সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন শুক্রবার 2025

 

সাপ্তাহিক

চাকরির বিজ্ঞাপন

শুক্রবার

৯ জানুয়ারি ২০২৫ইং

নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংকে চাকরি

সুপ্রতিষ্ঠিত বায়তুল আমান গ্রুপ অব কোম্পানীতে গ্রামীন জনগোষ্ঠীর

উন্নয়নে বিভিন্ন জেলা ও উপজেলায় স্থায়ী ভিত্তিতে অধিক উপার্জনে

আগ্রহী সৎ, নিষ্ঠাবান ও দায়িত্বশীল ফিল্ড কার্যক্রম সহ অফিস

পরিচালনার লক্ষ্যে নিম্নলিখিত শুন্য পদে কিছু সংখ্যক পুরুষ/মহিলা

নিয়োগ। বয়স ২২ বছর থেকে ৫৫ বছর।

ক্রঃনং পদের নাম

০১ জেনারেল ম্যানেজার

০২ ব্যবস্থাপক

শিক্ষাগত যোগ্যতা

মাষ্টার্স/সমমান

(১২ বছরের অভিজ্ঞতা)

স্নাতক/সমমান

বেতন

আলোচনা

সাপেক্ষে

20,000/=

০৩ সিনিয়র অফিসার

এইচ.এস.সি/সমমান

২২,000/=

০৪ ডেভেলপমেন্ট অফিসার

এস.এস.সি/সমমান

$9,000/=

০৫ কম্পিউটার অপারেটর

এইচ.এস.সি/সমমান

১৫,০০০/=

০৬ রিসিপশনিষ্ট (মহিলা)

এস.এস.সি/সমমান

| ১২,৫০০/=

০৭ ড্রাইভার

০৮ সিকিউরিটি গার্ড

৮ম শ্রেণী

আলোচনা সাপেক্ষে

৮ম শ্রেণী

| ১০,০০০/=

আগ্রহী প্রার্থীগণকে আগামী ১৬/০১/২০২৫ ইং তারিখের

মধ্যে পাসপোর্ট সাইজের ছবি, বায়োডাটা/সিভি, শিক্ষাগত

যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতার সনদ

(যদি থাকে) ই- মেইল করার জন্য আহ্বান করা যাচ্ছে।

লিখিত/মৌখিক পরীক্ষা ঃ মতিঝিল, খিলক্ষেত, বনানী, মিরপুর, ঢাকা।

E-mail: bgjob2020@gmail.com

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিঃ

পদ সংখ্যা ২৩ জন

স্বারক নং-

৫৩০৬০/-

২. অ্যাসিন্ট্যান্ট

প্রোগ্রামার

৫৩০৬০/-

১৮

পদ সংখ্যা ০৯ জন

বিজ্ঞপ্তি নং- ৫৯/২০২৪

নং, পদের নাম, বেতন

১. ফায়ার কন্ট্রোল

অপারেটর (পুরুষ)

১৩০০-২২৪৯০/--

(১৬তম গ্রেড)

২. ফায়ারফাইটার

(পুরুষ)

8

জন

তারিখঃ ২৬/১২/২024

পদ সংখ্যা

যোগ্যতা ও অভিজ্ঞতা

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ০৬ মাস

মেয়াদী ফায়ার সায়েন্স এন্ড অক্যুপেশনাল সেফটি

কোর্সে উত্তীর্ণ। সংশ্লিষ্ট ক্ষেত্রে ০২ বছরের অভিজ্ঞতা

শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের মাপ:

৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত হতে হবে।

এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ০৬ মাস

০৬ মেয়াদী ফায়ার সায়েন্স এন্ড অক্যুপেশনাল সেফটি কোর্সে

৮৫০০-২০৫৭০/- জন উত্তীর্ণ। শারীরিক যোগ্যতা: উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি, বুকের

১৯তম গ্রেড

মাপ: ৩২ ইঞ্চি ও শারীরিক গঠন ত্রুটিমুক্ত।

কার্যপরিধি ঃ কন্ট্রোল অপারেটর (পুরুষ)- বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত

ফায়ারফাইটার (পুরুষ) গণের তত্ত্বাবধান করবেন। জরুরি পরিস্থিতিতে On

Spot First Response এর অংশ হিসেবে সহযোগিতা চেয়ে সকল অগ্নি

| নির্বাপণকারী সংস্থাকে ফায়ার নোটিশ প্রদান করে সে অনুযায়ী রেসপন্স

করবেন এবং প্রশাসনিক যোগাযোগে সাড়া প্রদান করবেন। অগ্নি নির্বাপণের

জন্য প্রতিটি সিকিউরিটি ইক্যুইপমেন্ট সম্পর্কে জ্ঞাত থাকবেন এবং জরুরি

পরিস্থিতিতে দুর্ঘটনার ধরন বুঝে সে অনুযায়ী তার ব্যবহার নিশ্চিত

করবেন। ফায়ারফাইটার (পুরুষ)দের সাথে দুর্ঘটনা স্থলে লিয়াজোঁ অফিসার

হিসেবে কাজ করবেন। অগ্নি দুর্ঘটনা এড়াতে সকল যন্ত্রাংশের সময়ে সময়ে

নিরীক্ষা এবং দুর্ঘটনায় ব্যবহারের পরে সকল নির্বাপক যন্ত্রাংশের পোস্ট-

নিরীক্ষা নিশ্চিত করবেন। যথাযথ কর্তৃপক্ষকে অগ্নি দুর্ঘটনার সম্ভাব্য

ঝুঁকিসমূহ চিহ্নিত করে রিপোর্ট প্রদান করবেন। ফায়ারফাইটার (পুরুষ)-

ফায়ারফাইটার (পুরুষ) হবে বাংলাদেশ ব্যাংকের নিয়োগকৃত নিজস্ব

অগ্নিনির্বাপক কর্মী। প্রতিষ্ঠানে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগমনের

