করতে হবে। বেতন, ২৫,000/-

অষ্টম শ্রেণী। নিজ সবাই নিলে বাজে কাজ করতে হবে।

সার্টিফিকেট না থাকলে ভোটার আইডি কার্ড/জন্ম নিবন্ধন

দিয়ে আবেদন করতে পারবেন। বেতন ১৮০০০/-

স্মারক নং-র/বি/৫৪৯০০৩ সরাসরি রবি 4G নেটওয়ার্ক শাক্তিশালী করার।

জন্য কিছু সংখ্যক পুরুষ/মহিলা নিয়োগ করা হবে। সুবিধা: চাকরি শেষে।

পেনশন ছাত্র/ছাত্রীদের পড়াশোন করার জন্য সুযোগ রয়েছে। কর্ম সময়

সকাল ১০ টা হইতে বিকেল ৫টা পর্যন্ত। শুক্র ও শনিবার অফিস বন্ধ

থাকিবে। বছরে ২টি ঈদ বোনাস পাবেন। স্থায়ীভাবে ১৮ বছর পর্যন্ত কাজ

করতে পারবেন। আবেদনের নিয়মাবলীঃ আগ্রহী প্রার্থীদের ১ কপি

পাসপোর্ট সাইজের ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা, জন্ম সনদ/জাতীয়

পরিচয়পত্রের ফটোকপি ও দরখাস্তে পদের নাম ও মোবাইল নম্বর সহ

১৫/১২/২০২৪ইং তারিখের মধ্যে শুধুমাত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে

হবে। শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদেরকে ফোনের মাধ্যমে জােিনয় দেয়া।

হবে। সকল নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের কর্মস্থল নিজ উপজেলার মধ্যে রাখা

হবে। মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে। মোবাইল: 01830-791337

ই-মেইল:robinet4g@gmail.com

অফিস: রোড নং-১২, বাড়ি নং: ১৬/২, গুলশান, ঢাকা-১২১২। সূত্র: নবঅভিযান ২৮/১১/২৪ইং

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন

BeautyDealBD Online Shopping all Bangladesh product Sell

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পদ সংখ‍্যা ৫৯ জন

সাপ্তাহিক চাকরির পেপার

নতুন চাকরির খবর ১৩ জুন ২০২৫ | আজকের সাপ্তাহিক নিয়োগ আপডেট