পূর্বে ফায়ার এক্সটিংগুইশার বা ফায়ার হাইড্রেন্ট সিস্টেম ব্যবহার করে

যতটা সম্ভব অগ্নি নিয়ন্ত্রণ করে ক্ষয়ক্ষতি কমাবার চেষ্টা করবেন। জরুরি

পরিস্থিতিতে আটকে পড়া লোকজনকে Life saving guidance এর অংশ

হিসেবে নিরাপদে স্থানান্তরের ব্যবস্থা নিশ্চিত করবেন। ফায়ারফাইটার

(পুরুষ)গণ অগ্নি দুর্ঘটনা ছাড়াও প্রতিষ্ঠানের প্রাকৃতিক বা মনুষ্যসৃষ্ট দুর্ঘটনায়

বিপদাপন্ন মানুষকে উদ্ধারে কাজ করবেন। এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

@ যমুনা গ্রুপে চাকরি

পদ সংখ্যা ১২০ জন

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

এসএসসি/এইচএসসি পাশ, বয়স ৩৫ থেকে

সুপারভাইজার ৪৫ বৎসর পর্যন্ত (অব. সার্জেন্টদের

আলোচনা সাপেক্ষে অগ্রাধিকার দেওয়া হবে)।

সিকিউরিটি গার্ড

20

জন

১০০৮ম শ্রেণী/এসএসসি পাশ, উচ্চতা ৫-র্ণ'। বয়স

আলোচনা সাপেক্ষে জন : ১৮ থেকে ৩০ বৎসর পর্যন্ত।

সুবিধাদি : ফ্রি বাসস্থান ও তিন বেলা খাবারের বন্দোবস্ত আছে। আগ্রহী

প্রার্থীগণকে পূর্ণ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র

(NID) ও চেয়ারম্যান সনদপত্র, ০৩ কপি ছবিসহ আবেদনপত্র আগামী

০৮/০১/২০১৫ ইং থেকে ২০/০১/২০১৫ ইং তারিখ প্রত্যহ (বুধবার

ব্যতীত) সকাল ১০.০০ ঘটিকা হতে বিকাল ৫.০০ ঘটিকার মধ্যে সরাসরি

নিম্ন ঠিকানায় উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। স্বাক্ষরিত/-

জিএম (সিকিউরিটি), যমুনা ফিউচার পার্ক, ক-২৪৪, কুড়িল, প্রগতি সরণি,

বারিধারা, ঢাকা-১২২৯। মোবাইল নম্বর : ০১৮৬৮-০০১৫০০/০১৭৫৩-৪৩৪৩৭৪।

সূত্র: যুগান্তর ০৮/০১/২০১৫ইং পৃষ্ঠা-০৬

ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস

সিকিউরিটি

তারিখঃ ৩০/১২/২০২৪

নং পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. সিনিয়র স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রী বা ০৪ বৎসর মেয়াদি

অফিসার স্নাতক ডিগ্রী। অর্থনীতি, হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যাংকিং,

ব্যবস্থাপনা, মার্কেটিং, পরিসংখ্যান বিষয়ে ডিগ্রীধারীগণ বা

এমবিএ, এমবিএম, MAFCM ডিগ্রীধারীগণ অগ্রাধিকার

পাবেন। একাধিক পরীক্ষায় ৩য় বিভাগ গ্রহনযোগ্য নয়।

কম্পিউটার সায়েন্স / কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং / ইনফরমেশন এন্ড

ot কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের

সিজিপিএ সহ স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি। প্রোগ্রামিং

সংক্রান্ত স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে অবশ্যই উত্তীর্ণ।

সকল পদের জন্য শিক্ষাগত যোগ্যতার মান নির্ধারণী নির্দেশনা- গ্রেডিং

পদ্ধতিতে প্রকাশিত ফলাফলের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের 02/06/2008

ও ০২/০৩/২০১০ তারিখের প্রজ্ঞাপন নং- শিম/শাঃ১১/৫-১(অংশ)/৫৮২

ও শিম/শাঃ১১/১৯-১/২০০৭/১৭৪ অনুযায়ী বর্তমান প্রচলিত জিপিএ বা

ক্ষেত্রমত, সিজিপিএ এর বিপরীতে পূর্বের ১ম ও ২য় বিভাগ/শ্রেণি নিম্নরূপে

নির্ধারিত হবে : (১) এসএসসি বা সমমান এবং এইচএসসি বা সমমান

পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে- জিপিএ ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ;

জিপিএ ২.০০ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০ এর কম- দ্বিতীয় বিভাগ (২)

অনুমোদিত বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত সিজিপিএ এর ক্ষেত্রে- ৪.০০ পয়েন্ট

স্কেলে ৩.০০ বা তদূর্ধ্ব প্রথম বিভাগ এবং ২.২৫ বা তদূর্ধ্ব কিন্তু ৩.০০

এর কম দ্বিতীয় বিভাগ এবং ৫.০০ পয়েন্ট স্কেলে ৩.৭৫ বা তদূর্ধ্ব-প্রথম

| বিভাগ/শ্রেণি; ২.৮১৩ বা তদূর্ধ্ব কিন্তু ৩.৭৫ এর কম দ্বিতীয় বিভাগ/শ্রেণি।

৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে প্রার্থীর বয়সসীমা ( ৩২ বছর) নিয়োগ

বিজ্ঞপ্তিতে বর্ণিত বয়সসীমার অধিক হবে না। আবেদনপত্র দাখিলের শুরুর

তারিখ ও সময় : ০৮ জানুয়ারি ২০২৫ তারিখ, সকাল ১০:০০ ঘটিকা এবং

আবেদনপত্র দাখিলের শেষ তারিখ ও সময় : ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ,

রাত ১১:৫৯ মিনিট। Verifz Payment এবং Applicant's cop

সংগ্রহের শেষ তারিখ ও সময় : ০২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ, রাত ১১:৫৯

| মিনিট ০৬। আগ্রহী প্রার্থীগণকে নির্ধারিত এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি

পদ সংখ্যা ০৯ জন

Assistant

Manager

(HR)

Memo No: 87.404.401.08.03.001.2024.210 Date: 31.12.2024

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

Junior At least Graduate degree in HR/ Management

Management Information System (MIS) International

Business/ Organization Strategy and Leadership

Public Administration/ International Relations

o Economics/Law/ Mass Communication & Journalism or

39,000/- জন BBA major in HR/ Management / Management

Age is 32 | Information System (MIS) International Business

years on Organization Strategy and Leadership from any recog

31.12.2024 nized university. No third division/Class at any stage of

the academic career shall be acceptable.

এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

Taka

ন্যাশনাল মেরিটাইম ইন্সটিটিউট

পদ সংখ্যা ০২ জন

নং-১৮,১৯.0000.001.11.00১,২২-

নং, পদের নাম, বেতন

পদ সংখ্যা

তারিখঃ ১৯/১২/২০২৪

যোগ্যতা ও অভিজ্ঞতা

১. ক্যাটারিং ইন্সট্রাক্টর ০১ স্নাতকসহ ক্যাটারিং বিষয়ে প্রশিক্ষণের সনদসহ

১১০০০-২৬৫৯০/- জন ২ বৎসরের ক্যাটারিং কাজের অভিজ্ঞতা।

২. ফায়ার ফাইটিং

সহকারী

১০২০০-২৪৬৮০/-

BIOT

স্নাতক ডিগ্রি। ৬ (মাস) মেয়াদী ফায়ার সেফটি

• ম্যানেজার কোর্স সনদপ্রাপ্ত এবং সংশ্লিষ্ট কাজে

১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

বাংলাদেশ তাঁত বোর্ড

পদ সংখ্যা ০৪ জন

স্মারক নং: ২৪.০৫.০০০০.২১১.১১.০০১.২২-৭৫১ তারিখঃ ৩০/১২/২০২৪

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

ড্রাইভার

০৪ অষ্টম শ্রেণি পাস ও ০৩ বৎসরের অভিজ্ঞতাসহ

৯৩০০-২২৪৯০/- জন বৈধ লাইসেন্সধারী।

আবেদনের শর্তাবলী: প্রার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত চাকরির আবেদন

ফরমে আবেদন করতে হবে। আবেদন ফরম বাংলাদেশ তাঁত বোর্ডের

ওয়েবসাইট www.bhb.gov.bd হতে সংগ্রহ করা যাবে। উক্ত

ওয়েবসাইটে প্রবেশপত্রের একটি নমুনা সংযুক্ত করা হয়েছে। প্রার্থীদেরকে

প্রবেশপত্রের ০২ কপি যথাযথভাবে পূরণপূর্বক আবেদনপত্রের সাথে ১২ নং

| ক্রমিকে বর্ণিত কাগজপত্রাদির সত্যায়িত ফটোকপি আবশ্যিকভাবে দাখিল

করতে হবে। প্রার্থীর সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৩ কপি রঙিন ছবি

ও আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে। প্রার্থীদের আবেদন ফরম

অবশ্যই প্রার্থীকে নিজ হাতে পূরণ করতে হবে। আবেদনপত্র আগামী

৩০.০১.২০২৫ খ্রিঃ তারিখ রোজ বৃহস্পতিবার বিকাল ০৫:০০ ঘটিকার

মধ্যে চেয়ারম্যান, বাংলাদেশ তাঁত বোর্ড, বিটিএমসি ভবন (৫ম তলা), ৭-

৯ কাওরান বাজার, ঢাকা-১২১৫ বরাবর রেজিস্টার্ড ডাকযোগে পৌঁছাতে

হবে। ০১ ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ তারিখে প্রার্থীদের বয়সসীমা ১৮-৩২

বছরের মধ্যে হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার

সন্তানদের ক্ষেত্রে সর্বশেষ নীতিমালা অনুযায়ী এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

তারিখঃ ০৬/০১/২025

নং- ০৬.০২.৬৭৫৮. 165.11.165.25.15

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

হিসাব রক্ষণ কর্মকর্তা ০১ হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রী। সংশ্লিষ্ট

(চুক্তিভিত্তিক) জন কাজ ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন।

কোম্পানীর ক্যাশ সংক্রান্ত কার্যক্রম স্বয়ংসম্পূর্ণভাবে সম্পাদন ও শাখা

ব্যবস্থাপনা কাজে পারদর্শী। মাইক্রোসফট অফিস ও ইন্টারনেট ব্যবহারে

দক্ষ/ পারদর্শী। ট্যালি ইআরপি/ এ্যাকাউন্টিং সফ্টওয়্যার ব্যবহারে দক্ষ/

পারদর্শী। বয়স: অনূর্ধ্ব ৩০ বছর। বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে

শিথিলযোগ্য। চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে মূল বেতনের সাথে অন্যান্য

ভাতাদি ও বোনাস ডিইডব্লিউ লিঃ এর নিজস্ব বেতন/ মজুরী কাঠামো,

নিয়োগ নীতিমালা ও প্রচলিত নিয়মানুযায়ী (প্রযোজ্য ক্ষেত্রে) প্রদান করা

হবে। ডিইডব্লিউ লিঃ এর মেডিক্যাল সেকশন কর্তৃক প্রদত্ত মেডিক্যাল

ফিটনেস সার্টিফিকেট সন্তোষজনক ও পুলিশ তদন্ত প্রতিবেদন সন্তোষজনক

প্রতিপাদিত হলে নিয়োগ প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন

বৃত্তান্ত, সদ্য তোলা ৩৪) কপি পাসপোর্ট সাইজের ছবি, স্থানীয় ইউনিয়ন

পরিষদের চেয়ারম্যান/ পৌরসভা/ সিটি কর্পোরেশনের মেয়র/ কাউন্সিলর

কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব/ জাতীয়তা সনদপত্র, জাতীয় পরিচয় পত্র, জন্ম

নিবন্ধন (অনলাইন ভেরিফাইড কপি যদি থাকে), শিক্ষাগত যোগ্যতার

নিবন্ধন অনলাইন

সনদ/ প্রত্যয়ন পত্র এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সংক্রান্ত সকল

সনদপত্রসমূহের সত্যায়িত কপি আবেদন পত্রের সাথে সংযুক্ত করতঃ উক্ত

আবেদন পত্র ব্যবস্থাপনা পরিচালক বরাবর "ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং

ওয়ার্কস লিঃ, বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর-১৪১০, বন্দর,

নারায়ণগঞ্জ" এর ঠিকানায় আগামী ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ অফিস

চলাকালীন সময়ের মধ্যে প্রেরণ করতে হবে। প্রেরিত আবেদন পত্রের খামের

উপর অবশ্যই পদের নাম ও মোবাইল নাম্বার উল্লেখ করতে হবে। স্বাক্ষরিত/-

পক্ষে ব্যবস্থাপনা পরিচালক, ডকইয়ার্ড এন্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিঃ,

বাংলাদেশ নৌবাহিনী, সোনাকান্দা, বন্দর, নারায়ণগঞ্জ। www.dewbn.gov.bd

সূত্র : ইত্তেফাক ০৭/০১/২০১৫ইং পৃষ্ঠা-০৪

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

পদ সংখ্যা ০৬ জন

স্মারক নম্বর: রামেকহা/প্রশা/২৪/৭৮২০

তারিখঃ ৩১/১২/২০২৪

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

১. ড্রাইভার জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।

ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত

এবং সংশ্লিষ্ট কাজে ২ বছরের অভিজ্ঞতা।

২৩৪৯০/-

২. অফিস সহকারী

কাম কম্পিউটার

মুদ্রাক্ষরিক

৯৩০০-২২৪৯০/-

এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

০২ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং,

জন ডাটা এন্ট্রি ও টাইপিং-এ গতি বাংলায় ২০ ও

ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।

৩. টেলিফোন অপারেটর ০১ এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

৯৩০০-২২৪৯০/- জন কম্পিউটার চালনায় দক্ষতা।

৪. ইলেকট্রিশিয়ান ০২ ইলেকট্রিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট

৯৩০০-২২৪৯০/- জন (ভোকেশনাল) পরীক্ষায় উত্তীর্ণ।

এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল

পদ সংখ্যা ০৭ জন

স্মারক নং- ৩৭,২৮.০০০০.১০২.১১.০০১.২২(পার্ট-৩)-৮৩৩ তারিখঃ ৩০/১২/২০২৪

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

অফিস সহকারী উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

কাম-কম্পিউটার ০৭ উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড

মুদ্রাক্ষরিক জন প্রসেসিং, ডাটা টাইপিং এ গতি বাংলা 20

৯৩০০-২২৪৯০/- ইংরেজি ২০ শব্দ থাকতে হবে।

নিম্নবর্ণিত শর্তাবলি আবেদন ফরম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে

অবশ্যই অনুসরণ করতে হবে: আবেদনকারীর বয়স ০১ ডিসেম্বর, ২০২৪

খ্রি. তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে থাকতে হবে। উপর্যুক্ত পদের

সর্বোচ্চ বয়সসীমা, নিয়োগ পদ্ধতি ও প্রয়োজনীয় যোগ্যতার ক্ষেত্রে

বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের কর্মচারী চাকরি প্রবিধানমালা,

২০২১ অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের

সর্বশেষ প্রজ্ঞাপন ও নীতিমালা অনুসরণ করা হবে। মৌখিক পরীক্ষার সময়

সকল সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের মূলকপি প্রদর্শন করতে হবে এবং সকল

সনদপত্রের ছায়ালিপি দাখিল করতে হবে। এছাড়া, নিজ জেলার স্থায়ী বাসিন্দার

প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত

সনদের সঠিকতা যাচাই করা হবে। এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

শেষের পাতা

জেলা প্রশাসক পঞ্চগড় একনজরে চাকরির বিজ্ঞাপন

পদ সংখ্যা ৩১ জন

স্মারক নম্বর: ৩১.৫৫.৭700.014.11.001.28.103৩ তারিখঃ ১৭/১২/2024

পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক

০৪ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

জন কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরের পতি

নং, পদের নাম, বেতন

১. অফিস সহকারী-

কাম- কম্পিউটার

মুদ্রাক্ষরিক

৯৩০০-২২৪৯০/-

২. নাজির কাম

ক্যাশিয়ার

৯৩০০-২২৪৯০/-

৩. মিউটেশন-

জন

ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা

সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং

মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ উচ্চ মাধ্যমিক

কাম সার্টিফিকেট ০২ সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার

সহকারী

জন ব্যবহারে দক্ষতা এবং মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে ২০

৯৩০০-২২৪৯০/-

৪. সার্টিফিকেট

সহকারী

৯৩০০-২২৪৯০/-

৫. অফিস সহায়ক

৮২৫০-২০০১০/-

ও বাংলায় ২০ শব্দ থাকতে হবে।

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এইচএসসি বা

সমমান পাস। কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং

মুদ্রাক্ষরের গতি ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ।

২৩ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক

জন সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

এরপর ৩য় পৃষ্ঠায় দেখুন

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে চাকরি

১০. টেলিফোন অপারেটর

৯৩০০-২২৪৯০/-

১১. নিরাপত্তা তত্ত্বাবধায়ক

(এসএস)

৯৩০০-২২৪৯০/-

প্রথম পৃষ্ঠার পর

০১ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের

জন পরীক্ষায় উত্তীর্ণ।

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের

পরীক্ষায় উত্তীর্ণ।

১২. লাইন্সম্যান ০১ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি সমমান।

৯০০০-২১৮০০/- জন সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণ প্রাপ্ত এবং ৩ বছরের অভিজ্ঞতা।

১৩. ইলেকট্রিশিয়ান দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ এসএসসি

বা সমমান। সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের মেয়াদি ট্রেড

কোর্সে উত্তীর্ণ এবং ৩ বছরের অভিজ্ঞতা।

৮৮০০-

জন

২১৩১০/-

১৪. ইএন্ডবিআর

বুট মেকার

৮৮০০-২১৩১০/-

১৫. ফটোকপি

অপারেটর

৮৮০০-২১৩১০/-

১৬. অফিস সহায়ক

৮২৫০-২০০১০/-

১৭. বাবুর্চি

৮২৫০-২০০১০/-

১৮. সহকারী বাবুর্চি

৮২৫০-২০০১০/-

১৯. মেস ওয়েটার

৮২৫০-২০০১০/-

২০. লক্ষর

अन

জন

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক

স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ

এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।

দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে এইচএসসি

বা সমমান পাস। ফটোকপি মেশিন চালনায়

অভিজ্ঞতা এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

৫৩ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের

জন পরীক্ষায় উত্তীর্ণ।

০৪ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

জন উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

০২ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

জন উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

০৫ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক

জন স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

০১ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক

৮২৫০-২০০১০/- জন স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২১. নিরাপত্তা প্রহরী ০৫ দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএসহ মাধ্যমিক

৮২৫০-২০০১০/- জন স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

২২. মালী/গার্ডেনার ০৫ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায়

৮২৫০-২০০১০/- জন উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা।

২৩. পরিচ্ছন্নতা কর্মী/খাকরব

৮২৫০-২০০১০/-

3.

০৬ জুনিয়র স্কুল সার্টিফিকেট বা

জন সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

এরপর ২য় পৃষ্ঠায় দেখুন

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি

পদ সংখ্যা ০২ জন

নং, পদের নাম, বেতন পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

সহকারী এসএসসি ও এইচএসসি/ সমমান পরীক্ষায় ২য় বিভাগ বা

ক্যাশিয়ার জিপিএ ৫ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ কম্পিউটার

মো 02

(মহিলা) পরিচালনার দক্ষতা এবং বাংলায় ২০ ও ইংরেজিতে ৩০

শব্দ টাইপ করতে সক্ষম। সহকারী ক্যাশিয়ার পদে

জামানত ২০,০০০০/- প্রদান করতে হবে।

১৮৩০০-

46280/-

জন

বয়সসীমা : ৩১/১২/২০২৪ খ্রিঃ (মহিলাদের জন্য তারিখে বয়স অনুর্ধ্ব

সংরক্ষিত), ৩২ বছর। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না :

ত), ৩২

হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকার স্থায়ী বাসিন্দা অর্থাৎ

(হবিগঞ্জ জেলার সদর, শায়েস্তাগঞ্জ, নবীগঞ্জ, আজমীরিগঞ্জ, বানিয়াচং,

লাখাই, বাহুবল, মাধবপুর, চুনারুঘাট, সুনামগঞ্জ জেলার শাল্লা, দিরাই,

জগন্নাথপুর উপজেলার আংশিক, সিলেট জেলার ওসমানীনগর উপজেলার

আংশিক এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার আংশিক স্থায়ী

বাসিন্দা)। ব্যতীত অন্যান্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে

পারবেন। উল্লেখ্য, আবেদনপত্র জমা প্রদানের শেষ তারিখঃ

২৩/০১/২০২৫ খ্রিঃ পর্যন্ত। বিস্তারিত তথ্য হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির

ওয়েবসাইটে (www.pbs.habiganj.gov.bd) প্রকাশিত হয়েছে। ফোনঃ

অফিস-০৮৩৩২ ৫৬৬৪২: ই-মেইল: habigonjpbs@yahoo.com

ওয়েবসাইট: www.pbs.habiganj.gov.bd স্বাক্ষরিত/- জেনারেল

ম্যানেজার, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ।

সূত্র : যুগান্তর ০৩/০১/২০২৫ইং পৃষ্ঠা-১৩

লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ

পদ সংখ্যা ১০ জন

স্বারক নং-

নং, পদের নাম, বেতন

১. সহকারী শিক্ষক (বাংলা-৫;

ইংরেজি-৪; পদার্থবিজ্ঞান-১)

২৩,২০০/-

১০

জন

তারিখঃ ০২/০১/২০২৫

পদ সংখ্যা যোগ্যতা ও অভিজ্ঞতা

সংশ্লিষ্ট বিষয়ে ০৪ বছর মেয়াদী অনার্স/

স্নাতকোত্তর ডিগ্রী। শিক্ষা জীবনে কোন

তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।

পূর্ণ জীবন বৃত্তান্ত, ০২ কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, শিক্ষাগত

যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত কপি, অধ্যক্ষের অনুকূলে যেকোনো

| তফসিলী ব্যাংকের শাখা হতে ৫০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট্

ও মোবাইল নম্বর উল্লেখসহ আবেদনপত্র ১৯ জানুয়ারি ২০২৫ তারিখের

মধ্যে অধ্যক্ষ বরাবর পৌঁছাতে হবে। প্রার্থীদেরকে লিখিত পরীক্ষা ও

মৌখিক সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য তারিখ ও সময় এসএমএস-এর

মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষা ও মৌখিক সাক্ষাৎকারে

অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ দেওয়া হবে না। পরীক্ষা সংক্রান্ত

সকল তথ্য প্রতিষ্ঠানের ওয়েব সাইট এবং ফেসবুক পেজ-এ পাওয়া যাবে।

নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। -

অধ্যক্ষ, লেকার্স পাবলিক স্কুল এন্ড কলেজ, কাঠালতলী, রাঙামাটি।

www.lakers.edu.bd / lakerschool; মোবাইল নং

০১৮১৬০৮২৪৯০, ০১৫৫৬৭০১৯২১, ০১৮১2232582

সূত্র : যুগান্তর ০৩/০১/২০১৫ইং পৃষ্ঠা-০৬

| সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপণ পত্রিকার সতর্কীকরণ বিজ্ঞপ্তি

সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপণ পত্রিকায় বারবার প্রকাশিত বক্স

আকারের চাকরির বিজ্ঞাপনগুলো অত্যন্ত সতর্কতার সহিত ভালো

করে খোঁজ-খবর নিয়ে নিজ দায়িত্বে চাকরির জন্য যোগাযোগ

করুন। মোবাইল নাম্বার ও ই-মেইল এর মাধ্যমে যোগাযোগ করে

| কোন প্রকার টাকা-পয়সা লেনদেন না করার জন্য পরামর্শ দেওয়া

হলো। চাকরির জন্য বিভিন্ন অজুহাত দেখিয়ে অথবা উচ্চ বেতনের

অফার করে টাকা চাইলে দেবেন না। তারপরও যদি কেউ আর্থিক

লেনদেন করে থাকেন তা হলে নিজ দায়িত্বে করিবেন। এক্ষেত্রে

কেউ আর্থিক ক্ষতিগ্রস্ত হলে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপণ পত্রিকার

কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

-ভারপ্রাপ্ত সম্পাদক

প্রধান উপদেষ্টা ঃ ফাতেমা আক্তার, মোঃ নুর হোসেন, সম্পাদক ও প্রকাশক : মোঃ আঃ হান্নান তপদার, ভারপ্রাপ্ত সম্পাদক : মোঃ তারেক হোসেন, ব্যবস্থাপনা সম্পাদক :

মোঃ বিল্লাল হোসেন, নির্বাহী সম্পাদক : মোশাররফ হোসেন খোকন, বিজ্ঞাপন ম্যানেজার সুমন বড়ুয়া, বিপ্লব, গিয়াস উদ্দিন, হিরন। পৃষ্ঠপোষক- ইমাম হোসেন,

সম্পাদক কর্তৃক ৯/ডি টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল ঢাকা থেকে প্রকাশিত। ১৩ নয়াপল্টন গুডলাক প্রিন্টার্স হইতে মুদ্রিত। যোগাযোগ : ২৯/১ এফ দৈনিক বাংলার

| মোড় (২য় তলা) এন.সি.সি ব্যাংকের পাশ্বে, মতিঝিল বা/এ, ঢাকা-১০০০। সার্বিক যোগাযোগ (সার্কুলেশন ম্যানেজার:- মোঃ রাকিব হোসেন ০১৭৮৫-৯৩৩০৩৫)

(সম্পাদক মোবাইল নং- নগদ ০১৭৪৭-১৬২২৩১, বিকাশ ০১৯১২-৬০১৪৬৪, ০১৭১৯-৩৯০৭৪৫)

মধুমতি ব্যাংক পিএলসি

পদের নাম: হেড অব কনজিউমার ব্যাংকিং (এভিপি-ডিপি)। পদসংখ্যা: ০১

জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/ এমবিএ/বিবিএ। অভিজ্ঞতা:

১০-১৮ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম।

প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: ঢাকা। আবেদনের

নিয়ম: আগ্রহীরা Modhumoti Bank PLC এর মাধ্যমে আবেদন করতে

পারবেন। আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

| আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি

পদের নাম: রিটেইল রিলেশনশিপ ম্যানেজার (অফিসার-এফএভিপি)।

পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/

এমবিএ/বিবিএ। অভিজ্ঞতা: ০২ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে।

| চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়।

কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা। আবেদনের নিয়ম: আগ্রহীরা Al-Arafah Islami

Bank PLC এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ

সময়: ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন

করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: সিনিয়র পিএমইএএল অফিসার। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর। অভিজ্ঞতা: ০৫ বছর। বেতন: আলোচনা

সাপেক্ষে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স:

নির্ধারিত নয়। কর্মস্থল : বরগুনা। আবেদনের নিয়ম: আগ্রহীরা The

Bangladesh Red Crescent Society এর মাধ্যমে আবেদন করতে

পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

বিভাগের নাম: সেলস অ্যান্ড মার্কেটিং, ইউনাইটেড ফিডস লিমিটেড।

পদের নাম: টেরিটরি অফিসার। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত

যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা: ০১ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে।

চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: সর্বনিম্ন ২৪

বছর। কর্মস্থল: যে কোনো স্থান। আবেদনের নিয়ম: আগ্রহীরা গরমহধ

Group of Industries এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের

শেষ সময়: ১৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন

করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

কেয়ার বাংলাদেশ

পদের নাম: উপজেলা প্রজেক্ট অফিসার। পদসংখ্যা: ০৯ জন। শিক্ষাগত

যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর/বিবিএ/এমবিএ। অভিজ্ঞতা: ০৪-০৫ বছর।

বেতন: ৭৮,৬৪৪ টাকা। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন: নারী-

পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: মৌলভীবাজার, সিলেট। আবেদনের

নিয়ম: আগ্রহীরা CARE Bangladesh এর মাধ্যমে আবেদন করতে

পারবেন। আবেদনের শেষ সময়: ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

ঢাকা বোট ক্লাব লিমিটেড

বিভাগের নাম: অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট

ম্যানেজার। পদসংখ্যা: ০৩ জন। শিক্ষাগত যোগ্যতা: বিবিএস অথবা

স্নাতকোত্তর (অ্যাকাউন্টিং)। অভিজ্ঞতা: ০৫ বছর। বেতন: আলোচনা

সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরনঃ পুরুষ। বয়স: ২৫-৪০

বছর। কর্মস্থল: ঢাকা। আবেদনের নিয়ম: আগ্রহীরা Dhaka Boat Club

এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ৩১

জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে

পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড

বিভাগের নাম: হোম লোন। পদের নাম: বিজনেস ডেভেলপমেন্ট অফিসার।

পদসংখ্যা: ০৭ জন। শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা: ০২ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: চুক্তিভিত্তিক। প্রার্থীর ধরন:

নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: চট্টগ্রাম, ঢাকা। আবেদনের

নিয়ম: আগ্রহীরা IPDC Finance Limited এর মাধ্যমে আবেদন করতে

পারবেন। আবেদনের শেষ সময়: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

ব্র্যাক ইউনিভার্সিটি

বিভাগের নাম: ইন্টারন্যাশনাল অ্যান্ড স্কলারশিপ অফিস। পদের নাম:

ম্যানেজার। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।

অভিজ্ঞতা: ০৫ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল

টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: ঢাকা।

আবেদনের নিয়ম: আগ্রহীরা ইজঅঈ টহরাবৎংরঃ এর মাধ্যমে আবেদন

করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৫ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড

বিভাগের নাম: মার্কেটিং। পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদসংখ্যা:

| ০১ জন। শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মার্কেটিং)। অভিজ্ঞতা: ০৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরনঃ

নারী-পুরুষ। বয়স: ২৮-৩৫ বছর। কর্মস্থল: ঢাকা। আবেদনের নিয়ম:

আগ্রহীরা Bangladesh Honda Pvt. Ltd এর মাধ্যমে আবেদন করতে

পারবেন। আবেদনের শেষ সময়: ২০ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

সাউথইস্ট ইউনিভার্সিটি

পদের নাম: অ্যাসিস্ট্যান্ট আইটি অফিসার। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/বিএসসি/ডিপ্লোমা (সিএসই/সিএস / আইটি/

আইসিটি / ইইই/ইসিই / ইটিই/ইইটিই/সমমান)। অভিজ্ঞতা: ০২ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরনঃ

নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: ঢাকা। আবেদনপত্র সংগ্রহ:

আগ্রহীরা Southeast University এর থেকে আবেদনপত্র সংগ্রহ করতে

পারবেন। আবেদনের ঠিকানা: রেজিস্ট্রার, সাউথইস্ট ইউনিভার্সিটি, ২৫২,

তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ঢাকা-১২০৮। আবেদনের শেষ সময়: ২০

| জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত সরাসরি অথবা ডাকযোগের মাধ্যমে আবেদন

করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

পলমল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ

বিভাগের নাম: ডায়িং। পদের নাম: প্রোডাকশন অফিসার। পদসংখ্যা:

নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (টেক্সটাইল টেকনোলজি)।

অভিজ্ঞতা: ০৩ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল

টাইম। প্রার্থীর ধরনঃ পুরুষ। বয়স: ২৫-৩০ বছর। কর্মস্থল: গাজীপুর।

আবেদনের নিয়ম: আগ্রহীরা Palmal Group of Industries এর মাধ্যমে

আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৫

তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

এসিআই মটরস লিমিটেড

পদের নাম: সিনিয়র/টেরিটরি সেলস অফিসার। পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক। অভিজ্ঞতা: ০২ বছর। বেতন: আলোচনা

সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স:

২৫-৩৫ বছর। কর্মস্থল : বগুড়া, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী,

সিলেট। আবেদনের নিয়ম: আগ্রহীরা ACI Motors Limited এর

মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি

| ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

ট্রাস্ট ব্যাংক লিমিটেড

পদের নাম: কার্ডস অ্যাকাউন্টস অ্যান্ড সেটলমেন্ট অ্যান্ড ডিসপুট

রিসলিউশন (এসও টু পিও)। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা:

স্নাতক। অভিজ্ঞতা: ০৪ বছর। বেতন: আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন:

ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ। বয়স: নির্ধারিত নয়। কর্মস্থল: যে

কোনো স্থান। আবেদনের নিয়ম: আগ্রহীরা Trust Bank Ltd এর মাধ্যমে

আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময়: ১৬ জানুয়ারি ২০২৫ তারিখ

পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

টাঙ্গাইল রেসিডেন্সিয়াল মডেল স্কুল

পদের নাম: সহকারী শিক্ষক। পদসংখ্যা: ৩৫ জন। শিক্ষাগত যোগ্যতা:

আইসিটি / গণিত অথবা পদার্থবিজ্ঞান বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রী।

অভিজ্ঞতা: ০১ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন। বেতন:

আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: নারী-পুরুষ।

বয়স: ২৫-৩৫ বছর। কর্মস্থল: ঢাকা (আগুলিয়া)। আবেদনের নিয়ম: আগ্রহীরা

Tangail Residential Model School এর মাধ্যমে আবেদন করতে

পারবেন। আবেদনের শেষ সময়: ২৪ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

আবুল খায়ের গ্রুপ

বিভাগের নাম: মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল মেইনটেন্যান্স। পদের নাম:

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। পদসংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা:

বিএসসি (এমই/ইইই)। অভিজ্ঞতা: ০৫ বছর। বেতন: আলোচনা

সাপেক্ষে। চাকরির ধরন: ফুল টাইম। প্রার্থীর ধরন: পুরুষ। বয়স: নির্ধারিত

নয়। কর্মস্থল: কুমিল্লা (লাকসাম)। আবেদনের নিয়ম: আগ্রহীরা Abul

Khair Group এর মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ

সময়: ১৯ জানুয়ারি ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন

করতে পারবেন। সূত্র: বিডিজবস ডটকম

আরও বিস্তারিত জানতে :

মন্তব্যসমূহ

BeautyDealBD Online Shopping all Bangladesh product Sell

বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র নিয়োগ পদ সংখ‍্যা ৫৯ জন

সাপ্তাহিক চাকরির পেপার

নতুন চাকরির খবর ১৩ জুন ২০২৫ | আজকের সাপ্তাহিক নিয়োগ আপডেট